মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২

Preparation BD
By -
0
  • প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২২
  • প্রকাশনা : ৩১তম
  • প্রকাশক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
  • প্রতিবেদনের শিরােনাম : Human Development Report 2021-2022 : Uncertain times, unsettled lives : Shaping our future in a transforming world.
  • অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি। এর মধ্যে ৪টি দেশ— উত্তর কোরিয়া, মােনাকো, নাউরু ও সােমালিয়াকে প্রয়ােজনীয় তথ্যের অভাবে ক্রমিক নম্বর দেওয়া হয়নি।
  • প্রতিবেদন তৈরির পদ্ধতি : বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যােগাযােগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে।

 

প্রতিবেদনে বিশ্ব
সূচক০.৭৩২
গড় আয়ু৭১.৪ বছর
মাথাপিছু আয়১৬,৭৫২ মার্কিন ডলার
শীর্ষ দেশসুইজারল্যান্ড (সূচক ০.৯৬২)
সর্বনিম্ন দেশদক্ষিণ সুদান (সূচক ০.৩৮৫)
গড় আয়ুতে শীর্ষেহংকং (৮৫.৫ বছর)
গড় আয়ুতে সর্বনিম্নশাদ (৫২.৫ বছর)
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) শীর্ষেলিচটেনস্টাইন (১,৪৬,৮৩০ মার্কিন ডলার)
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) সর্বনিম্নবুরুন্ডি (৭৩২ মার্কিন ডলার)

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন :

প্রতিবেদনে বাংলাদেশ
সূচক০.৬৬১
গড় আয়ু৭২.৪ বছর • পুরুষ : ৭০.৬ বছর • নারী : ৭৪.৩ বছর
মাথাপিছু আয় (ক্রয়ক্ষমতার ভিত্তিতে)৫,৪৭২ মার্কিন ডলার • পুরুষ : ৮,১৭৬ মার্কিন ডলার • নারী : ২,৮১১ মার্কিন ডলার

 

২৭-৩১তম প্রতিবেদনে বাংলাদেশ
যততমপ্রকাশদেশ ও অঞ্চলঅবস্থান
২৭২১ মার্চ ২০১৭১৮৮১৩৯তম
২৮১৪ সেপ্টেম্বর ২০১৮১৮৯১৩৬তম
২৯৯ ডিসেম্বর ২০১৯১৮৯১৩৫তম
৩০১৫ ডিসেম্বর ২০২০১৮৯১৩৩তম
৩১৮ সেপ্টেম্বর ২০২২১৯১১২৯তম

 

প্রতিবেদনে শীর্ষ ১০ দেশ
অবস্থানদেশসূচকগড় আয়ু (বছর)মাথাপিছু আয় (PPP) মা. ড
০১সুইজারল্যান্ড০.৯৬২৮৪.০৬৬,৯৩৩
০২নরওয়ে০.৯৬১৮৩.২৬৪,৬৬০
০৩আইসল্যান্ড০.৯৫৯৮২.৭৫৫,৭৮২
০৪হংকং০.৯৫২৮৫.৫৬২,৬০৭
০৫অস্ট্রেলিয়া০.৯৫১৮৪.৫৪৯,২৩৮
০৬ডেনমার্ক০.৯৪৮৮১.৪৬০,৩৬৫
০৭সুইডেন০.৯৪৭৮৩.০৫৪,৪৮৯
০৮আয়ারল্যান্ড০.৯৪৫৮২.০৭৬,১৬৯
০৯জার্মানি০.৯৪২৮০.৬৫৪,৫৩৪
১০নেদারল্যান্ডস০.৯৪১৮১.৭৫৫,৯৭৯

 

প্রতিবেদনে সর্বনিম্ন ১০ দেশ
অবস্থানদেশসূচকগড় আয়ু (বছর)মাথাপিছু আয় (PPP) মা. ড
১৯১দক্ষিণ সুদান০.৩৮৫৫৫.০৭৬৮
১৯০শাদ০.৩৯৪৫২.৫১৩৬৪
১৮৯নাইজার০.৪০০৬১.৬১২৪০
১৮৮মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র০.৪০৪৫৩.৯৯৬৬
১৮৭বুরুন্ডি০.৪২৬৬১.৭৭৩২
১৮৬মালি০.৪২৮৫৮.৯২১৩৩
১৮৫মােজাম্বিক০.৪৪৬৫৯.৩১,১৯৮
১৮৪বুরকিনা ফাসাে০.৪৪৯৫৯.৩২,১১৮
১৮৩ইয়েমেন০.৪৫৫৬৩.৮১,৩১৪
১৮২গিনি০.৪৬৫৫৮.৯২,৪৮১
ক্যাটাগরিভিত্তিক মােট দেশ, শীর্ষ ও সর্বনিম্ন দেশ
ক্যাটাগরি দেশ শীর্ষ দেশসর্বনিম্ন দেশ
অতি উচ্চ৬৬সুইজারল্যান্ড (প্রথম)থাইল্যান্ড (৬৬তম)
উচ্চ৪৯আলবেনিয়া (৬৭তম)ভিয়েতনাম (১১৫তম)
মধ্যম৪৪ফিলিপাইন (১১৬তম)আইভরিকোস্ট (১৫৯তম)
নিম্ন৩২তানজানিয়া (১৬০তম)দক্ষিণ সুদান (১৯১তম)
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
সূচকেশীর্ষ : শ্রীলংকাসর্বনিম্ন : আফগানিস্তান
গড় আয়ুতেশীর্ষ : মালদ্বীপসর্বনিম্ন : আফগানিস্তান
মাথাপিছু আয়েশীর্ষ : মালদ্বীপসর্বনিম্ন : আফগানিস্তান
অবন্থানদেশসূচকগড় আয়ু (বছর)মাথাপিছু আয় (PPP) মা. ড
৭৩শ্রীলংকা০.৭৮২৭৬.৪১২,৫৭৮
৯০মালদ্বীপ০.৭৪৭৭৯.৯১৫,৪৪৮
১২৭ভুটান০.৬৬৭১.৮৯,৪৩৮
১২৯বাংলাদেশ০.৬১৭২.৪৫,৪৭২
১৩২ভারত০.৬৩৩৬৭.২৬,৫৯০
১৪৩নেপাল০.৬০২৬৮.৪৩,৮৭৭
১৬১পাকিস্তান০.৫৪৪৬৬.১৪,৬২৪
১৮০আফগানিস্তান০.৪৭৮৬২.০১,৮২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !