মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্ব- ০১

Preparation BD
By -
0

বিগত বছরগুলোতে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের আলোকে সাজানো হয়েছে এ বিভাগটি।

প্রশ্ন : Alveolus থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে কোন প্রক্রিয়ায়?
উত্তর : Diffusion প্রক্রিয়ায়

প্রশ্ন : কম তাপমাত্রায় সংরক্ষণ করা যায়—
উত্তর : Seed

প্রশ্ন : কোনটি হাড়ের সাথে পেশি সংযুক্ত করে?
উত্তর : Tendon

প্রশ্ন : কোন প্রােটিন পানিতে অদ্রবণীয়?
উত্তর : গ্রুটেলিন (Glutelin)

প্রশ্ন : ঘাসফড়িং-এর রক্ত কণিকার নাম কী?
উত্তর : Hemocyte

প্রশ্ন : রক্ত হলাে–
উত্তর : সামান্য ক্ষারীয়

প্রশ্ন : মাথার খুলিতে কয়টি হাড় রয়েছে?
উত্তর : 29টি

প্রশ্ন : জ্বণে লােহিত কণিকাসমূহ কোথায় তৈরি হয়?
উত্তর : প্লীহা

প্রশ্ন : প্রাণিজগতের বৃহত্তম Phylum কোনটি?
উত্তর : Arthropoda

প্রশ্ন : গ্রোথ হরমােন কোথায় তৈরি হয়?
উত্তর : Pituitary gland

প্রশ্ন : দুধে কোন disaccharide টি থাকে?
উত্তর : Lactose

প্রশ্ন : মানবদেহের রক্তে কোন বাফার দ্রবণ (buffer solution) থাকে?
উত্তর : NaHCO3 and H2CO3

প্রশ্ন : ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত সাইট্রিক এসিডের pH কত?
উত্তর : 3.14

প্রশ্ন : কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক?
উত্তর : Sulphur

প্রশ্ন : নিউট্রন তারকা সংকুচিত হয়ে কী হয়?
উত্তর : কৃষ্ণ গহর (Black hole)

প্রশ্ন : আলাের দ্রুতিতে চলমান কোনাে কার (Particle) ভর কত?
উত্তর : অসীম

প্রশ্ন : একটি বস্তুর ভর পৃথিবীতে ৭৫ কেজি চাঁদে বস্তুটির ভর কী হবে?
উত্তর : 75 kg

প্রশ্ন : বল (force) এবং স্থানচ্যুতিকরণের মধ্যের কোণটি যদি 0° হয়, তবে কাজের পরিমাণ হবে
উত্তর : সর্বোচ্চ

প্রশ্ন : কোন তীব্রতার মাত্রাকে কানের শ্রবণসীমা (threshold of audibility of ear) বলে?
উত্তর : 0 db

প্রশ্ন : মানুষের মুখমণ্ডলে কতগুলাে অস্থি আছে?
উত্তর : ১৪

প্রশ্ন : অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
উত্তর : SO2

প্রশ্ন : কোন অক্ষাংশে ‘জি’ (g)-এর মান সর্বাধিক?
উত্তর : 90°

প্রশ্ন : সিলােমহীন পর্ব কোনটি?
উত্তর : Fasciola hepatica

প্রশ্ন : পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি?
উত্তর : Anthropometry

প্রশ্ন : ‘কবুতর’ কোন শ্রেণির প্রাণী?
উত্তর : Aves

প্রশ্ন : মাইটোসিসে কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
উত্তর : ক্যারিওকাইনেসিস

প্রশ্ন : আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়?
উত্তর : শ্বেততন্তময় তরুণাস্থি

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত?
উত্তর : 0.01 mg/L

প্রশ্ন : সােডিয়াম আয়নে কতগুলাে ইলেকট্রন থাকে?
উত্তর : 10

প্রশ্ন : শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়?
উত্তর : অ্যালভিওলাস

প্রশ্ন : সর্বজনীন গ্রহীত Blood group কোনটি?
উত্তর : AB

প্রশ্ন : মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনােজেন তৈরি করে?
উত্তর : যকৃত

প্রশ্ন : ফরমালডিহাইড এবং পটাসিয়ামকে উত্তপ্ত করা হলে কী পাওয়া যায়?
উত্তর : Methyl alcohol

প্রশ্ন : বিশুদ্ধ পানির pH কত?
উত্তর : 7

প্রশ্ন : পানি বরফে রূপান্তর করা হলে তার ঘন-
উত্তর : কমে

প্রশ্ন : কোন প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়?
উত্তর : রিভার্স ট্রান্সক্রিপশন

প্রশ্ন : হৃৎপিণ্ডে অবস্থিত কোন সংযােগকারী কলাকে পেসমেকার বলা হয়?
উত্তর : সাইনাে-অ্যাট্রিয়াল নােড

প্রশ্ন : হিমােফিলিয়া বি (Haemophilia B) রােগ কোন ফ্যাক্টর এর ঘাটতি থাকে?
উত্তর : ফ্যাক্টর-IX

প্রশ্ন : কোনটি খাদ্যমন্ড (Foodbolus) কে মানবদেহের নাসাছিদ্রের পথে প্রবেশে বাধা দেয়?
উত্তর : কোমল তালু

প্রশ্ন : ‘জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কী বলে?
উত্তর : অ্যাপােপ্টোসিস

প্রশ্ন : মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়?
উত্তর : IgA

প্রশ্ন : ‘মাস্টার ব্লু-প্রিন্ট’ বলা হয় কোনটিকে?
উত্তর : genome

প্রশ্ন : চোখের রেটিনার ভিতর সবচেয়ে আলােকসংবেদী অংশের নাম কী?
উত্তর : পীত বিন্দু

প্রশ্ন : কত তাপমাত্রায় কুঁতে সাদা অনার্দ্র সালফেটে রূপান্তরিত হয়?
উত্তর : 260°C

প্রশ্ন : একজন রােগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190mg/de হলে, mol/L এককে এর মান কত?
উত্তর : 10.56 mol/L

প্রশ্ন : হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ?
উত্তর : basophil

প্রশ্ন : ব্যাঙের শীতন্দ্রিা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ?
উত্তর : ঋণাত্মক থার্মোট্যাক্সিস

প্রশ্ন : ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কী উৎপন্ন হয়?
উত্তর : NaOH!

প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে পাঠানাে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে?
উত্তর : আয়ােনােস্ফিয়ার

প্রশ্ন : মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমােজোমে পরিণত হয়?
উত্তর : anaphase

প্রশ্ন : কোনাে দর্পণের উন্মেষ কত ডিগ্রি হলে তাকে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে?
উত্তর : <10°

প্রশ্ন : মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কী?
উত্তর : গ্লিস ক্যাপসুল

প্রশ্ন : শুষ্ককোষে তড়িৎ উত্তেজক রূপে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর : NH4Cl

প্রশ্ন : জ্যান্থােফিলের বর্ণ কী
উত্তর : হলুদ

প্রশ্ন : মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে?
উত্তর : 0 Hz

প্রশ্ন : মানবদেহের করােটিকাতে কতগুলাে অস্থি আছে?
উত্তর : ৮টি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !