রিপোর্ট সমীক্ষা নভেম্বর ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। সাম্প্রতিক সময়ের রিপোর্ট-জরিপ-সমীক্ষার খবরাখবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে। তো চলুন লেখাটি গুরুত্ব সহকারে পড়ে নেয়া যাক-
ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স
প্রকাশ : অক্টোবর ২০২২
প্রকাশক : নেদারল্যান্ডসভিত্তিক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) পরিষেবা কোম্পানি সাফশার্ক।
প্রতিবেদনের শিরোনাম : 2022 Digital Quality of Life Index
অন্তর্ভুক্ত দেশ: ১১৭টি।
প্রতিবেদন অনুযায়ী—
- শীর্ষ দেশ : ইসরায়েল
- সর্বনিম্ন দেশ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ।
- সার্কভুক্ত দেশের অবস্থান : ৫৯. ভারত, ৭৬. বাংলাদেশ, ৮৯. শ্রীলংকা, ৯৪. নেপাল ও ৯৬. পাকিস্তান ।
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ।
প্রকাশক : United Nations Department of Economic and Social Affairs (UN DESA)
সূচকের শিরোনাম : E-Government Survey 2022
অন্তর্ভুক্ত দেশ: ১৯৩টি ।
সূচক অনুযায়ী
- শীর্ষ দেশ : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : দক্ষিণ সুদান ।
- সার্কভুক্ত দেশের অবস্থান : ৯৫. শ্রীলংকা, ১০৪. মালদ্বীপ, ১০৫.ভারত, ১১১. বাংলাদেশ, ১২৫. নেপাল, ১১৫. ভুটান, ১৫০.পাকিস্তান ও ১৮৪.আফগানিস্তান।
আরো পড়ুন : রিপোর্ট সমীক্ষা ডিসেম্বর ২০২২
বৈশ্বিক উদ্ভাবনী সূচক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২
প্রকাশক : World Intellectual Property Organization (WIPO)
সূচকের শিরোনাম : Global Innovation Index 2022
অন্তর্ভুক্ত দেশ : ১৩২টি।
সূচক অনুযায়ী
- শীর্ষ দেশ : সুইজারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : গিনি।
- সার্কভুক্ত দেশের অবস্থান : ৪০. ভারত, ৮৫. শ্রীলংকা, ৮৭ পাকিস্তান, ১০২. বাংলাদেশ ও ১১১. নেপাল ।
বৈশ্বিক ক্ষুধা সূচক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২
প্রকাশক : Concern Worldwide and Welthungerhilfe
অন্তর্ভুক্ত দেশ : ১২১টি
সূচকের শিরোনাম : Global Hunger Index 2022
সূচক অনুযায়ী
- ক্ষুধার মাত্রা কম : ১৭টি দেশে–বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মন্টিনিগ্রো, রোমানিয়া, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক ও উরুগুয়ে। → ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি : ইয়েমেন।
- সার্কভুক্ত দেশের অবস্থান : ৬৪. শ্রীলংকা, ৮১. নেপাল, ৮৪, বাংলাদেশ, ১৯. পাকিস্তান, ১০৭. ভারত ও ১০৯ আফগানিস্তান।
ডাক উন্নয়ন সূচক
প্রকাশ : ৭ অক্টোবর ২০২২
প্রকাশক : Universal Postal Union (UPU)
সূচকের শিরোনাম : 2022 Postal Development Report
অন্তর্ভুক্ত দেশ: ১৭২টি।
সূচক অনুযায়ী
- ডাক সেবার মান বিচারে ১৭২টি দেশকে ১০টি ধাপে ভাগ করা হয় । শীর্ষ দেশ : সুইজারল্যান্ড ।
- বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ধাপে। এই ধাপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তানসহ ৪৮টি দেশ ।
বাসেল অ্যান্টি মানি লন্ডারিং সূচক
প্রকাশ : ৪ অক্টোবর ২০২২
প্রকাশক : International Centre for Asset Recovery ( ICAR)
সূচকের শিরোনাম : Basel AML Index
অন্তর্ভুক্ত দেশ : ১২৮টি ।
সূচক অনুযায়ী
- ঝুঁকিপূর্ণ দেশ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
- কম ঝুঁকিপূর্ণ দেশ : ফিনল্যান্ড
- সার্কভুক্ত দেশের অবস্থান : ২৭. পাকিস্তান, ২৮. ভুটান, ৩২. শ্রীলংকা ও ৪১. বাংলাদেশ।
বৈশ্বিক ভোক্তা বাজার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২
প্রকাশক : এইচএসবিসি গ্লোবাল রিসার্চ।
প্রতিবেদন অনুযায়ী
ভোক্তা বাজারে শীর্ষ ১০ দেশ | |||||
ক্রম | ২০২১ | ২০৩০ | ক্রম | ২০২১ | ২০৩০ |
১ | চীন | চীন | ৬ | রাশিয়া | রাশিয়া |
২ | ভারত | ভারত | ৭ | জাপান | জাপান |
৩ | যুক্তরাষ্ট্র | যুক্তরাষ্ট্র | ৮ | জার্মানি | মেক্সিকো |
৪ | ব্রাজিল | ইন্দোনেশিয়া | ৯ | মেক্সিকো | বাংলাদেশ |
৫ | ইন্দোনেশিয়া | ব্রাজিল | ১০ | তুরস্ক | ভিয়েতনাম |
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিং
প্রকাশ : ১২ অক্টোবর ২০২২
প্রকাশক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী Times Higher Education (THE)
অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় : ১০৪টি দেশের ১,৭৯৯টি।
প্রতিবেদনের শিরোনাম : World University Rankings 2023
র্যাংকিং অনুযায়ী—
- শীর্ষ বিশ্ববিদ্যালয় : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ।
- তালিকায় বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়— ৬০১-৮০০-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
- ১২০১-১৫০০-এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
কিডস রাইটস সূচক
প্রকাশ : অক্টোবর ২০22
প্রকাশক : The Kids Rights
অন্তর্ভুক্ত দেশ : ১৮৪টি
সূচকের শিরোনাম : Kids Rights Index 2022 ৷
সূচক অনুযায়ী —
- শীর্ষ দেশ : আইসল্যান্ড
- সর্বনিম্ন দেশ : শাদ।
- বাংলাদেশের অবস্থান ১০২তম ৷