বিভিন্ন পরীক্ষাতে এশিয়া মহাদেশ থেকে যত প্রশ্ন এসেছে

Preparation BD
By -
0

বিভিন্ন পরীক্ষাতে এশিয়া মহাদেশ থেকে যত প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো। পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ এশিয়া। বিশ্বের ৬০ শতাংশের বেশি মানুষ এশিয়ায় বাস করে। এবারে থাকছে দেশ-মহাদেশের এশিয়া পর্ব।

দেশ ও মহাদেশ
মহাদেশ আয়তন (বর্গ কিমি)দেশ বৃহৎ দেশক্ষুদ্রতম দেশসর্বশেষ স্বাধীন
এশিয়া৪,৪৫,৭৯,০০০৪৫চীনমালদ্বীপপূর্ব তিমুর
আফ্রিকা৩,০২,২১,০০০৫৪আলজেরিয়াসিচেলেসদক্ষিণ সুদান
উ. আমেরিকা২,৪২,৫৬,০০০২৩কানাডাসেন্ট কিটস অ্যান্ড নেভিসসেন্ট কিটস অ্যান্ড নেভিস
দ. আমেরিকা১,৭৮,১৯,০০০১২ব্রাজিলসুরিনামসুরিনাম
ইউরােপ৯৯,৩৮,০০০৪৮রাশিয়াভ্যাটিকান সিটিকসোভাে
ওশেনিয়া৮১,১২,০০০১৪অস্ট্রেলিয়ানাউরুপালাউ
অ্যান্টার্কটিকা১,৩২,০৯,০০০
১৯৬টি দেশের মধ্যে ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক দেশ। অন্যদিকে, কসােভাে জাতিসংঘের সদস্য কিংবা পর্যবেক্ষক রাষ্ট্র নয়।

দক্ষিণ এশিয়া

প্রশ্ন : Orientalism শব্দটির অর্থ কী?
উত্তর : প্রাচ্যবাদ।

প্রশ্ন : আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
উত্তর : জহির শাহ।

প্রশ্ন : কত সালে আফগানিস্তান থেকে সােভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
উত্তর : ১৯৮৯ সালে।

প্রশ্ন : আফগানিস্তানের কোন শহরে তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
উত্তর : মাজার-ই-শরীফ।

প্রশ্ন : কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
উত্তর : সংস্কৃতি।

প্রশ্ন : কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য আছে?
উত্তর : নেপাল।

প্রশ্ন : জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : ভারত।

প্রশ্ন : নিকোবর দ্বীপ’-এর মালিকানা কোন দেশের?
উত্তর : ভারত।

প্রশ্ন : কান্দাহার কোন দেশের শহর?
উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
উত্তর : ভারত-চীন।

প্রশ্ন : ভারতের কোন শহরকে Wifi শহর বলা হয়?
উত্তর : বেঙ্গালুরু।

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন

প্রশ্ন : বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস?
উত্তর : ভারত।

প্রশ্ন : স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
উত্তর : লর্ড মাউন্টব্যাটেন।

প্রশ্ন : বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন।

প্রশ্ন : ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : ‘কালাপানি কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড?
উত্তর : ভারত-নেপাল।।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর : ভারতের।

প্রশ্ন : টিপাইমুখ ভারতের কোন রাজ্যে এ অবস্থিত?
উত্তর :মনিপুর।

প্রশ্ন : ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে–
উত্তর : ১৮৫৮ সালে।

প্রশ্ন : কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জব চার্নক।

প্রশ্ন : ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : কোন সালে পাকিস্তানে প্রথম ; সামরিক শাসন জারি হয়েছিল?
উত্তর : ১৯৫৮।

প্রশ্ন : তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
উত্তর : পাকিস্তানে।

প্রশ্ন : পাকিস্তান’ শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন?
উত্তর : চৌধুরী রহমত আলী।

প্রশ্ন : আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?
উত্তর : ১৯৭৩।

প্রশ্ন : পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
উত্তর : কাজাখস্তান।।

প্রশ্ন : জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর :শ্রীলংকা।

প্রশ্ন : বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
উত্তর : ভুটান।

প্রশ্ন : এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে—
উত্তর : বিষুব রেখা।

প্রশ্ন : আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
উত্তর : ইরান।

প্রশ্ন : কোন দেশে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির সরকার নেই?
উত্তর : ইরান।

প্রশ্ন : নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়?
উত্তর : ইরান।

প্রশ্ন : এডামস্ পিক কোথায় অবস্থিত?
উত্তর : শ্রীলংকা।

দক্ষিণ-পূর্ব এশিয়া

প্রশ্ন : ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
উত্তর : মিয়ানমার।

প্রশ্ন : শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর : ইয়াঙ্গুন।

প্রশ্ন : মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম—
উত্তর : ন্যাশনাল ইউনিটি সরকার।

প্রশ্ন : কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
উত্তর : কম্বােডিয়া।

প্রশ্ন : লাওসের (Laos) সরকারি নাম কি?
উত্তর : Loas People’s Democratic Republic

প্রশ্ন : ‘ডমিনাে তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযােজ্য ছিল?
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়া।

প্রশ্ন : কোন দেশটি অতীতে কখনও অন্য কোনাে দেশের উপনিবেশে পরিণত হয়নি?
উত্তর : থাইল্যান্ড।

প্রশ্ন : এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
উত্তর : পূর্ব তিমুর।

প্রশ্ন : হ্যালং বে কোন দেশে অবস্থিত?
উত্তর : ভিয়েতনাম।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : বান্দা আচেহ’ কোথায় অবস্থিত?
উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলাে—
উত্তর : সিঙ্গাপুর।

প্রশ্ন : মিয়ানমারের আনুষ্ঠানিক নাম হচ্ছে—
উত্তর : দি রিপাবলিক অব ইউনিয়ন অব মিয়ানমার।

প্রশ্ন : ‘আরাকানের পূর্বনাম কী?
উত্তর : রােসাং।

প্রশ্ন : বরবুদুর কোথায় অবস্থিত?
উত্তর : ইন্দোনেশিয়া।

পূর্ব এশিয়া/দূরপ্রাচ্য

প্রশ্ন : চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম
উত্তর : উইঘুর।।

প্রশ্ন : গ্রেট হল অবস্থিত—
উত্তর : চীন।

প্রশ্ন : নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত?
উত্তর : চীন।

প্রশ্ন : এশিয়া ওয়াচ’ কর্তৃক উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়ােগ করার বিবেচনা করে?
উত্তর : জুন ১৯৮৯ সালে তিয়েন আনমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি।

প্রশ্ন : বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি?
উত্তর : চীন

প্রশ্ন : ‘তিয়েন আনমেন স্কোয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর : বেইজিং ।

প্রশ্ন : কোন দেশের সেনাবাহিনী ‘পিপস লিবারেশন আর্মি নামে পরিচিত?
উত্তর : চীন।

প্রশ্ন : যে স্থানের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে—
উত্তর : দক্ষিণ চীন সাগর।।

প্রশ্ন : চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৯।

প্রশ্ন : কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলােনি হিসেবে ঘােষণা দেওয়া হয়?
উত্তর : ১৮৪২।

প্রশ্ন : ‘ফালুন গং’ কী?
উত্তর : চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।

প্রশ্ন : কোন দেশে প্রথম আণবিক বােমা ফেলা হয়?
উত্তর : জাপান।

প্রশ্ন : পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
উত্তর : জাপান।

প্রশ্ন : Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উত্তর : উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন : বেল্ট ও রােড ইনিসিয়েটিভ (বিআরআই) প্রস্তাব করেছে
উত্তর : চীন।

প্রশ্ন : বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রােড’ এর প্রবক্তা
উত্তর : চীন।

প্রশ্ন : দূর প্রাচ্যের দেশ কোনটি?
উত্তর : জাপান।

প্রশ্ন : উত্তর কোরিয়া অবস্থিত—
উত্তর : পূর্ব এশিয়ায়।

প্রশ্ন :বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান বলা হয়?
উত্তর : জাপান।

প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান জাপান পুনর্গঠন করেন?
উত্তর : ম্যাক আর্থার।

প্রশ্ন : জাপান ও রাশিয়ার মধ্যকার বিরােধপূর্ণ দ্বীপটির নাম কি?
উত্তর : কুড়িল দ্বীপপুঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !