মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

Preparation BD
By -
0

একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়। ত্যাগ, তিতিক্ষা, বেদনা আর গৌরব দিয়ে গড়া বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস। এ নিয়ে নির্মিত হয়েছে বেশ কটি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ পর্বে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে আলােচনা।

ওরা ১১ জন (১৯৭২)

মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। এর পরিচালক চাষী নজরুল ইসলাম। এই চলচ্চিত্রে অভিনয় করেন। রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, খলিল উল্লাহ প্রমুখ। সিনেমায় অভিনয় করা ১১ জন মুক্তিযােদ্ধার ১০ জনই সরাসরি যুদ্ধে অংশ নেন। তাঁদের মধ্যে আছেন খসরু, মুরাদ, হেলাল, নান্টু। ছবির নামটি প্রতীকী। মুক্তিযুদ্ধের সময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং ১৯৬৮-৬৯ সালে ছাত্ররা ১১ দফার ভিত্তিতে আন্দোলন করে। এখান থেকে ছবির নামকরণ হয়েছে ‘ওরা ১১ জন’।

অরুণােদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২)

সুভাষ মুখােপাধ্যায়ের চলচ্চিত্র ‘অরুণােদয়ের অগ্নিসাক্ষী’। কাহিনিতে পাকিস্তানি নৃশংসতার বিরুদ্ধে বাঙালিদের প্রতিরােধযুদ্ধের কথা আছে। এখানে একজন ধর্ষিতা নারীকে একজন অভিনেতা স্ত্রী হিসেবে গ্রহণ করেন।

সংগ্রাম (১৯৭৩)

এটি নির্মাণ করেন চাষীনজরুল ইসলাম। এর গল্প নেওয়া হয়েছে সেক্টর কমান্ডার মেজর খালেদ মােশাররফের ডায়েরি থেকে। এতে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ও অন্যান্য বাহিনীর বীরত্বগাথা চিত্রিত হয়েছে। এই চলচ্চিত্রে অভিনয় করেন সুচন্দা, খসরু।

ধীরে বহে মেঘনা (১৯৭৩)

এটির নির্মাতা আলমগীর করি। ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। সে ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে আরও গভীরভাবে মর্মাহত হয়। অভিনয়ে বুলবুল আহমেদ, ববিতা, গােলাম মােস্তফা, আনােয়ার হােসেন, খলিল উল্লাহ প্রমুখ। হেমন্ত মুখােপাধ্যায় ও সন্ধ্যা মুখােপাধ্যায়ের গান আছে এ ছবিতে।

আবার তােরা মানুষ হ (১৯৭৩)

চলচ্চিত্রটির পরিচালক খান আতাউর রহমান। এ চলচ্চিত্রে যুদ্ধ-পরবর্তী সময়ের সামাজিক বিশৃঙ্খলা ও অবক্ষয়ের চিত্র উঠে এসেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, রাইসুল ইসলাম আসাদ, ববিতা, রােজী আফসারী, রওশন জামিলসহ অনেকে। এখানে আছে উদ্ধৃঙ্খল ছাত্র ও তরুণদের কার্যকলাপ এবং একজন আদর্শবাদী অধ্যক্ষের দৃঢ়তা।

আলাের মিছিল (১৯৭৩)

এই সিনেমার নির্মাতা নারায়ণ ঘােষ মিতা। অসৎ ব্যবসায়ীর কার্যকলাপ, তরুণ ছাত্র ও আদর্শবাদী ভাইয়ের সততা এবং একটি আত্মহত্যা এ চলচ্চিত্রের। প্রধান উপজীব্য।

মেঘের অনেক রং (১৯৭৬)

হারুনর রশীদ চলচ্চিত্রটি পরিচালনা করেন। যুদ্ধের সময় রুমা নামের একজন চিকিৎসকের স্ত্রী ধর্ষণের শিকার হয়। এরপর সন্তানসহকীভাবে বিরূপ পরিস্থিতির মুখােমুখি হয়, এর মর্মস্পর্শী চিত্র রয়েছে। এতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ। এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র।

আমরা তােমাদের ভুলবাে না (১৯৯০)

হারুনর রশীদ এ চলচ্চিত্রের পরিচালক। মতলব নামের একজন কিশাের মুক্তিযােদ্ধার আত্মত্যাগের কাহিনি নিয়ে এটি নির্মিত।

একাত্তরের যীশু (১৯৯৩)

চলচ্চিত্রটি নির্মাণ করেন নাসির উদ্দীন ইউসুফ। শাহরিয়ার কবিরের উপন্যাস থেকে এর কাহিনি নেওয়া হয়েছে। অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পীয়াল, আবুল খায়ের, আনােয়ার ফারুক, কামাল বায়েজীদ, শহীদুজ্জামান সেলিম।

আগুনের পরশমণি (১৯৯৪)

হুমায়ুন আহমেদের প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। নিজের লেখা উপন্যাস থেকে তিনি এটি নির্মাণ করেন। এতে অভিনয় করেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। যুদ্ধকালে অবরুদ্ধ ঢাকার পরিবেশ, একটি মধ্যবিত্ত পরিবারের কাহিনি এবং বদি নামের একজন গেরিলাযােদ্ধার অপারেশন ও শহীদ হওয়ার ঘটনা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত।

হাঙর নদী গ্রেনেড (১৯৯৭)

সেলিনা হােসেনের গল্প অবলম্বনে এটি নির্মিত হয়। এর পরিচালক চাষী নজরুল ইসলাম। এর কাহিনিতে দেখা যায়, মুক্তিযােদ্ধাদের বাঁচাতে একজন মা তার বাক্‌প্রতিবন্ধী ছেলেকে তুলে দেয় পাকিস্তানি মিলিটারির হাতে।

জয়যাত্রা (২০০৪)

তৌকীর আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র এটি। চলচ্চিত্রের কাহিনি নেওয়া হয়েছে আমজাদ হােসেনের গল্প থেকে। এতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, চাঁদনী প্রমুখ।

গেরিলা (২০১১)

নাসির উদ্দীন ইউসুফ চলচ্চিত্রটির পরিচালক। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লােবান’ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হয়। অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ। মুক্তিযুদ্ধের সময় গেরিলা হামলার চিত্র এতে উঠে এসেছে।

মেহেরজান (২০১১)

এটি নির্মাণ করেন রুবাইয়াত হােসেন। এই চলচ্চিত্রে বাঙালি তরুণীর সঙ্গে পাকিস্তানি সৈনিকের প্রেম দেখানাে হয়েছে।

আমার বন্ধু রাশেদ (২০১১)

মুহম্মদ জাফর ইকবালের কিশাের উপন্যাস থেকে চলচ্চিত্রের কাহিনি নেওয়া হয়েছে। এটি পরিচালনা করেন মােরশেদুল ইসলাম। কিশাের চরিত্রে অভিনয় করেছেন চৌধুরী জাওয়াতা আফনানসহ কয়েকজন। এ ছাড়া অন্যান্য চরিত্রে ছিলেন রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, হুমায়রা হিমু ও ওয়াহিদা মল্লিক জলি।

অনিল বাগচীর একদিন (২০১৫)

হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে কাহিনি নিয়ে। মােরশেদুল ইসলাম নির্মাণ করেন ‘অনিল বাগচীর একদিন’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মােরশেদুল ইসলাম। এর নাম ‘আগামী’ (১৯৮৪)। তানভীর মােকাম্মেল নির্মাণ করেন হুলিয়া’ (১৯৯৫)। এ ছাড়া পরবর্তী সময়ে আরও বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে।

প্রামাণ্যচিত্র

মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৭১ সালে চারটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়। এগুলাে হলাে জহির রায়হানের ‘স্টপ জেনােসাইড’, ‘আ স্টেট ইজ বর্ন’; আলমগীর কবিরের ‘লিবারেশন ফাইটার্স’ ও বাবুল চৌধুরীর ‘ইনােসেন্ট মিলিয়নস’। এসব প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্দেশ্য ছিল পাকিস্তানি মিলিটারির গণহত্যা ও নৃশংসতা সম্পর্কে বিশ্ববাসীকে জানানাে। এ ছাড়া শরণার্থীদের দেশত্যাগ ও আশ্রয়শিবিরের দুঃখ-যন্ত্রণার কথা উঠে এসেছে এসব প্রামাণ্যচিত্রে। জহির রায়হান চারটি প্রামাণ্যচিত্রের নাম দেন ‘জাতীয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র।

তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ মুক্তির গান’ (১৯৯৫) নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। এখানে মুক্তিযুদ্ধের সময়কার একটি ভ্রাম্যমাণ গানের দলের কার্যক্রম তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালে মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনের ধারণ করা ফুটেজ থেকে এটি তৈরি করা হয়।

নিচের তালিকায় আরও কিছু মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের নাম দেওয়া হলাে :

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

সাল চলচ্চিত্রে নামপরিচালক
১৯৭২জয় বাংলাফখরুল আলম
১৯৭২বাঘা বাঙ্গালীআনন্দ 
১৯৭২ রক্তাক্ত বাংলামমতাজ আলী
১৯৭৩ আমার জন্মভূমিআলমগীর কুমকুম
১৯৭৩ শ্লোগান কবীর আনােয়ার
১৯৭৪কার হাসি কে হাসেআনন্দ 
১৯৭৪ বাংলার ২৪ বছরমােহাম্মদ আলী
১৯৭৯ রূপালি সৈকতআলমগীর কবির
১৯৮১কলমীলতাশহীদুল হক খান
১৯৮১ 
বাঁধন হারা
এ জে মিন্টু
১৯৮২
চিৎকার 
মতিন রহমান
১৯৯৩ 
আমরা তােমাদের ভুলব না
হারুনর রশীদ
১৯৯৪ 
সিপাহী
কাজী হায়াৎ
১৯৯৫নদীর নাম মধুমতী
তানভীর মােকাম্মেল
১৯৯৭ 
এখনাে অনেক রাতখান আতাউর রহমান
১৯৯৮ 
৭১-এর লাশনাজির উদ্দীন রিজভী
২০০০ 
ইতিহাস কন্যাশামীম আখতার
২০০১ 
একজন মুক্তিযােদ্ধাবি এম সালাউদ্দিন
২০০২
শিলালিপি শামীম আখতার
২০০২ মাটির ময়না
তারেক মাসুদ
২০০৪শ্যামল ছায়া
হুমায়ুন আহমেদ
২০০৪ মেঘের পরে মেঘ
চাষী নজরুল ইসলাম
২০০৬ ধ্রুবতারা
চাষী নজরুল ইসলাম
২০০৬ খেলাঘর
মােরশেদুল ইসলাম
২০০৭
অস্তিত্বে আমার দেশখিজির হায়াত
২০০৭ 
স্পার্টাকাস ৭১মােস্তফা সরয়ার ফারুকী
২০০৮ 
রাবেয়া তানভীর মােকাম্মেল
২০১০ 
নিঝুম অরণ্যেমুশফিকুর রহমান গুলজার
২০১২ 
আত্মদান শাহজাহান চৌধুরী
২০১২ কারিগর
আনােয়ার শাহাদাত
২০১২খণ্ড গল্প ৭১
বদরুল আনাম সৌদ
২০১২ পিতা 
মাসুদ আখন্দ
২০১৩ জীবনঢুলী
তানভীর মােকাম্মেল
২০১৩ ৭১-এর গেরিলা
মিজানুর রহমান শামীম 
২০১৪
৭১-এর সংগ্রামমনসুর আলী 
২০১৪ 
মেঘমল্লার জাহিদুর রহিম অঞ্জন
২০১৪
অনুক্রোশগােলাম মােস্তফা শিমুল
২০১৪
হৃদয়ে একাত্তরসাদেক সিদ্দিকী
২০১৪ 
৭১-এর মা জননীশাহ আলম কিরণ
২০১৪ 
যুদ্ধশিশু মৃত্যুঞ্জয় দেবব্রত
২০১৫ এই তাে প্রেম
সােহেল আরমান
২০১৫ শােভনের স্বাধীনতা
মানিক মানবিক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সাল চলচ্চিত্রে নামপরিচালক
১৯৮৫ চাকিএনায়েত করিম বাবুল
১৯৮৬ প্রত্যাবর্তনমােস্তফা কামাল
১৯৮৮ সূচনা মােরশেদুল ইসলাম 
১৯৮৮ ছাড়পত্র জামিউল রহমান লেমন
১৯৮৯ বখাটে হাবিবুল ইসলাম হাবিব
১৯৮৯ 
দুরন্ত
খান আখতার হােসেন
১৯৮৯
পতাকা
এনায়েত করিম বাবুল
১৯৮৯ 
ধূসর যাত্রা
আবু সাইয়ীদ 
১৯৯০ 
একজন মুক্তিযােদ্ধা
দিলদার হােসেন
১৯৯০ 
কালােচিল ৭১
সাদুল্লা আল মাসুদ
১৯৯২ ধূসর যাত্রা আবু সাইয়ীদ
১৯৯৭ বাংলা মায়ের দামাল ছেলেরফিকুল বারী
১৯৯৮ গৌরব হারুনর রশীদ 
২০০০শােভনের একাত্তরদেবাশীষ সরকার
২০০০শরৎ ‘৭১ মােরশেদুল ইসলাম
২০০০ 
মুক্তিযুদ্ধ ও জীবন
ছটকু আহমদ
২০০১ 
একাত্তরের মিছিল
কবরী সারওয়ার
২০০১
একাত্তরের রংপেন্সিল
মান্নান হীরা
২০০২
হৃদয় গাঁথা
রহমান মুস্তাফিজ
২০০৪ 
যন্ত্রণার জঠরে সূর্যোদয় 
সৈয়দ রেজাউর রহমান 
২০১০ নরসুন্দর তারেক মাসুদ
২০১০দুর্জয় জাঁ নেসার ওসমান
২০১০ নীল দংশনসুমন আহমেদ
২০১৪ দ্য অ্যাডভেঞ্চাররফিকুল আনােয়ার রাসেল

