সাধু ও চলিত ভাষার মৌলিক পার্থক্যগুলো উদাহরণসহ আলোচনা করো।

Preparation BD
By -
0

সাধু ও চলিত ভাষার পার্থক্য :

সাধু ভাষাচলিত ভাষা
বাংলা লেখ্য সাধুরীতি ও সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে।চলিত ভাষারীতি পরিবর্তনশীল।
সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।চলিত ভাষারীতি তদ্ভব শব্দবহুল।
সাধু ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।চলিত ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় বিশেষ উপযোগী।
সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।চলিত ভাষারীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য।
সাধু ভাষা মার্জিত ও সর্বজনবোধ্য কিন্তু বহুলাংশে কৃত্রিম।চলিত ভাষা সাবলীল ও স্বচ্ছন্দ গতিময়।
সাধু ভাষা তৎসম শব্দবহুল।চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত।

আরো পড়ুন : ভাষা কাকে বলে? বাংলা ভাষার কয়টি রূপ ও কী কী? উদাহরণসহ আলোচনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !