কৌশলে শিখুন সাধারণ জ্ঞান : বিভিন্ন সংস্থার ভাষা ও মার্কিন প্রেসিডেন্ট নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারী হবে। কে কততম প্রেসিডেন্ট, কোন প্রেসিডেন্ট কি করেছেন, কোন প্রেসিডেন্ট এর সময় কি হয়েছে, কোন সংস্থার ভাষা কি এগুলো মনে রাখা অনেক কষ্টদায়ক বিষয়। তবে একটু কৌশল অবলম্বন করলেই এ বিষয়গুলো মনে রাখা সম্ভব।
বিভিন্ন সংস্থার অফিসিয়াল ভাষা বা ওয়ার্কিং ভাষা
যে সকল সংস্থার অফিসিয়াল ভাষা ৩টি |
ইংরেজি, ফরাসি ও পর্তুগিজ | পশ্চিম আফ্রিকান রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায় (ECOWAS)। |
ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ | বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)। |
ইংরেজি, ফরাসি ও জার্মান | ইউরােপীয় মহাকাশ সংস্থা (ESA)। |
আরবি, ফরাসি ও ইংরেজি | ইসলামী উন্নয়ন ব্যাংক (ISDB)। |
গুয়ারানি, পর্তুগিজ ও স্প্যানিশ | মারকোসার (Mercosur)। |
যে সকল সংস্থার অফিসিয়াল ভাষা ২টি |
ইংরেজি ও ফরাসি | অর্থনৈতিক সহযােগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) |
ইংরেজি ও ফরাসি | আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA)। |
ইংরেজি ও ফরাসি | আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। |
ইংরেজি ও ফরাসি | ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)। |
ইংরেজি ও ফরাসি | বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)। |
ইংরেজি ও ফরাসি | আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AfDB)। |
ইংরেজি ও ফরাসি | কাউন্সিল অব ইউরােপ। |
ইংরেজি ও ফরাসি | ন্যাটো (NATO)। |
ডাচ ও ফরাসি | বেনেলাক্স |
চীনা ও রুশ | সাংহাই সহযােগিতা সংস্থা (SCO)। |
যে সকল সংস্থার অফিসিয়াল ভাষা ১টি |
ইংরেজি | কমনওয়েলথ |
ইংরেজি | আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)। |
ইংরেজি | বিশ্ব ব্যাংক (WB) |
ইংরেজি | এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC)। |
ইংরেজি | এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) |
ইংরেজি | এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংক (AIIB)। |
ইংরেজি | ক্যারিবিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (CDB)। |
ইংরেজি | ইন্ডিয়ান ওশান রিম অ্যাসােসিয়েশন (IORA)। |
ইংরেজি | নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB)। |
ইংরেজি | নর্ডিক ইনভেস্টমেন্ট ব্যাংক (NIB)। |
ইংরেজি | ওপেক (OPEC)। |
ইংরেজি | প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম (PIE) |
ইংরেজি | দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযােগিতা সংস্থা (SAARC)। |
রুশ | কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) । |
রুশ | ইউরেশীয় উন্নয়ন ব্যাংক (EDB)। |
রুশ | ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EAEU)। |
আরবি | উপসাগর সহযােগী সংস্থা (CCC)। |
আরবি | আরব লীগ। |
স্প্যানিশ | সেন্ট্রাল আমেরিকান কমন মার্কেট (CACM)। |
মার্কিন প্রেসিডেন্টের তথ্যকথা
জর্জ ওয়াশিংটন (১ম প্রেসিডেন্ট)
- হােয়াইট হাউসে বসবাস করেননি।
- স্বাধীনতার সর্বাধিনায়ক।
জন এডামস (২য় প্রেসিডেন্ট)
- হােয়াইট হাউসে প্রথম বসবাস করেন।
টমাস জেফারসন (৩য় প্রেসিডেন্ট)
- ৩০ এপ্রিল ১৮০৩ ফরাসি সম্রাট নেপােলিয়নের কাছ থেকে লুইজিয়ানা ক্রয় করেন।
আব্রাহাম লিঙ্কন (১৬তম প্রেসিডেন্ট)
- ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
- ১২ এপ্রিল ১৮৬১-৯ মে ১৮৬৫ গৃহযুদ্ধ সংঘটিত।
থিওডাের রুজভেল্ট (২৬তম প্রেসিডেন্ট)
- ১৯০৬ সালে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নােবেল পুরস্কার পান।
- সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।
উড্রো উইলসন (২৮তম প্রেসিডেন্ট)
- ৮ জানুয়ারি ১৯১৮ কংগ্রেসের দেওয়া তার বক্তব্যের 14 points এর ১৪ নম্বর point এ জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করেন।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।
- ১৯১৮ সালে দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নােবেল পুরস্কার পান।
হার্বার্ট ক্লার্ক হােভার (৩১তম প্রেসিডেন্ট)
- ১৯২৯ সালে অর্থনৈতিক মন্দা হয়।
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (৩২তম প্রেসিডেন্ট)
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন।
- চার মেয়াদে ১২ বছর ২ মাস ২৪ দিন ক্ষমতায় থাকা একমাত্র প্রেসিডেন্ট।
- নিউ ডিল (New Deal) কর্মসূচির প্রবর্তক।
হ্যারি এস.টুম্যান (৩৩তম প্রেসিডেন্ট)
- জাপানে আণবিক বা পারমাণবিক বােমা ফেলার আদেশ দিয়েছিলেন।
জন ফিটজেরাল্ড কেনেডি (৩তম প্রেসিডেন্ট)
- একমাত্র পুলিজার পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট ।
- নির্বাচিত কনিষ্ঠ প্রেসিডেন্ট।
রিচার্ড মিলহাউস নিক্সন (৩৭তম প্রেসিডেন্ট)
- একমাত্র পদত্যাগকারী প্রেসিডেন্ট।
- ‘ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত।
জিমি কার্টার (৩৯তম প্রেসিডেন্ট)
- বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী ।
- ২০০২ সালে শান্তিতে নােবেল জয়ী।
রােনাল্ড উইলসন রিগ্যান (৪০তম প্রেসিডেন্ট)
বিল ক্লিনটন (৪২তম প্রেসিডেন্ট)
- প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ সফরকারী একমাত্র প্রেসিডেন্ট (সফরকাল ২ এপ্রিল ১৯৯৫)।
জর্জ ওয়াকার বুশ (৪৩তম প্রেসিডেন্ট)
- ১১ সেপ্টেম্বর ২০০০ যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা।
- ২০ মার্চ ২০০৩ ইরাক দখলের উদ্দেশ্যে হামলা।
- ৭ অক্টোবর ২০০১ আফগানিস্তানে হামলা শুরু করেন।
বারাক হােসেন ওবামা (৪৪তম প্রেসিডেন্ট)
- প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- ২০০৯ সালে শান্তিতে নােবেলজয়ী।
- প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট।
ডােনাল্ড ট্রাম্প (৪৫তম প্রেসিডেন্ট)
- প্রথম প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে দুইবার অভিশংসিত হন।
জো বাইডেন (৪৬তম প্রেসিডেন্ট)
- সবচেয়ে বয়ােজ্যেষ্ঠ প্রেসিডেন্ট।