বৈশ্বিক খাদ্যনিরাপত্তা-সংকট মােকাবিলা, সামুদ্রিক নিরাপত্তা ইস্যু, প্রযুক্তিসহায়তা, বিশ্বজুড়ে অংশীদারত্ব ও মার্কিন মিত্রদের পুনরুজ্জীবিত করতে আব্রাহাম আকর্ডসের (চুক্তি) আলােকে ২০২১ সালের অক্টোবরে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারতকে নিয়ে আইটুইউটু (2U2) নামের নতুন জোট গঠন করে যুক্তরাষ্ট্র।
জোটে আইটু (I2) বলতে ইন্ডিয়া ও ইসরায়েল এবং ইউটু (U2) বলতে ইউএই ও ইউএসকে বােঝানাে হয়েছে। এ জোটকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ নামেও অভিহিত করা হয়।
গঠনের সময়, অক্টোবর ২০২১ চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে জোটটিকে ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর ইকোনমিক কো-অপারেশন বলা হয়েছিল। এবার সেই চার দেশেরই রাষ্ট্রপ্রধানেরা আইটুইউটু (I2U2) সংগঠন গড়ে সম্মেলনে যােগ দিতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলতি জুলাই (২০২২) মাসে ভারত, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে প্রথমবারের মতাে চতুর্দেশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চার দেশের ভার্চুয়াল এই সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরের মধ্যে অনুষ্ঠিত হবে।