বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে ৩৫ নম্বর এর জন্য যেসকল বইপত্র সংগ্রহ করতে পারেন সে বিষয়ে কিছু সাজেশন দেওয়া হল। যারা পরীক্ষার্থী আছেন আসা করছি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ।তাই ভাষার উপর প্রস্তুতি নিতে নিন্মের বইগুলো সংগ্রহ করে ফেলুনঃ
১) নবম – দশম শ্রেণির বাংলা ব্যাকরণ টেক্সট বুক ।
২) ‘ ব্যবহারিক বাংলা অভিধান ’ – বাংলা একাডেমি ।
৩ ) হায়াৎ মামুদ রচিত ‘ ভাষা শিক্ষা ’
৪ ) ‘ জব সল্যুশন ‘ ( অতি সম্প্রতি প্রকাশিত )
৫ ) কতো নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী- হুমায়ূন আজাদ
৬ ) ‘ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’- সৌমিত্র শেখর
৭ ) ‘ বাংলা সাহিত্যের ইতিহাস ‘ -মাহবুবুল আলম
৮ ) ‘ লাল নীল দীপাবলি ‘ বা বাংলা সাহিত্যের জীবনী- হুমায়ূন আজাদ
৯ ) ‘ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ’ -ড . সৌমিত্র শেখর