বাংলা সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বিসিএস পরীক্ষায় আসার মত বাংলা সাহিত্য অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

অর্ঘ্য শব্দের অর্থ কি?
উত্তর – পুজার উপকরণ ।

বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান করেন কে?
উত্তর- ড.মু. শহীদুল্লাহ।

নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর – সাম্যবাদী কাব্যগ্রন্থের।

জাহকুল আবদ অর্থ কি?
উত্তর – গোলামের হাসি ।

প্রতীক ধর্মী মানে কি?
উত্তর- নির্দেশন জ্ঞাপক।

রাজলক্ষ্মী , অভয়া , কুশারী , অন্নন্দা দিদ কারা?
উত্তর – শ্রীকান্ত উপন্যাসের চরিত্র ।

রুপজালাল গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর -নবাব ফয়জুন্নেসা চৌধুরী।

He is a polyglot অর্থ কি?
উত্তর – তিনি একজন বহুভাষী ।

কবিতার কথা জীবনানন্দ দাশের কোন জাতীয় লেখা?
উত্তর – একটি প্রবন্ধ ।

সূর্য তুমি সাথী , ওঙ্কার , গাভী বৃত্তান্ত , অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বিহঙ্গ পুরান এগুলো কে লিখেছেন?
উত্তর – আহমদ ছফার উপন্যাস ।

সমাসবদ্ধ পদকে কি বলে?
উত্তর -সমস্ত পদ ।

সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি?
উত্তর -ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।

মেঘনাধবদ কাব্যে রাবনপুত্র ইন্দ্রজিতকে কি বলা হয়েছে?
উত্তর – অরিন্দম।

অরিন্দম শব্দের অর্থ কি?
উত্তর – শত্রু দমন করে যে বা শত্রু দমনকারী ।

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত করেন কে?
উত্তর – মুহাম্মদ আব্দুল হাই / সৈয়দ আলী আহসান ।

জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ড বাক্যের পর কি বসে?
উত্তর – কমা বসে ।

একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে কোন চিহ্ন বসে?
উত্তর – সেমিকোলন।

কুঁড়ি শব্দটি এসেছে কোন শব্দ হতে?
উত্তর -কোরক থেকে ।

কান পাতলা বাগধারাটির অর্থ কি?
উত্তর -বিশ্বাসপ্রবণ ।

বাংলা ভাষায় ওষ্ঠ ব্যান্জন ধ্বনির সংখ্যা কতটি?
উত্তর -৫ টি ।প , ফ , ব , ভ , ম ।

আদিরূপকে কি বলে?
উত্তর -Archetype।

পানি , চানাচুর , ফুফা , মিঠাই কাহিনী এগুলো কোন ভাষার শব্দ?
উত্তর- হিন্দি।

অভয়া , ষোড়শী , সাবেত্রী কে?
উত্তর – শরৎচন্দ্রের সৃষ্টি চরিত্র ।

ক্ষুধিত পাষাণ কোন সমাস?
উত্তর- কর্মধারায় সমাস ।

অর্ধচন্দ্র কোন সমাস?
উত্তর – তৎপুরুষ সমাস।

কোকিলকে কোনটি বলা হয়?
উত্তর -অন্যপুষ্ট।

বাঁধন হারা , মৃত্যুক্ষুধা ও কুহেলিকা কার লেখা?
উত্তর – কাজী নজরুলের লেখা উপন্যাস ।

ইন্দিরা গ্রন্থটি কার লেখা?
উত্তর – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ।

হুমায়ন কবির সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর– চতুরঙ্গ।

বাংলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর – রমেশ্চন্দ্র মজুমদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !