ICT-সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৪০টি প্রশ্ন ও সমাধান (পর্ব-২)

Preparation BD
By -
0

যেকোন সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষায় কম্পিউটারের উপর আসা কিছু কমন উপযোগী প্রশ্ন নিয়ে হাজির হলাম।নীচের প্রশ্নগুলো অধ্যয়ন  করলে আশা করা যায়  আপনি আইসিটি বিষয়ের যেকোনো  প্রশ্ন কমন পাবেন। বেশ কয়েকটি পর্বে আমরা প্রশ্নোত্তরগুলো দেবো।তাই নিয়মিত আমাদের সাইটে চোখ রাখতে হবে।চাকরির পরীক্ষায় আসার মত কম্পিউটারের প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। চলুন দেখে নেই-

১। Binary digit থেকে উৎপত্তি হয় কোন শব্দ থেকে?

উত্তর-Bit

২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

উত্তর-সমস্যার সমেত্মাষজনক সমাধান

৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন কে?

উত্তর-ড. স্টিবিজ

৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?

উত্তর-বোতামে

৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি?

উত্তর-ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম

৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?

উত্তর-এন্টিভাইরাস

৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে?

উত্তর-লজিক বোর্ড

৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?

উত্তর-মডেম

৯। কম্পিউটার গণনার একক কোনটি?

উত্তর-বাইট

১০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?

উত্তর- স্প্রেডশিট

১১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?

উত্তর- সফটওয়্যার

১২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর-ন্যানো সেকেন্ড

১৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?

উত্তর-সফ্টওয়্যার

১৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?

উত্তর-তথ্য বা ডাটা

১৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে?

উত্তর-নির্দেশ অনুযায়ী

১৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে?

উত্তর-নিজস্ব ভাষা

১৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি?

উত্তর-স্ক্যানার

১৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো?

উত্তর-সুপার কম্পিউটার

১৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?

উত্তর-মানুষের

২০। শুরম্নতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো?

উত্তর-গণনার

২১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ?

উত্তর– ভারত

২২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে?

উত্তর–নেটিজেন

২৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে?

উত্তর– যুক্তরাষ্ট্রে

২৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি?

উত্তর-ইন্টারনেট

২৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে?

উত্তর–ডায়ালগ বক্সে।

২৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?

উত্তর- File

২৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে?

উত্তর- মেনু বারে

২৮। ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন?

উত্তর-ফাইল মেনুর

২৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন?

উত্তর-CapsLock

৩০। F1 থেকে F12 পর্যমত্ম-গুলোকে এক সাথে কি বলা হয়?

উত্তর-ফাংশন

৩১। চন্দ্রাবতী হলো এক্তি?

উত্তর -বাংলা ফন্টের নাম

৩২। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?

উত্তর-এক্সেল

৩৩। ডাটাবেজ অর্থ হল?

উত্তর–তথ্যবিন্যাস

৩৪। বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়?

উত্তর-Ctrl+Alt+B

৩৫। কম্পিউটার মাউস কে তৈরী করেন?

উত্তর-উইলিয়াম ইংলিস

৩৬। WWW এর জনক কে?

উত্তর- টিম বার্নস লি

৩৭। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়?

উত্তর-ডিজিটাল

৩৮। কার্সর (Cursor) কি?

উত্তর-আলোক রেখা

৩৯। উইন্ডোজ আসলে কিসের মতো?

উত্তর-খোলা জানালা

৪০।। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?

উত্তর-– ডিলিট বা ব্যাকস্পেস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !