প্রশ্নোত্তরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২

Preparation BD
By -
0

প্রশ্নোত্তরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

প্রশ্নোত্তরে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২

প্রশ্ন : জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
উত্তর : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (BBS)।

প্রশ্ন : জনশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তর : ১০ বছর।

প্রশ্ন : জনশুমারি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৫-২১ জুন ২০২২।

প্রশ্ন : প্রাথমিক প্রতিবেদন কবে প্রকাশ করা হয়?
উত্তর : ২৭ জুলাই ২০১২।

প্রশ্ন : গণনাকৃত জনসংখ্যা কত?
উত্তর : ১৬,৫১,৫৮,৬১৬ জন।

প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১.২২% ।

প্রশ্ন : জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : প্রতি বর্গকিলােমিটারে ১,১১৯ জন।

প্রশ্ন : পুরুষ ও নারীর অনুপাত কত?
উত্তর : ৯৮ ও ১০০।

প্রশ্ন : দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব কত?
উত্তর : ৭৪.৬৬%।

প্রশ্ন : খানার সংখ্যা কত?
উত্তর : ৪,১০,১০,০৫১ জন।

প্রশ্ন : খানা প্রতি গড় সদস্য কত?
উত্তর : ৪.০।

প্রশ্ন : প্রতিবন্ধী জনসংখ্যা কত?
উত্তর : ২৩,৬১,৬০৪ জন।

প্রশ্ন : শহুরে জনসংখ্যা কত?
উত্তর : ৫,২০,০৯,০৭২ জন।

প্রশ্ন : পল্লী জনসংখ্যা কত?
উত্তর : ১১,৩০,৬৩,৫৮৭ জন।

প্রশ্ন : জনসংখ্যায় বৃহত্তম বিভাগ কোনটি?
উত্তর : ঢাকা; ৪,৪২,১৫,১০৭ জন।

প্রশ্ন : জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
উত্তর : বরিশাল; ৯১,০০,১০২ জন।

প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন বিভাগে?
উত্তর : ঢাকা (১.৭৪%)।

প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে?
উত্তর : বরিশাল (০.৭৯%)।

প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক কোন বিভাগে?
উত্তর : ঢাকা; ১০৩.৪০ ও ১০০।

প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন কোন বিভাগে?
উত্তর : চট্টগ্রাম; ৯৩.৩৮ ও ১০০।

প্রশ্ন : কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব বেশি?
উত্তর : ঢাকা (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।

প্রশ্ন : কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম?
উত্তর : বরিশাল (প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।

প্রশ্ন : সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে?
উত্তর : ঢাকা; ৭৮.০৯%।

প্রশ্ন : সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে?
উত্তর : ময়মনসিংহ ৬৭.০৯%।

প্রশ্ন : জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি?
উত্তর : ঢাকা; ১,৪৭,৩৪,০২৫ জন।

প্রশ্ন : জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর : বান্দরবান; ৪,৮১,১০৯ জন।

প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বাধিক কোন জেলায়?
উত্তর : ঢাকা; ১১৫.৪৫ঃ ১০০।

প্রশ্ন : পুরুষ-নারীর অনুপাত সর্বনিম্ন কোন জেলায়?
উত্তর : ব্রাহ্মণবাড়িয়া; ৮৬.৯৯ঃ১০০।

প্রশ্ন : কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি?
উত্তর : ঢাকা (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।

প্রশ্ন : কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব কম?
উত্তর : রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন)।

প্রশ্ন : সাক্ষরতার হার সর্বাধিক কোন জেলায়?
উত্তর : পিরােজপুর; ৮৫.৪১%।

প্রশ্ন : সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলায়?
উত্তর : জামালপুর; ৬১.৫৩ %।

প্রশ্ন : জনসংখ্যায় বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর : ঢাকা উত্তর; ৫৯,৭৯,৫৩৭ জন।

প্রশ্ন : জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর : বরিশাল; ৪,১৯,৫১ জন।

প্রশ্ন : কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব বেশি?
উত্তর : ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)।

প্রশ্ন : কোন সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব কম?
উত্তর : রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)।

ক্ষুদ্রগােষ্ঠী

প্রশ্ন : মােট ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর জনসংখ্যা কত?
উত্তর : ১৬,৫০,১৫৯ জন।

প্রশ্ন : ক্ষুদ্রনৃ-গােষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত?
উত্তর : পুরুষ ৮,২৪,৭৫১ জন ওনারী ৮,২৫,৪০৮ জন।

প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠী মােট জনসংখ্যার কত ভাগ?
উত্তর : ০.৯৯%।

প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা কতটি?
উত্তর : ৫০টি।

প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে শীর্ষ বিভাগ কোনটি?
উত্তর : চট্টগ্রাম; ৯,৯০,৮৬০ জন।

প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে সর্বনিম্ন বিভাগ কোনটি?
উত্তর : বরিশাল; ৪,১৮১ জন।

প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : রাঙ্গামাটি; ৩,৭২,৮৬৪ জন।

প্রশ্ন : ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর বসবাসে সর্বনিম্ন জেলা কোনটি?
উত্তর : লালমনিরহাট; ১১৮ জন।

প্রশ্ন : কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর : চাকমা; ৪,৮৩,২৯৯ জন।

প্রশ্ন : কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম?
উত্তর : ভিল; ৯৫ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !