শ্রীলঙ্কা সরকার অর্থনৈতিক সংকট মােকাবিলায় সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অনুমােদন করেছে। ১৩ জুন ২০২২ দেশটির মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমােদন পায়।
আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে। তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা, প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়ােজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না। শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ।
সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাঁদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন, যা দেশে খাদ্যসংকট মােকাবিলায় সহায়ক হবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সংকটে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভান্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি হিমশিম খাচ্ছে। বর্তমান সংকট সামাল দেওয়ার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে।