বর্তমানে দেশে চা আবাদের ভ্যালি কতটি? | |
ভুল | ২টি |
সঠিক | ৭টি |
১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ রু হয়। তারই ধারাবাহিকতায় ১৮৪০ সালে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা কুলদের বাগান নামে পরিচিত। এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়।
১৮৫৪ সালে মতান্তরে ১৮৪৭ সালে সিলেট শহরের এয়ারপাের্ট রােডের কাছে। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে দুইটি জেলায় চা আবাদ করা হতাে, একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি’, অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি’ নামে পরিচিত ছিল।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ব্রিটিশ রানি বর্তমানে কতটি দেশের রাষ্ট্রপ্রধান?
- বুরুন্ডির রাজধানীর নাম কি?
- ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কি?
- বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত বা হাইকমিশনার কে?
- সমকাল পত্রিকা প্রকাশিত হয় কবে?
- বর্তমানে দেশে সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কতটি?
- সর্বশেষ কোন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়?
- বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?
- বাংলাদেশের বর্তমান স্থলবন্দর কতটি?
- নােবেল বিজয়ী মুসলিম কতজন?
বর্তমানে বৃহত্তর সিলেটের সুরমা ভ্যালিকে ছয়টি ভ্যালিতে ভাগ করা হয়েছে। এগুলাে ইলাে- লস্করপুর ভ্যালি, বালিশিরা ভ্যালি, মনু-দলই ভ্যালি, লংলা ভ্যালি, জুড়ী ভ্যালি ও নর্থ সিলেট ভ্যালি। আর হালদা : ভ্যালির নামকরণ করা হয় চট্টগ্রাম ভ্যালি।
দেশের ভ্যালি | |
লস্করপুর ভ্যালি | হবিগঞ্জ |
বালিশিরা ভ্যালি | মৌলভীবাজার |
মনু-দলই ভ্যালি | মৌলভীবাজার |
লংলা ভ্যালি | মৌলভীবাজার |
জুড়ী ভ্যালি | সিলেট |
নর্থ সিলেট ভ্যালি | সিলেট |
চট্টগ্রাম ভ্যালি | চট্টগ্রাম |