বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাস ও ১৮০টি ব্যান্ডের বৃত্তান্ত নিয়ে প্রথমবারের মতাে ৫ আগস্ট ২০২২ পূর্ণাঙ্গ বই প্রকাশিত হয়েছে। বাংলার রক মেটাল’ নামে বইটিতে জায়গা পেয়েছে গত শতকের ষাটের দশক থেকে এখন পর্যন্ত দেশের ব্যান্ডগুলাের পথচলার ইতিহাস। বইটি লিখেছেন মিলু আমান ও হক ফারুক।
তিন ভাগে সাজানাে হয়েছে বইটি। প্রথমাংশে ষাটের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডসংগীতের পটভূমি, ইতিহাস, পথচলা ও নানা পরিবর্তন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে ১৮০টি ব্যান্ডের পরিচয় ও পূর্ণাঙ্গ ইতিবৃত্ত। দেশের সব প্রখ্যাত ব্যান্ডের পাশাপাশি কিছু সম্ভাবনাময় নতুন ব্যান্ডের পরিচিতিও এই বইয়ে রাখা হয়েছে।
প্রতিটি ব্যান্ডের অ্যালবাম ও গানের তালিকা যুক্ত করা হয়েছে। তৃতীয় অংশে রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসােসিয়েশনের ( (বামবা) সংক্ষিপ্ত ইতিহাস।