প্রামাণ্যচিত্র

সাল প্রামাণ্যচিত্রপরিচালক/নির্মাতা
১৯৭১ ডেডলাইন বাংলাদেশগীতা মেহতা 
১৯৭২ডায়েরিজ অব বাংলাদেশআলমগীর কবির
১৯৭২নাইন মান্থস টু ফ্রিডমএস সুখদেব
১৯৭২দেশে আগমনবাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
১৯৭৩ পােগ্রাম ইন বাংলাদেশআলমগীর কবির
১৯৭৪
লং মার্চ টুওয়ার্ডস গােল্ডেন বাংলা 
আলমগীর কবির
১৯৭৬ 
মুক্তিযােদ্ধা 
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
১৯৮৩ 
বীরশ্রেষ্ঠ নূর মােহাম্মদ
সৈয়দ শামসুল হক
১৯৮৩ 
বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর 
সৈয়দ শামসুল হক
১৯৮৪ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসৈয়দ শামসুল হক
১৯৮৪জেনারেল এম এ জি ওসমানীবাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
১৯৮৪ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসৈয়দ শামসুল হক
১৯৮৪বীরশ্রেষ্ঠ রুহুল আমীনসৈয়দ শামসুল হক
১৯৮৫ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফসৈয়দ শামসুল হক
১৯৮৫ 
বীরশ্রেষ্ঠ মােস্তফা কামাল
সৈয়দ শামসুল হক
১৯৮৫
এক সাগর রক্তের বিনিময়ে 
আলমগীর কবির
১৯৯১ 
স্মৃতি একাত্তর
তানভীর মােকাম্মেল
১৯৯৭ 
চারুকলায় মুক্তিযুদ্ধ 
মানজার হাসীন
১৯৯৮ 
মুক্তির কথা
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
২০০১ কামালপুরের যুদ্ধচাষী নজরুল ইসলাম
২০০১ মৃত্যুঞ্জয়ী সাজ্জাদ জহির
২০০১ প্রতিকূলের যাত্রী কাওসার চৌধুরী
২০০২ সেই রাতের কথা বলতে এসেছিকাওসার চৌধুরী
২০০২ স্বাধীনতাইয়াসমিন কবির
২০০৩ 
ফিনিক্স 
নিশাত জাহান রানা
২০০৩ প্রিয়ভাষিণীমাহবুব আলম
২০০৩ মুক্তিযােদ্ধা আমরাওসৈয়দ তারেক
২০০৪তখন এনামুল করিম নির্ঝর 
২০০৭তাজউদ্দীন : নিঃসঙ্গ সারথিতানভীর মােকাম্মেল
২০০৭আমি স্বাধীনতা এনেছিসাগর লােহানী
২০০৭ অনেক কথার একটি কথাআনন্দ
২০০৭
অন্য মুক্তিযােদ্ধা
লুচ্ছুন্নাহার মৌসুমী 
২০০৭
কালরাত্রি
অশােক কর্মকার ও মানজারে হাসীন
২০১১ 
১৯৭১
তানভীর মােকাম্মেল

অনুশীলন

১. ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের পরিচালক
(ক) চাষী নজরুল ইসলাম
(খ) আলমগীর কবির।
(গ) সুভাষ দত্ত
(ঘ) তানভীর মােকাম্মেল।

২. ‘অরুণােদয়ের অগ্নিসাক্ষী’ মুক্তি পায় কত সালে?
(ক) ১৯৭১
(খ) ১৯৭২
(গ) ১৯৭৩
(ঘ) ১৯৭৪

৩. আলমগীর কবির নির্মিত চলচ্চিত্র
(ক) আবার তােরা মানুষ হ’
(খ) সংগ্রাম
(গ) অরুণােদয়ের অগ্নিসাক্ষী
(ঘ) ধীরে বহে মেঘনা’।

৪. আবার তােরা মানুষ হ’ চলচ্চিত্রটির পরিচালক কে?
(ক) আলমগীর কবির
(খ) খান আতাউর রহমান
(গ) আনন্দ
(ঘ) চাষী নজরুল ইসলাম

৫. হুমায়ুন আহমেদ নির্মিত ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের চরিত্র বদি একজন
(ক) গেরিলাযােদ্ধা
(খ) পান বিক্রেতা
(গ) রাজাকার
(ঘ) মাঝি

৬. হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রের পরিচালক কে?
(ক) সেলিনা হােসেন
(খ) চাষী নজরুল ইসলাম।
(গ) তানভীর মােকাম্মেল
(ঘ) তারেক মাসুদ।

৭. ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের কাহিনি নেওয়া হয়েছে—
(ক) সৈয়দ শামসুল হকের উপন্যাস থেকে
(খ) আমজাদ হােসেনের গল্প থেকে
(গ) সেলিনা হােসেনের গল্প থেকে
(ঘ) হুমায়ুন আহমেদের গল্প থেকে।

৮. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?
(ক) ‘বখাটে’ : হাবিবুল ইসলাম হাবিব
(খ) প্রত্যাবর্তন’ : মােস্তফা কামাল।
(গ) ‘পতাকা’ : এনায়েত করিম বাবুল।
(ঘ) ‘আগামী’ : মােরশেদুল ইসলাম

৯. প্রামাণ্যচিত্র ‘আ স্টেট ইজ বর্ন’ কে নির্মাণ করেন?
(ক) জহির রায়হান
(খ) খান আতাউর রহমান
(গ) চাষী নজরুল ইসলাম
(ঘ) গীতা মেহতা।

১০. ‘গেরিলা’ চলচ্চিত্রের কাহিনির ভিত্তি
(ক) নিষিদ্ধ লােবান’
(খ) ‘হাঙর নদী গ্রেনেড
(গ) যাত্রা।
(ঘ) নেকড়ে অরণ্য

১১. ‘মুক্তির গান’ প্রামাণ্যচিত্রের ভিডিও ফুটেজ ১৯৭১ সালে কে ধারণ করেন?
(ক) জহির রায়হান
(খ) লিয়ার লেভিন
(গ) আলমগীর কবির
(ঘ) বাবুল চৌধুরী।

১২. সেক্টর কমান্ডার খালেদ মােশাররফের ডায়েরি থেকে কোন চলচ্চিত্রের কাহিনি নির্মিত হয়েছে?
(ক) হুলিয়া’
(খ) ‘ওরা ১১ জন’
(গ) সংগ্রাম’
(ঘ) ‘কার হাসি কে হাসে’

১৩. ‘নাইন মান্থস টু ফ্রিডম প্রামাণ্যচিত্রের নির্মাতা
(ক) জহির রায়হান।
(খ) গীতা মেহতা
(গ) এস সুখদেব
(ঘ) লিয়ার লেভিন।

১৪. সুভাষ মুখােপাধ্যায়ের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নাম কী?
(ক) আবার তােরা মানুষ হ’
(খ) ধীরে বহে মেঘনা’
(গ) মেঘের অনেক রং’
(ঘ) ‘অরুণােদয়ের অগ্নিসাক্ষী

১৫. মুক্তিযুদ্ধের প্রথম রঙিন চলচ্চিত্র
(ক) মেঘের অনেক রং
(খ) একাত্তরের যীশু
(গ) আমরা তােমাদের ভুলব না’
(ঘ) ‘হাঙর নদী গ্রেনেড

উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !