কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হল। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তর: ২৭ জুলাই ২০২২।

প্রশ্ন : দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তর: শাহবাগ, ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
উত্তর : প্রণয় কুমার ভার্মা।

প্রশ্ন : দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

প্রশ্ন : ২০২২ সালে কোন বাংলাদেশি বংশােদ্ভূত পুলিৎজার পুরস্কার লাভ করেন?
উত্তর: চিত্রশিল্পী ফাহমিদা আজিম। প্রথম বাংলাদেশি হিসেবে আলােকচিত্রী পনির হােসেন ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

আরো পড়ুন : প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ [পিডিএফ]

প্রশ্ন : বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স-এর চেয়ারপারসন কে?
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : Detailed Area Plan (DAP)-এর আয়তন কত?
উত্তর: ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল।

প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১০৯টি।

প্রশ্ন : ২৪ আগস্ট ২০২২ দেশের ১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমােদন পায় কোনটি?
উত্তর: চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনােলজি।

প্রশ্ন : বাংলাদেশ কোন দেশের সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) সাক্ষর করতে যাচ্ছে?
উত্তর : ভারত।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০২২।

প্রশ্ন : মার্চ ২০২২ রুশ বাহিনী ইউক্রেনের কোন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয়?
উত্ত: জাপােরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এটি ইউরােপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র)।

প্রশ্ন : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ২৫ জুলাই ২০২২ কোন দেশ বাজারে স্বর্ণমুদ্রা ছাড়ে?
উত্তর: জিম্বাবুয়ে।

প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কী?
উত্তর: চেনাব সেতু।

প্রশ্ন : ভারতের নতুন প্রধান বিচারপতি কে?
উত্তর : উদয় উমেশ ললিত।

আরো পড়ুন : Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২

প্রশ্ন : কানাডার সুপ্রিম কোর্টে প্রথম আদিবাসী নারী বিচারক কে?
উত্তর : মিশেল ও’বনসাউইন।

প্রশ্ন : পাকিস্তানে প্রথম হিন্দুনারী সহকারী পুলিশ সুপার (DSP) কে?
উত্তর: মনীষা রুপেতা।

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠা করে কবে?
উত্তর: ১ মে ২০২২।

প্রশ্ন : বিজ্ঞানীরা প্রথমবারের মতাে তাপ প্রবাহকে কী নামকরণ করেন?
উত্তর: Zoe।

প্রশ্ন : ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে?
উত্তর: জগদীপ ধনকড় ।

প্রশ্ন : মির (Mir) পেমেন্ট কার্ড কোন দেশভিত্তিক?
উত্তর: রাশিয়া।

প্রশ্ন : অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটরের নাম কী ?
উত্তর: আফগান বংশােদ্ভূত ফাতিমা পায়মান।

প্রশ্ন : ১৫ আগস্ট ২০২২ বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনাভাইরাস প্রতিরােধে দ্বৈতভ্যাকসিনের অনুমােদন দেয়-
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : সম্প্রতি কোন দেশ প্রথম নিষিক্ত ডিম্বাণু-শুক্রাণু ছাড়াই ভ্রুণ তৈরি করে?
উত্তর: ইসরায়েল।

প্রশ্ন : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Tesla’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ইলন মাস্ক।

প্রশ্ন : ৪ আগস্ট ২০২২ দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে কোন অরবিটার উৎক্ষেপণ করে?
উত্তর: দানুরি (Danuri)। .

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ

প্রশ্ন : ‘কারেন্সি সােয়াপ’ বা ‘মুদ্রাবিনিময়’ কী?
উত্তর : ডলার বা অন্য কোনাে হার্ডকারেন্সিকে (প্রধান আন্তর্জাতিক মুদ্রাসমূহ) এড়িয়ে ২টি দেশ নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করলে সেটাকে আর্থিক পরিভাষায় বলা হয় ‘কারেন্সি সােয়াপ’ বা মুদ্ৰাবিনিময়।

প্রশ্ন : তাইওয়ান নিয়ে চীন TheTaiwan Question and China’s Reunification in the New Era শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে কবে?
উত্তর: ১০ আগস্ট ২০২২।

প্রশ্ন : ২৯ সেপ্টেম্বর ২০২২ কোন আদিবাসী নারী নভােচারী প্রথমবারের মতাে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন?
উত্তর: নিকোল অনাপু মান, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ১৩ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
উত্তর: কাসাবা কোরেসি (হাঙ্গেরি)।

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী পরিষদের সদস্য কত?
উত্তর: ২৪ এবং অস্থায়ী সদস্য ১৬টি।

প্রশ্ন : ১৭তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৫-১৬ নভেম্বর ২০২২ : বালি, ইন্দোনেশিয়া।

আরো পড়ুন : Current Affairs July 2022 কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২

প্রশ্ন : ২০২৩ সালে ১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : জম্মু এবং কাশ্মীর, ভারত।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : কাতার বিশ্বকাপ শুরু হবে কবে?
উত্তর : ২০ নভেম্বর ২০২২।

প্রশ্ন : ২০২৬ সালের ICC নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ইংল্যান্ড ও ওয়েলস।

প্রশ্ন : ২৬ জুলাই ২০২২ ICC কোন দেশের সদস্যপদ বাতিল করে?
উত্তর : রাশিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !