CPU-এর পূর্ণরূপ হলাে Central Processing Unit অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলাে CPU, যা কম্পিউটারে ব্রেইন হিসেবে কাজ করে। CPU ছাড়া কম্পিউটার অচল। কম্পিউটারে আমরা যা কিছু ইনপুট করি, CPU তা প্রক্রিয়াকরণ করে মনিটর বা প্রিন্টারের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করে। CPU-এর তিনটি অংশ। যেমন : Arithmetic Logic Unit (ALU). Control Unit (CU). Registers.