সাধু ও চলিত ভাষার পার্থক্য :
সাধু ভাষা | চলিত ভাষা |
বাংলা লেখ্য সাধুরীতি ও সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। | চলিত ভাষারীতি পরিবর্তনশীল। |
সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। | চলিত ভাষারীতি তদ্ভব শব্দবহুল। |
সাধু ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। | চলিত ভাষারীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় বিশেষ উপযোগী। |
সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। | চলিত ভাষারীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। |
সাধু ভাষা মার্জিত ও সর্বজনবোধ্য কিন্তু বহুলাংশে কৃত্রিম। | চলিত ভাষা সাবলীল ও স্বচ্ছন্দ গতিময়। |
সাধু ভাষা তৎসম শব্দবহুল। | চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত। |
আরো পড়ুন : ভাষা কাকে বলে? বাংলা ভাষার কয়টি রূপ ও কী কী? উদাহরণসহ আলোচনা।