মহান মুক্তিযুদ্ধ এবং প্রবাসী লেখক-সাংবাদিকবৃন্দের সাহিত্য ও প্রতিবেদন সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে।
১.১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশটি বাংলাদেশের পক্ষে ‘ ভেটো ‘ প্রদান করেছিল?
উত্তর – রাশিয়া ।
২.১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কোন ভারতীয় সেনা অফিসারকে বাংলাদেশ সরকার ‘ বীরপ্রতীক ‘ খেতাবে দেয়?
উত্তর – জগজিৎ সিং অরোরাকে।
৩.১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রত্যক্ষকারী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সাংবাদিকদের স্মৃতিচারণামূলক গ্রন্থ কোনটি?
উত্তর– “ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ” ।
৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কনসাল জেনারেলের দায়িত্বে ছিলেন কে?
উত্তর – Archer Kent Blood ( ১৯২৩-২০০৪ )।
৫.“The Blood Telegram : Nixon , Kissinger , and a Forgotten Genocide ” বইটির রচয়িতা কে?
উত্তর–মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক Gary J. Bassi ।
৬.Tanks Crush Revolt in Pakistan কি?
উত্তর -বিখ্যাত সাংবাদিক সাইমন ড্রিং – এর মুক্তিযুদ্ধকালীন প্রতিবেদন।
৭.বিবিসি – এর যে সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করেছিলেন তার নাম কি?
উত্তর– মার্ক টালি।
৮.Bangladesh , Nationalism in the Revolution নামক বইটির লেখক কে?
উত্তর– Bernard – Henri Levy ( ফরাসি দার্শনিক ও সাংবাদিক )।
৯.Les Indes Rouges কি?
উত্তর – বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ফ্রান্সের লেখক বানার্ড হেনরি লেভি কর্তৃক রচিত একটি গ্রন্থ ।
১০.রবার্ট রজার্স কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটি?
উত্তর – The Country Made For Bangladesh |
১১.‘কনসার্ট ফর বাংলাদেশ ‘ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর– মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ।
১২.লন্ডন ভিত্তিক যে গ্রুপটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবিক সহায়তা প্রদান করেছিল তার নাম কি ছিল?
উত্তর– Operation Omega |