কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

Preparation BD
By -
0

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর ২০২২ তারিখ শুক্রবার।

বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন সমাধান

০১. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. নূরলদীনের সারাজীবন

উত্তর: গ

০২. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্ন পা
খ. লুই পা
গ. সরহ পা
ঘ. শবর পা

উত্তর: খ

০৩. কাজী নজরল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক. সওগাত
খ. শিখা
গ. দিগৃদর্শন
ঘ. ধূমকেতু

উত্তরঃ ঘ

০৪. ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কায়কোবাদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. জসীম উদ্দীন

উত্তর: ঘ

এই বিভাগ থেকে আরো পড়ুন

০৫. “বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কার লেখা ?
ক. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. পল্লীকবি জসীম উদ্দীন

উত্তর: ক

০৬. ‘সেতার’ কোন সমাস
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. দ্বিগু

উত্তর: খ

০৭. রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন খৃস্থুটি উপন্যাস?
ক. শেষের কবিতা
খ. বলাকা
গ. ডাকঘর
ঘ. কালান্তর

উত্তর: ক

০৮. কোন বানানটি শুদ্ধ?
ক. সায়ত্বশাসন
খ. সায়ত্ববশাসন
গ. স্বায়ত্তশাসন
ঘ. সায়ত্বসাশন

উত্তরঃ গ

০৯. “একখানি ছোট খেত, আমি একেলা’ কোন কবিতার অংশ
খ. বলাকা
ক. চিত্রা
গ. সোনার তরী
ঘ. ১৪০০ সাল

উত্তর: গ

১০. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে?
ক. আলতাফ মাহমুদ
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. মাহবুবুল আলম
ঘ. শামসুর রাহমান

উত্তর: খ

১১. ‘ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী দশা তবে কেন তোর আজি কোন কবির লেখা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. বন্দে আলী মিয়া
ঘ. শাহ মুহাম্মদ সগীর

উত্তর: ক

১২. ‘ইদানীং’ এর বিপরীত শব্দ কোনটি
ক. তদানীন
গ. পরদিন
খ. ততদিন
ঘ. তদানীহ

উত্তর: ঘ

১৩. যুদ্ধে দ্বির থাকেন যিনি – এক কথায় প্রকাশ –
ক. যুধিষ্ঠির
খ. স্থিরচিত্ত
গ. দৃঢুচিত্ত
ঘ. যুদ্ধস্থিও

উত্তর: ক

১৪. ‘ইত্যাদি’ এর সন্ধি বিচ্ছেদ
ক. ইত + আদি
খ. ইতঃ + আদি
গ. ইতি + আদি
ঘ. ইতা + আদি

উত্তর: গ

১৫. ‘কংস মামা’ – বাগধারাটির অর্থ কী?
ক. দয়ালু মামা
খ. দূরের মামা
গ. নির্মম আত্মীয়
ঘ. দুরের আত্মীয়

উত্তর: গ

১৬. ‘রূপসী বাংলার কবি’ কাকে বলা হয়?
ক. জসীম উদ্দীন
খ. জীবনানন্দ দাশ
ঘ. হাছন রাজা
গ. সমরেশ বসু

উত্তর: খ

১৭. ‘গগনে উঠিল রবি লোহিত বরণ’ – গগনে কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে শুন্য
খ. অপাদানে সপ্তমী
গ. করণে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী

উত্তর: ঘ

১৮. ‘আমার দেখা নয়াচীন – কে লিখেছেন?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. আরুল ফজল
ঘ. শহীদুল্লা কায়সার

উত্তর: খ

ইংরেজি ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন সমাধান

১৯. William Shakespeare was born in ?
ক. USA
খ. Germany
গ. Greece
ঘ. UK

উত্তর: ঘ

২০. Love, courage and freedom are the example of-
ক. Proper noun
খ. Abstract noun
গ. Common noun
ঘ. Countable noun

উত্তর: খ

২১. Use article: He speaks English like …. English.
ক. an
খ. a
গ. the
ঘ. no article

উত্তর: গ

২২. Arm in arm means-
ক. হাতে হাত রাখা
খ. পরস্পর সম্পর্কিত বিষয়
গ. সুসম্পর্ক
ঘ. সৌজন্য বিশিময়

উত্তর: ক

২৩. Rana died ….. over eating.
ক. of
খ. by
গ. For
ঘ. From

উত্তর: ঘ

২৪. What is the verb form of amendment?
ক. amending
খ. amenting
গ. amend
ঘ. Amendous

উত্তর: গ

২৫. He studies Bangla ….. Dhaka University.
ক. in
খ. at
গ. of
ঘ. Into

উত্তর:

২৬. Ata discount means ….. :
ক. অনাদ্ধত
খ. মুল্যহাস
গ. গুরুত্বপূর্ণ
ঘ. জনপ্রিয়

উত্তর: খ

২৭. While one is common gender?
ক. Deer
খ. Tiger
গ. Bull
ঘ. Dog

উত্তরঃ ক

২৮. Meaning of the ‘While Elephant’-
ক. While color elephant
খ. Black marketer
গ. Costly and troublesome
ঘ. Hoarder

উত্তর: গ

২৯. Fill up with linking word : Don’t go tomorrow …. I call
ক. if
খ. without
গ. While
ঘ. Unless

উত্তর: ঘ

৩০. Antonym of the word ‘violent’-
ক. Weak
খ. Rough
গ. Mad
ঘ. Calm

উত্তর: ঘ

৩১. Choose the correct sentence:
ক. I, You and lima are present.
খ. You, I and Lima are present.
গ. Lima, I and You are present.
ঘ. You, Lima and J are present.

উত্তর: ঘ

৩২. Which one is singular number?
ক. Mice
খ. Teeth
গ. Men
ঘ. Army

উত্তর :

৩৩. Use right form of verb; Slow and steady the race.

ক. win
খ. has won
গ. won
ঘ. wins

উত্তর: ঘ

৩৪. Identify adjective –
ক. These
খ. Drive
গ. Dhaka
ঘ. Friendly

উত্তর: ঘ

৩৫. Which spelling is correct?
ক. Liesure
খ. Leisure
গ. Liasure
ঘ. Lesiure

উত্তর: খ

৩৬. গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে’ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক. It is ramming
খ. It has been raining
গ. It has been drizzling
ঘ. It is drizzling

উত্তর: ঘ

৩৭. Synonym of “Invent” is
ক. Initiate
খ. Try
গ. Create
ঘ. Indentify

উত্তর: ক

৩৮. Which one is in passive form of ‘Shut the door’.
ক. The door is shut
খ. The door is shut by me
গ. The door be shut
ঘ. Let the door be shut

উত্তর: ঘ

সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান

৩৯. বিশ্বে পোশাক রপ্তানিনিতে বাংলাদেশের অবস্থান কত?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ

উত্তর: খ

৪০. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
ক. ১০ জানুয়ারি
খ. ৩০ ফেব্রুয়ারি
গ. ১০ মার্চ
ঘ. ১৭ এপ্রিল

উত্তর: ক

৪১. নিচে উল্লিখিত কোন জেলার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. হবিগঞ্জ
ঘ. বান্দরবান

উত্তর: ঘ

৪২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয় ?
ক. ৬ জন
খ. ৭ জন
গ. ৮ জন
ঘ. ২০ জন

উত্তর: খ

৪৩. স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
ক. বৃটেন
খ. নেপাল
গ. জাপান
ঘ. ভুটান

উত্তর: ঘ

৪৪. বাংলাদেশে সম্প্রীতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম-
ক. সিডর
খ. আইলা
গ. বুলবুল
ঘ. সিত্রাং

উত্তর: ঘ

৪৫. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
ক. লক্ষীপুর
খ. যশোর
গ. ঢাকা
ঘ. কুমিলা

উত্তর: খ

৪৬. ২০২২ সাফ মহিলা ফুট বল চ্যাম্পীয়নশীপে বাংলাদেশ নেপালকে কত গোলে হারিয়েছে?
ক. ১-৩
খ. ৩-১
গ. ১-০
ঘ. ৩-২

উত্তরঃ খ

গণিত অংশের প্রশ্ন সমাধান

৪৭. একটি পরীক্ষায় জামাল ও কামাল যথাক্রমে ৯০% ও ৮০% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর ৮০০ হলে উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান কত?
ক. ৩৯
খ. ৭০
গ. ৮০
ঘ. ৯০

উত্তর: গ

৪৮. একটি ছাত্রাবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। ঐ খাদ্যে ৩০ জনের কত দিন যাবে?
ক. ২০ দিন
খ. ২৫ দিন
গ. ২২ দিন
ঘ. ২৮ দিন

উত্তর: খ

প্রতিটা মানুষ ভুলনশীল। তাই কোন প্রশ্নের উত্তর ভুল হলে বা ভুল মনে হলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর অনুরোধ জানাচ্ছি। যাতে অন্যরা আপনার দ্বারা কিছুটা উপকার পায়। ধন্যবাদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !