ডায়াবেটিসের নতুন কারণ

Preparation BD
By -
0

২৩ মার্চ ২০২২ রাজধানীর বারডেম হাসপাতালে আয়ােজিত এক সম্মেলনে বলা হয়, ডায়াবেটিস হওয়ার নতুন একটি কারণ আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানীরা।

গবেষণার ফলাফল ইতোমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়। ডায়াবেটিসের প্রত্যক্ষ কারণ টক্সিন নিয়ন্ত্রিত নিম গ্রেডের সিস্টেমিক প্রদাহ। যার ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমােন ইনসুলিনের উৎপাদন ও কার্যক্ষমতা কমে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।

মানবদেহের অন্ত্রে থাকা মৃত ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের অংশ টক্সিন (এন্ডােটক্সিন) হিসেবে কাজ করে। এই টক্সিন সাধারণত মলের সঙ্গে বেরিয়ে যায়। তবে উচ্চ চর্বিযুক্ত খাবার, ফ্রকটোজ বা অ্যালকোহল টক্সিনকে রক্ত প্রবাহে সঞ্চালিত হতে সহায়তা করে। এর ফলে নিম্ন গ্রেডের সিস্টেমিক প্রদাহের সৃষ্টি হয়, যা ডায়াবেটিস সৃষ্টির কারণ।

মানবদেহের অন্ত্রে থাকা ইন্টেস্টিনাইল অ্যালকালাইন ফসফাটেস নামক এনজাইম এ টক্সিনকে ধ্বংস করে। শরীরে এ এনজাইমের ঘাটতি হলে অলে অতিরিক্ত টক্সিন জমা হয়। তাই যাদের শরীরে এর পরিমাণ কম, তাদের এ এনজাইম খাওয়ানাে সম্ভব হলে ডায়াবেটিস প্রতিরােধ করা সম্ভব।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !