কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুৃবই উপকারী হবে। ইনশাল্লাহ!
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতির জন্য পড়ুন
প্রশ্ন : সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে সম্প্রতি যে টিকা অন্তর্ভুক্ত করায় শিশুদের নিউমােনিয়ার প্রকোপ কমে এসেছে
উত্তর : PCV।
প্রশ্ন : ডাক্তার শব্দটি যে লিঙ্গ বাচক
উত্তর : পুং লিঙ্গ।
প্রশ্ন : মানুষের শরীরে সর্বমােট অস্থির সংখ্যা
উত্তর : ২০৬টি।
প্রশ্ন : যে রােগটি বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয়েছে
উত্তর : পােলিও।
প্রশ্ন : কমিউনিটি ক্লিনিকে
উত্তর : ৩০ ধরনের ঔষধ সরবরাহ করা হয়।
আরো পড়ুন : সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ১ম পর্ব
প্রশ্ন : কম্পিউটার ভাইরাস হলাে
উত্তর : এক ধরনের বিশেষ কম্পিউটার প্রােগ্রাম।
প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়
উত্তর : ৭ এপ্রিল।
প্রশ্ন : খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়
উত্তর : সােডিয়াম বেন জোয়েট।
প্রশ্ন : এক্সকুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বাচ্চার জন্মের – পর্যন্ত বুকের দুধ খাওয়ানােকে বুঝায়
উত্তর : ৬ মাস।
প্রশ্ন : করােনা সংক্রমণ রােধে ন্যূনতম দূরত্বে থাকা উচিত
উত্তর : ১ মিটার।
প্রশ্ন : বংশগত রােগ
উত্তর : হিমােফিলিয়া।
প্রশ্ন : মানব শরীরে ভিটামিন বি-১২ এর ঘাটতি হলে
উত্তর : রক্তশূন্যতা হয়।
প্রশ্ন : লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম
উত্তর : টায়ালিন।
প্রশ্ন : ইনসুলিন নিঃসৃত হয়
উত্তর : অগ্ন্যাশয় থেকে।
প্রশ্ন : হিমােগ্লোবিন থাকে
উত্তর : লােহিত রক্তকণিকায়।
প্রশ্ন : ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ হলাে
উত্তর : ফরমালিন।
প্রশ্ন : অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে
উত্তর : ধমনী।
প্রশ্ন : প্রাণী কোষে থাকে না
উত্তর : কোষপ্রাচীর।
প্রশ্ন : গলগণ্ড হয়
উত্তর : আয়ােডিনের অভাবে।
প্রশ্ন : বর্জ্য নিষ্কাশন করে
উত্তর : বৃক্ক।
প্রশ্ন : ক্যানসার সৃষ্টি করে
উত্তর : রেনিটিড।
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতির জন্য আরো পড়ুন
প্রশ্ন : তেজস্ক্রিয় তীব্রতার একক
উত্তর : বেকেরেল।
প্রশ্ন : প্রােটিন তৈরির কারখানা
উত্তর : রাইবােজোম।
প্রশ্ন : আইসােটোপে সমান থাকে
উত্তর : প্রােটন।
প্রশ্ন : রাতকানা রােগ হয়
উত্তর : ভিটামিন ‘এ’ এর অভাবে।
প্রশ্ন : ডায়াবেটিস রােগের সাথে সংশ্লিষ্ট হরমােন
উত্তর : ইনসুলিন।
প্রশ্ন : এইডস যে কারণে হয়
উত্তর : ভাইরাস।
প্রশ্ন : মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা
উত্তর : 98.40 F।
প্রশ্ন : খাবার স্যালাইন-এর উদ্ভাবক প্রতিষ্ঠান
উত্তর : আইসিডিডিআরবি।
প্রশ্ন : মানবদেহে বৃক্ক আছে
উত্তর : ২টি।
প্রশ্ন : মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ আছে
উত্তর : ৪টি।
আরো পড়ুন : নৌবাহিনীর অফিসার ক্যাডেট নিয়ােগ টিপস
প্রশ্ন : বাংলাদেশে ৬০০০ জনগােষ্ঠীর জন্য
উত্তর : একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
প্রশ্ন : লেবুর রসে রয়েছে
উত্তর : সাইট্রিক এসিড।
প্রশ্ন : বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা
উত্তর : বাড়ে।
প্রশ্ন : রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলাে
উত্তর : প্রিজমের কাজ করে।
প্রশ্ন : পাতায় যে কোষে সালােক সংশ্লেষণ ঘটে
উত্তর : প্যালিসেড প্যারেনকাইমা।
প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।
প্রশ্ন : যে ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়
উত্তর : ভিটামিন B2।
প্রশ্ন : টিউমার সংক্রান্ত চর্চাকে বলে
উত্তর : অনকোলজি।
প্রশ্ন : নাড়ির স্পন্দন প্রবাহিত হয়
উত্তর : ধমনীর ভিতর দিয়ে।
প্রশ্ন : শীতে শরীর কাঁপে
উত্তর : শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে।
প্রশ্ন : হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র
উত্তর : কার্ডিওগ্রাফ।
প্রশ্ন : জন্ডিসে আক্রান্ত হয়
উত্তর : যকৃত।
প্রশ্ন : বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম
উত্তর : স্ট্রাটোমন্ডল।
প্রশ্ন : শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক
উত্তর : অক্সিজেন।
প্রশ্ন : উদ্ভিদ দেহে খাদ্য বিতরণে যে কলা দায়ী
উত্তর : ফ্লোয়েম।
প্রশ্ন : মানবদেহের যে রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়
উত্তর : O গ্রুপ।
প্রশ্ন : মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে
উত্তর : স্নায়ু কোষ।
প্রশ্ন : নেমাটোসিস্ট যে প্রাণীতে পাওয়া যায়
উত্তর : হাইড্রা।
প্রশ্ন : মরিচ ঝাল লাগে
উত্তর : ক্যাপসিসিনের কারণে।
প্রশ্ন : ক্যালসিয়ামের প্রধান উৎস
উত্তর : দুধ।
প্রশ্ন : জারণ, বিজারণ ও বিরঞ্জন ক্ষমতা আছে এমন একটি গ্যাস হলাে
উত্তর : SO2।
প্রশ্ন : Amoeba-এর চলনাঙ্গের নাম
উত্তর : সিউডােপিডিয়া।
প্রশ্ন : পেনিসিলিন এর আবিষ্কারক
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন : কার্পাস তুলা গােত্রের উদ্ভিদ
উত্তর : Malvaceae
প্রশ্ন : জীববিজ্ঞানের প্রধান দুটি শাখা
উত্তর : উদ্ভিদ ও প্রাণী।
প্রশ্ন : বলের একক হলাে
উত্তর : নিউটন।
প্রশ্ন : ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম
উত্তর : এডিস।
প্রশ্ন : যে রােগে শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়
উত্তর : এইডস।
প্রশ্ন : লেন্সের ক্ষমতার একক-
উত্তর : ডায়াপ্টার।
প্রশ্ন : যে ভিটামিনের অভাবে রিকেটস রােগ হয়
উত্তর : ভিটামিন ডি।
প্রশ্ন : বাতজ্বরের সাথে সম্পর্কিত
উত্তর : ম্যালেরিয়া পরজীবী।
প্রশ্ন : বিদ্যুৎ প্রবাহের একক
উত্তর : অ্যাম্পিয়ার।
প্রশ্ন : বারডেম যে ধরনের হাসপাতাল
উত্তর : ডায়াবেটিস।
প্রশ্ন : বয়ঃসন্ধিকাল হলাে
উত্তর : কৈশাের ও যৌবনের সন্ধিকাল ।
প্রশ্ন : অস্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহার হয়
উত্তর : মােটর, জেনারেটর ইত্যাদি।
প্রশ্ন : ঘর্ষণ বল-এর উদাহরণ
উত্তর : অ-সংরক্ষণশীল শক্তি।
প্রশ্ন : আপেক্ষিক রােধের একক
উত্তর : Ohmm।
প্রশ্ন : ম্যাগনেটাইট যে ধাতুর আকরিক
উত্তর : Fe।
প্রশ্ন : লুকাস বিকারক হলাে
উত্তর : HCl + ZnCl2।
প্রশ্ন : মানবদেহে ADH ক্ষরণ কমে গেলে
উত্তর : পানির পুনঃশােষণ কমে যায়।
প্রশ্ন : চামড়া ট্যানিংয়ে ব্যবহৃত হয়
উত্তর : Cr2(SO4)3।
প্রশ্ন : সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট
উত্তর : Fe2(SO4)3।