অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে ৫টি সৃজনশীল প্রশ্ন

Preparation BD
By -
0

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ ৫টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। সৃজনশীল প্রশ্নগুলো বাসায় প্র্যাক্টিস করলে বিজ্ঞান বিষয়ে ভালো ফল করতে পারবে। তাই  দেরি না করে চলো দেখে নেওয়া যাক –

পরীক্ষাগারে দুই বন্ধু রূপম ও রিদম দুইটি বিক্রিয়া ঘটালো। রূপম লোহার গুড়ার সাথে তুঁতের দ্ববণের মিশ্রণকে তাপ দিল। অপরদিকে রিদম চুনাপাথরকে উত্তপ্ত করলো।

ক. সংকেত কাকে বলে?

খ. সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ_ ব্যাখ্যা করো।

গ. রুপমের সংঘটিত বিক্রিয়াটি সমীকরণসহ লিখ ।

ঘ. উদ্দীপকের বিক্রিয়া দুইটি কি একই ধরনের? যুক্তিসহ লিখ ।

 

অর্ক বাবার সাথে বেড়াতে গেলেই খেলনা গাড়ি কেনে। এগুলো ব্যাটারি ছাড়া চলেইনা। কয়েকদিন ব্যবহার না করলে ব্যাটারি নষ্ট হয়ে দামী খেলনাটাই অকেজো হয়ে যায়।

ক. তুঁতের সংকেত কী?

খ. চুনে পানি যোগ করলে কী ঘটে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের খেলনা গাড়ী চালাতে সজিব গঠনপ্রণালী বর্ণনা করো।

ঘ. খেলনা গাড়ীর মতো টর্চ লাইট জ্বালানোর সময় বস্তুটিতে কী ধরনের শত্তির রূপান্তর ঘটে? বিশ্লেষণ করো।

 

একটি যৌগ যা আইপিএস-এর ব্যাটারীতে ব্যবহৃত হয় এবং সার কারখানার অতি প্রয়োজনীয় উপাদান। যৌগটি নীল লিটমাসকে লাল করে।

ক. নির্দেশক কাকে বলে?

খ. মিল্ক অফ লাইম বলতে কী বুঝায়?

গ. উদ্দীপকের যৌগটির বৈশিষ্ট্য লিখো।

ঘ. উদ্দীপকের যৌগটিকে চুনের পানির সাথে মেশালে কি ঘটবে বিশ্লেষণ করো।

 

দুটি বস্তু P ও Q এর ভর যথাক্রমে ৫০০ গ্রাম ও ২ কেজি। এরা পরস্পর থেকে ২ মিটার দূরে অবস্থিত।

ক. ভর কাকে বলে?

খ. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?

গ. P বস্তুর ওজন নির্ণয় কর ।

ঘ. P ও Q বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

 

৫ কেজি ও ১০ কেজি ভরের দুইটি বন্তু একটি উঁচু দালানের ছাদ থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দেয়া হলো। বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫০০ সেন্টিমিটার ।

ক. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কাকে বলে?

খ. লিফট যখন নিচে নামতে শুরু করে, তখন লিফটযাত্রী নিজেকে হালকা অনুভব করে কেন? ব্যাখ্যা কর।

গ. দেখাও যে, বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল F = 200 G নিউটন, এখানে ‘G’ মহাকর্ষীয় ধ্রুবক।

ঘ. বস্তুদ্বয়কে চাঁদে নিয়ে গেলে তাদের ওজনের সমষ্টি ভিন্ন হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !