কাঠমান্ডুতে ফাইনালে নেপালকে ৩-১ গােলে হারিয়ে প্রথমবারের মতাে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একনজরে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপ |
স্বাগতিক | নেপাল |
সময় | ৬-১৯ সেপ্টেম্বর, ২০২২ |
দল | ৭ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ) |
চ্যাম্পিয়ন | বাংলাদেশ |
রানার্সআপ | নেপাল |
মােট ম্যাচ | ১২ |
গােল | ৫৯ |
সর্বোচ্চ গােলদাতা | সাবিনা খাতুন, বাংলাদেশ (৯) |
সেরা খেলােয়াড় | সাবিনা খাতুন, বাংলাদেশ |
সেরা গােলরক্ষক | রুপনা চাকমা, বাংলাদেশ |
ফেয়ার প্লে | বাংলাদেশ |
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ রােল অব অনার
সাল | স্বাগতিক | চ্যাম্পিয়ন | রানার্সআপ | ফল |
২০১০ | বাংলাদেশ | ভারত | নেপাল | ১-০ |
২০১২ | শ্রীলঙ্কা | ভারত | নেপাল | ৩-১ |
২০১৪ | পাকিস্তান | ভারত | নেপাল | ৬-০ |
২০১৬ | ভারত | ভারত | বাংলাদেশ | ৩-১ |
২০১৯ | নেপাল | ভারত | নেপাল | ৩-১ |
২০২২ | নেপাল | বাংলাদেশ | নেপাল | ৩-১ |
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ
২০১০ | সেমিফাইনাল |
২০১২ | গ্রুপ পর্ব |
২০১৪ | সেমিফাইনাল |
২০১৬ | রানার্সআপ |
২০১৯ | সেমিফাইনাল |
২০২২ | চ্যাম্পিয়ন |
এই বিভাগ থেকে আরো পড়ুন
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ
পর্ব | তারিখ | বিপক্ষ | ফল | গােলদাতা |
গ্রুপ পর্ব | ৭ সেপ্টেম্বর | মালদ্বীপ | ৩-০ | সাবিনা (২), মাসুরা |
গ্রুপ পর্ব | ১০ সেপ্টেম্বর | পাকিস্তান | ৬-০ | সাবিনা (৩), মনিকা, সিরাত, ঋতু |
গ্রুপ পর্ব | ১৩ সেপ্টেম্বর | ভারত | ৩-০ | সিরাত (২), কৃষ্ণা |
সেমিফাইনাল | ১৬ সেপ্টেম্বর | ভুটান | ৮-০ | সাবিনা (৩), সিরাত, কৃষা, ঋতু, মাসুরা, তহুরা |
ফাইনাল | ১৯ সেপ্টেম্বর | নেপাল | ৩-১ | কৃষ্ণা (২), শামসুন্নাহার জুনিয়র |
বাংলাদেশের ফল
ম্যাচ | ২৩ |
জয় | ১৩ |
ড্র | ১ |
হার | ৯ |
গোল করেছে | ৬১ |
গোল খেয়েছে | ৩৩ |