যেকোন চাকুরী পরীক্ষায় আসার মতো সাধারণ বিজ্ঞান বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

সাধারন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হল।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন কেমন হয়?
উত্তর -সবচেয়ে বেশি হয়।

চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পৃথিবীর তুলনায় কত?
উত্তর – ৬ ভাগের ১ ভাগ।

বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব বেশি হলে কোনটি কম হয়?
উত্তর -বল কম হয়।

মহাকর্ষ বলের প্রভাবে কোনটি ঘটে?
উত্তর – পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।

পৃথিবী এবং অন্য যেকোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে কি বলে?
উত্তর – অভিকর্ষ।

সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে?
উত্তর -মহাকর্ষ বলে।

ত্বরণ কাকে বলে?
উত্তর -প্রতি সেকেন্ডে কোনো বস্তুর যে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে ।

অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাব পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে?
উত্তর -অভিকর্ষজ ত্বরণ বলে ।

মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে সেখানে কোনটি বেশি?
উত্তর – অভিকর্ষজ ত্বরণও বেশি ফলে ওজনও বেশি হয়।

এ বিশ্বে যেকোনো দুটি বস্তুর মধ্যের আকর্ষণকে কি বলে?
উত্তর -মহাকর্ষ বলে।

মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর – ৯.৮৩ মিটার / সেকেন্ড।

মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ বাড়তে থাকলে কোনটি কমে?
উত্তর – অভিকর্ষজ ত্বরণের মান।

বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলে সেখানে কোনটি কম?
উত্তর -অভিকর্ষজ ত্বরণ।

অভিকর্ষজ ত্বরণ কম হলে আর কি ঘটে?
উত্তর -সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম হয়।

কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
উত্তর – বিষুব অঞ্চলে।

এ বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর -৯.৭৮ মিটার / সেকেন্ড।

হিসেবের সুবিধার জন্য ভূ – পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত ধরা হয়?
উত্তর – ৯.৮ মিটার / সেকেন্ড।

কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রে দিকে আকর্ষণ করে তাকে কি বলে?
উত্তর -বস্তুর ওজন বলে।

কোনো বস্তুর ভারকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করলে ঐ বস্তুর কোনটি পাওয়া যাবে?
উত্তর -ওজন।

ভরের আন্তর্জাতিক একক হলো কি?
উত্তর– কেজি।

১ টনে =?
উত্তর – ১০০০ কেজি।

ওজনের একক কি?
উত্তর- নিউটন।

পৃথিবী পৃষ্ঠে ১০ কেজি ভরের বস্তুর ওজন কত হবে?
উত্তর –১০ × ৯.৮ নিউটন = ৯৮ নিউটন।

বস্তুর ওজন কার উপর নির্ভর করে?
উত্তর -অভিকর্ষজ ত্বরণের উপর।

ভূ – পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন কেমন হতে থেকে?
উত্তর -তত কমতে থাকে।

পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হলে বস্তুর ওজন কেমন হবে?
উত্তর -বস্তুর ওজনও শূন্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !