Current Affairs May 2022 কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২

Preparation BD
By -
0

Current Affairs May 2022 কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি অনেক সহায়ক হবে। এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম নারী উপাচার্য কে?
উত্তর : অধ্যাপক হাফিজা খাতুন।

প্রশ্ন :৮ এপ্রিল ২০২২ প্রথম কোন ভাষার অভিধানের মােড়ক উন্মোচন করা হয়?
উত্তর : মারমা-বাংলা ভাষা।

প্রশ্ন : মারমা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তর : তংস্মাসে (গিরিকন্যা)।

প্রশ্ন : ১০ এপ্রিল ২০২২ দেশের ১২তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স বা সনদ পায় কোনটি?
উত্তর : কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল।

প্রশ্ন : পদ্মা সেতুতে মােট ল্যাম্পপােস্ট কতটি?
উত্তর : ৪১৫টি— মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে ৮৭টি।

প্রশ্ন : এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL) ঢাকার তেজগাঁও থেকে কোথায় স্থানান্তর করা হবে?
উত্তর :মানিকগঞ্জে।

আরো পড়ুন : Current Affairs April 2022 কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২২

প্রশ্ন : দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজার।

প্রশ্ন : ১৬ মার্চ ২০২২ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (FWVTI) নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঢাকা বা Family Welfare Training Institute (FWTI), Dhaka

প্রশ্ন : শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর : জাজিরা, শরীয়তপুর।

প্রশ্ন : দেশের একমাত্র পাথর খনি কোথায় অবস্থিত?
উত্তর : মধ্যপাড়া, দিনাজপুর।

প্রশ্ন : রাষ্ট্রপতি মাে. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে?
উত্তর : মিঠামইন, কিশােরগঞ্জ।

প্রশ্ন : BSMRITH’র পূর্ণরূপ কী?
উত্তর : Bangabandhu Sheikh Mujibur Rahman International Institute of Tourism and Hospitality

প্রশ্ন : বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২১ অনুযায়ী, বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব কত বছরের জন্য সংরক্ষিত?
উত্তর : ২০ বছর।

প্রশ্ন : পৌরসভার সচিব’ পদের বর্তমান নাম নাম কী?
উত্তর : পৌর নির্বাহী কর্মকর্তা।

প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম কী?
উত্তর : বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন :ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সেনা কমান্ডার কে?
উত্তর : জেনারেল আলেক্সান্ডার ভরনিকভ।

প্রশ্ন : করােনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XE প্রথমবারের মতাে কোন দেশে শনাক্ত হয়?
উত্তর : যুক্তরাজ্যে ।

প্রশ্ন :৮ এপ্রিল ২০২২ কোন দেশে ইসলামী সভ্যতার জাদুঘরের উদ্বোধন করা হয়?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন :২৭-২৮ মার্চ ২০২২ ইসরায়েল কোন দেশগুলাে নিয়ে ‘ঐতিহাসিক কুটনৈতিক সম্মেলন আয়ােজন করে?
উত্তর : যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো।

প্রশ্ন :১৪ এপ্রিল ২০২২ কোন দেশে ‘প্রধানমন্ত্রী সংগ্রহালয়’ বা প্রধানমন্ত্রী জাদুঘরের উদ্বোধন করা হয়?
উত্তর : ভারত।

প্রশ্ন : ভারতের ৩৪তম পররাষ্ট্র সচিব কে?
উত্তর : বিনয় মােহন কোয়াত্রা।

প্রশ্ন : OPEC+ ভুক্ত দেশ কোনগুলাে?
উত্তর : আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান এবং দক্ষিণ সুদান।

প্রশ্ন :মারিউপােল কোন দেশের শহর?
উত্তর : ইউক্রেন।

আরো পড়ুন : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : স্বল্পোন্নত দেশগুলাে (LDC) WTO’র দেওয়া বাণিজ্য-সুবিধার আওতায় কত শতাংশ শুল্কমুক্ত-সুবিধা পায়?
উত্তর : ৯৭%।

প্রশ্ন : সাংহাই করপােরেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৫-১৬ সেপ্টেম্বর ২০২২; সমরখন্দ, উজবেকিস্তান।

প্রশ্ন :২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা মােকাবেলায় রাশিয়া কোন শিরােনামে কৌশল গ্রহণ করে?
উত্তর : Fortress Russia।

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২

প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১%।

প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উত্তর : নাইজার; ৬.৬ জন।

প্রশ্ন :সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর : আফগানিস্তান; ২.২%।

প্রশ্ন :সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম?
উত্তর :মালদ্বীপ; -০.৭%।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন :১৯ মার্চ ২০২২ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে তিন স্বর্ণ জয় করেন কে?
উত্তর :নাসরিন আক্তার।

প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ১১৬তম বােলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট লাভ করেন কে?
উত্তর : তাইজুল ইসলাম।

প্রশ্ন : অষ্টম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২; অস্ট্রেলিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !