বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক ২০২২

Preparation BD
By -
0

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা এজেন্সি (ইপিআই) সম্প্রতি ১৮০টি দেশের ওপর বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক প্রকাশ করেছে। দেশটির এমসিকল ম্যাকবেইন ফাউন্ডেশনের সহায়তায় কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সূচকটি তৈরি করেছেন। ইপিআই দুই বছর পরপর বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকটি প্রকাশ করে। ১১টি ইস্যুতে ৪০টি কর্মক্ষমতা সূচক ব্যবহার করে ইপিআই জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনীশক্তির ওপর মূল্যায়ন করে ১৮০টি দেশকে তালিকাবদ্ধ করে। সূচকটিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ২০তম।

২০২২ সালের বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে (ইপিআই) শীর্ষ পাঁচটি দেশ
সূচকে অবস্থানদেশপয়েন্ট
প্রথমডেনমার্ক৭৭.৯০
দ্বিতীয়যুক্তরাজ্য৭৭.৭০
তৃতীয়ফিনল্যান্ড৭৬.৫০
চতুর্থমাল্টা৭৫.২০
পঞ্চমসুইডেন৭২.৭০
২০২২ সালের বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে দক্ষিণ এশিয়া 
দেশসূচকে অবস্থানপয়েন্ট
বাংলাদেশ১৭৭তম২৩.১০
আফগানিস্তান৮১তম৪৩.৬০
ভুটান৮৫তম৪২.৫০
মালদ্বীপ১১৩তম৩৭.৪০
শ্রীলঙ্কা১৩২তম৩৪.৭০
নেপাল১৬২তম২৮.৩০
পাকিস্তান১৭৬তম ২৪.৬০
ভারত১৮০তম১৮.৯০

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !