এপ্রিল মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড , ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
এপ্রিল মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ
২ এপ্রিল | বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিপাদ্য- এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি। |
২ এপ্রিল | আন্তর্জাতিক শিশু গ্রন্থ দিবস। স্লোগান- একটি বই ছােট বা বড় হতে পারে। |
৩ এপ্রিল | জাতীয় চলচ্চিত্র দিবস। |
৪ এপ্রিল | International Day for Mine Awareness and Assistance in Mine Action |
৫ এপ্রিল | আন্তর্জাতিক ন্যায়পরতা দিবস। |
৬ এপ্রিল | জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। প্রতিপাদ্য- সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি। |
৬ এপ্রিল | বিশ্ব টেবিল টেনিস দিবস। |
৭ এপ্রিল | রুয়ান্ডা গণহত্যার স্মরণ দিবস। |
৭ এপ্রিল | বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য- সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য। |
৮ এপ্রিল | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা দিবস। |
৮ এপ্রিল | বাংলাদেশ স্কাউটস দিবস (দেশব্যাপী প্রথমবারের মতাে পালিত হয়)। প্রতিপাদ্য- প্রত্যেকে আমরা পরের তরে। |
১১ এপ্রিল | পােষা প্রাণী দিবস। |
১১ এপ্রিল | বিশ্ব পারকিনসন্স দিবস। |
১২ এপ্রিল | মহাকাশে মানুষ যাত্রার আন্তর্জাতিক দিবস। |
১৪ এপ্রিল | বাংলা নববর্ষ। |
১৪ এপ্রিল | World Chagas Disease Day |
১৬ এপ্রিল | বিশ্ব কণ্ঠ দিবস। |
১৭ এপ্রিল | মুজিবনগর দিবস। |
১৭ এপ্রিল | বিশ্ব হিমােফিলিয়া দিবস। |
১৮ এপ্রিল | বিশ্ব ঐতিহ্য দিবস। প্রতিপাদ্য- জটিল অতীত, বৈচিত্র্যময় ভবিষ্যৎ। |
২০ এপ্রিল | চীনা ভাষা দিবস। |
২১ এপ্রিল | বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস। |
২২ এপ্রিল | বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিপাদ্য— Invest in Our Planet |
২৩ এপ্রিল | বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস। |
২৩ এপ্রিল | ইংরেজি ভাষা দিবস। |
২৩ এপ্রিল | স্প্যানিশ ভাষা দিবস। |
২৪ এপ্রিল | International Day of Multilateralism and Diplomacy for Peace |
২৪ এপ্রিল | World Day for Laboratory Animals |
২৫ এপ্রিল | বিশ্ব ম্যালেরিয়া দিবস। |
২৫ এপ্রিল | International Delegate’s Day |
২৬ এপ্রিল | বিশ্ব মেধাসম্পদ দিবস। |
২৬ এপ্রিল | International Chernoby Disaster Remembrance Day |
২৬ এপ্রিল | কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস। |
২৭ এপ্রিল | বিশ্ব নকশা দিবস। |
২৭ এপ্রিল | আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস (এপ্রিল মাসের শেষ বুধবার)। |
২৮ এপ্রিল | জাতীয় আইনগত সহায়তা দিবস। |
২৮ এপ্রিল | নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের জন্য বিশ্ব দিবস। |
২৮ এপ্রিল | International Girls in ICT Day (এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার)। |
২৯ এপ্রিল | আন্তর্জাতিক নৃত্য দিবস। |
৩০ এপ্রিল | International Jazz Day |
সপ্তাহ
- ৩১ মার্চ-৬ এপ্রিল : জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২। প্রতিপাদ্য— ইলিশ আমাদের। জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ ।
- ২৪-৩০ এপ্রিল : বিশ্ব টিকাদান সপ্তাহ।
৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড
৩ এপ্রিল ২০২২ যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় প্রদান করা হয় ৬৪তম গ্র্যামি পুরস্কার। ২০২২ সালের উল্লেখযােগ্য বিজয়ী
- রেকর্ড অব দ্য ইয়ার : লিভ দ্য ডাের ওপেন (সিল্ক সনিক ব্যান্ড)।
- অ্যালবাম অব দ্য ইয়ার : উই আর (জন ব্যাটিস্ট)।
- সং অব দ্য ইয়ার : লিভ দ্য ডাের ওপেন (সিল্ক সনিক ব্যান্ড)।
- পপ ভােকাল অ্যালবাম : সাওয়ার (অলিভিয়া রড্রিগাে)।
- রক গান : ওয়েটিং অন অ্যাওয়ার (ফু ফাইটার্স)।
- রক অ্যালবাম : মেডিসিন অ্যাট মিডনাইট (ফু ফাইটার্স)।
- গ্লোবাল মিউজিক পারফরম্যান্স : মােহাব্বাত (আরুজ আফতাব)
- কমেডি অ্যালবাম : সিনসিয়ারলি লুইস সি, কে.
