দেশের কোন জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সবচেয়ে বেশি?

Preparation BD
By -
0
দেশের কোন জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সবচেয়ে বেশি?
ভুলবাগেরহাট
সঠিকরাঙ্গামাটি

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি রাষ্ট্রের মােট ভূখণ্ডের ২৫% বনভূমি রাখতে হবে। জাতিসংঘের বনভূমির সংজ্ঞায় বলা হয়েছে, প্রতি হেক্টর জমিতে ১০% এলাকায় বৃক্ষ থাকতে হবে এবং সেগুলাের উচ্চতা ৫ মিটার হলেই সে এলাকাকে বনভূমি বলা যাবে।

এ সংজ্ঞা অনুযায়ী, সেপ্টেম্বর ২০১৯ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) থেকে প্রকাশিত বিশ্ব পরিসংখ্যান পকেট বুকে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশের মােট বনভূমির পরিমাণ ধরা হয় ১০.৯%। আবার ২০১৯ ‘বাংলাদেশের বনভূমি ও বৃক্ষ সম্পদ সমীক্ষা প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মােট ভূমির ১২.৮%।

এই বিভাগ থেকে আরো পড়ুন

বাংলাদেশ সরকার বনের ভেতরে ও বাইরে বৃক্ষ আচ্ছাদিত এলাকাকে বন এলাকা হিসেবে ধরে গণনা করছে। সেই হিসাবে এখন মােট বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ২২.৩৭%। আর জেলাভিত্তিক বৃক্ষ আচ্ছাদনে শীর্ষে রাঙ্গামাটি এবং সবচেয়ে কম ঠাকুরগাঁও জেলায়।

অবস্থান শীর্ষ ৫ জেলাসর্বনিম্ন ৫ জেলা
জেলাআচ্ছাদন (বর্গ কি.মি)জেলাআচ্ছাদন (বর্গ কি.মি)
প্রথমরাঙ্গামাটি৪,০১৪.৩৩ঠাকুরগাঁও৩০.৪৯
দ্বিতীয়বান্দরবান৩,৪০৩.৪৬নারায়ণগঞ্জ৪৩.০৯
তৃতীয়বাগেরহাট২,১০১.৫৫মুন্সীগঞ্জ৫০.২১
চতুর্থখাগড়াছড়ি১,৯৮৬.৭৬জয়পুরহাট৬২.৬৭
পঞ্চমখুলনা১,৮০৯.৫১পঞ্চগড়৬৪.৬৯

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !