বিসিএস প্রস্তুতিতে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন ও সমাধান

Preparation BD
By -
0

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিসিএস বা যেকোনো সরকারি,বেসরকারি পরীক্ষায় আসার মত কিছু প্রশ্নোত্তর নিচে দেওয়া হল-

১। ইতার,তাস রাশিয়ার সংবাদ সংস্থা গঠিত হয় কত সালে?

উত্তর- ১ লা সেপ্টেম্বর ১৯০৪ 

২। সিরিয়া ও পাকিস্থানের সংবাদ সংস্থা কন্তি?

উত্তর- SANA 

৩। ব্লাক ফরেস্ট অবস্থিত কোথায় অবস্থিত?

উত্তর- জার্মানীতে। 

৪। টংগাস ফরেস্ট কোথায় অবস্থিত?

উত্তর- যুক্তরাষ্ট্র’র আলাস্কা রাজ্যে। 

৫। নিউ ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে?

উত্তর- উড্রোউইলসন। 

৬। Four freedom speech কার লেখা?

উত্তর -ফ্রাংকলিন ডি রুজভেল্ট। 

৭। আধুনিক গনতন্ত্রের সুতিকাগার  কন্তি?

উত্তর-ব্রিটেন। 

৮। OIC প্রথম মহাসচিব টেংকু আব্দুল রহমান ও মহাত্মা গান্ধী উপাধি প্রদান করেন কে?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর। 

৯। WHO এর সদর দপ্তর কবে গঠিত হয়?

উত্তর- ৪ এপ্রিল ১৯৪৮ সালে। 

১০। সুয়েজখাল ভুমধ্যসাগরকে কোন সাগরের সাথে যুক্ত করা হয়?

উত্তর- লােহিতসাগরের সাথে । 

১১। আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কোন সাগর?

উত্তর- লােহিত সাগর। 

১২। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?

উত্তর- ডব্লিউ হ্যারিসন 

১৩। সীন নদীর তীরে কোন নগর অবস্থিত?

উত্তর- প্যারিস । 

১৪। কানাডার অটোয়া কোথায় অবস্থিত?

উত্তর- লরেন্স নদীর তীরে

১৫। বসনিয়া ও সার্বিয়াকে বিভক্তকারী নদীর নাম কি?

উত্তর-দ্রিনা 

১৬। জাতিসংঘ ঘােষিত বিশ্ব শান্তি দিবস কবে?

উত্তর-২৭ এ সেপ্টেম্বর 

১৭। ফ্রান্সের পূর্ব নাম কি?

উত্তর- দিপন 

১৮।জাপানের পূর্ব নাম কি?

উত্তর- নিপ্পন। 

১৯। ডেনমাকের অধিবাসীদের কি বলা হয়?

উত্তর- দিনেমার। 

২০। ব্লাক ফরেষ্ট  কোথায় অবস্থিত?

উত্তর-জার্মানিতে 

২১। কুনাইন তৈরি হয় কোন বৃক্ষ হতে?

উত্তর- সিনকোন গাছ হতে।। 

২২। পারস্য উপসাগরে আঞ্চলীয় জোটের নাম কি?

উত্তর–জিসিসি। 

২৩। কঙ্গো প্রজাতন্ত্রের নাম কি?

উত্তর -জায়ারে 

২৪। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর- লন্ডনে ।

২৫। ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয় কতসালে?

উত্তর–১৮৫৩ সালে। ।

২৬।রয়টার্স যুক্তরাষ্টের কি?

উত্তর-একটি সংবাদ সংস্থা

২৭। এটি কত সালে গঠিত হয়?

উত্তর -১৮৫১ 

.২৮।পারস্য উপসাগরীয় দেশ কয়তি?

উত্তর-১০ টি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !