ফিফা বিশ্বকাপ ২০২২ এ কে কি পেলেন এ নিয়ে আমাদের আজকের আয়োজন। ফিফা বিশ্বকাপ ২০২২ এর চাম্পিয়ন হলো আর্জেন্টিনা ও রানার্স আপ হলো ফ্রান্স। এ যেন নিয়তিরই লিখন! লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যাবে, কিন্তু সেটা যেনতেনভাবে নয়। নাটকের পর নাটক, স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা শেষে সম্ভবত বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য চিত্রনাট্যের সমাপ্তিটা হবে মেসির হাতে ট্রফি ওঠার মধ্য দিয়ে।
এই ট্রফি দিয়ে ফুরালো আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বজয়ের অপেক্ষা। কে জানে হয়তো এর মধ্য দিয়ে শেষ হবে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্কও। যে অধরা ট্রফিটা ছিল না বলে মেসিকে সেরা মানতে রাজি ছিলেন না অনেকে, কাল সেই ট্রফিটাও মেসির হয়ে গেল। এই বিশ্ব কাপে কে কি পেলেন তা নিয়ে আমাদের আজরে আয়োজন।
সেরা উদীয়মান খেলোয়াড় | এনজো ফার্নান্দেজ |
গোল্ডেন বল | লিওনেল মেসি |
গোল্ডেন বুট | কিলিয়ান এমবাপ্পে |
গোল্ডেন গ্লভস | এমিলিয়ানো মার্তিনেজ |
- কাতার বিশ্বকাপ এর খুঁটিনাটি
- কাতার বিশ্বকাপের রঙিন রঙ্গমঞ্চ
- বিশ্বকাপ ফুটবল ২০২২ : ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত বিস্তারিত তথ্য
প্রশ্ন ও উত্তরে কাতার বিশ্বকাপ ফাইনাল
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে জয়লাভ করে কোন দেশ?
উত্তর : আর্জেন্টিনা।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে রানার্স আপ দেশ কোনটি?
উত্তর : ফ্রান্স।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে কে?
উত্তর : এনজো ফার্নান্দেজ।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছেন কে?
উত্তর : লিওনেল মেসি।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে সেরা গোল কিপার হিসেবে গোল্ডেন গ্লভস পেয়েছেন কে?
উত্তর : এমিলিয়ানো মার্তিনেজ।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে সেরা গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছেন কে?
উত্তর : কিলিয়ান এমবাপ্পে।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল করেন কে?
উত্তর : কিলিয়ান এমবাপ্পে (৩ টি, ট্রাইবেকারসহ ৪টি)।
প্রশ্ন : কাতার বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় বেশি গোল করেন কে?
উত্তর : লিওনেল মেসি। (২ টি, ট্রাইবেকারসহ ৩টি)।