- চলচ্চিত্রের গানের অ্যালবাম : দ্য ইউনাইটেড স্টেটস।
- ভার্সেস বিলি হলিডে (আড্রা ডে)।
- চলচ্চিত্রের গানের গীতিকার-সুরকার : অল আইস অন মি (বাে বার্নহ্যাম, ছবিবাে বার্নহ্যাম : ইনসাইড)।
প্রথম পাকিস্তানি হিসেবে সংগীতশিল্পী গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন শিল্পী আরুজ আফতাব। তার গাওয়া সুফি ঘরানার ‘মহব্বত’ গানের জন্য ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’এ অ্যাওয়ার্ড লাভ করেন।
৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২২
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। ২৭ মার্চ ২০২২ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় অস্কারের ৯৪তম আসর। ২০২২ সালের উল্লেখযােগ্য বিজয়ী-
- চলচ্চিত্র : কোডা।
- পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
- অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)।
- অভিনেত্রী : জেসিকা চ্যাস্টেইন (দ্য-আইজ অব ট্যামি ফে)।
- সহ অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)।
- সহ অভিনেত্রী : আরিয়ানা দেবােস (ওয়েস্ট সাইড স্টোরি)।
- অ্যানিমেশন : জেন এনকান্ত।
- অ্যানিমেটেড শর্ট ফিল্ম : দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
- আন্তর্জাতিক চলচ্চিত্র (পূর্ণদৈর্ঘ্য) : ড্রাইভ মাই কার।
- তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য) : সামার অব সােল
- তথ্যচিত্র (সংক্ষিপ্ত) : দ্য কুইন অব বাস্কেটবল মৌলিক গান নাে টাইম টু ডাই।
- মৌলিক চিত্রনাট্য : বেলফাস্ট।
- আত্মীকৃত চিত্রনাট্য : কোড়া
- শব্দ গ্রহণ : ডুন।
- সঙ্গীত: ডুন।
- ভিজুয়াল এফেক্ট : ডুন।
- সম্পাদনা : ডুন।
অস্কারজয়ী তৃতীয় নারী পরিচালক নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন। ২০১০ সালে প্রথম অস্কারজয়ী নারী পরিচালক যুক্তরাষ্ট্রের ক্যাথরিন বিগেলাে; চলচ্চিত্র। The Hurt Locker। ২০২১ সালে দ্বিতীয় নারী হিসেবে অস্কার জয় করেন চীনের ক্লো ঝাও; চলচ্চিত্র Nomadland।
অস্কারজয়ী প্রথম বধির অভিনেতা যুক্তরাষ্ট্রের ট্রয় কটসুর। অস্কারজয়ী প্রথম। বধির শিল্পী মার্লি ম্যাটলিন, তিনি ছিলেন একজন অভিনেত্রী। ১৯৮৭ সালে। Children of a Lesser God ছবিতে অভিনয়ের জন্য জিতেন অস্কার।
২৮ বছর পর জেন ক্যাম্পিয়ন দ্বিতীয় অস্কার জয় করেন। ১৯৯৪ সালে The Piano চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার লাভ করেন।