বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের প্রস্তুতিতে গুরুত্বপুর্ণ কিছু বাংলা শব্দের অর্থ

Preparation BD
By -
0

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মত কিছু বাংলা শব্দের অর্থ দেওয়া হল। যারা মেডিকেল বা যেকোনো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেবে লেখাটি তাদের সহায়ক হবে।

* উপনিবেশ – জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয় , Colon , I

* ক্ষীণদৃষ্টি = সংকীর্ণ দৃষ্টি ।

* কৌতূহলোদ্দীপক = যাতে কোনো অজানা বিষয় জানার আগ্রহ বাড়ে।

* ন্যাক্কারজনক = অত্যন্ত নিন্দনীয় , ধিক্কারজনক।

* বুর্জোয়া বিলাস = মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ ।

* রাখিবন্ধন = শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনের ডান হাতে মঙ্গল কামনায় রাখি বেঁধে দেওয়ার উৎসব।

• সমাজিক প্রকৌশলী = সমাজবিনির্মাণের কারিগর ।

• শভিনিস্টিক = রুশ রাজনৈতিক মতবাদী ।

* হিংস্ৰালয় = হিংস্র প্রাণীর বাসস্থান ।

* গলগ্রন্থি = গলার বন্ধনী ।

* ছাতলা = শ্যাওলা , দেয়ালে জমা পুরনো ময়লা।

* অ্যাদ্দিন = এতোদিন শব্দের কথ্যরূপ ।

* ঠ্যায়রো = দাঁড়াও ।

* ঠাওরালো = মনে করল ।

* চৌরঙ্গী = চার রাস্তার মিলনস্থল ।

* বিরান = জনমানবহীন , পরিত্যক্ত , ফাঁকা।

*খুরপি = মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত একপ্রকার ছোট খন্তা।

*অবরুদ্ধ নিষ্ক্রিয়তা = রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীন ।

* কূটকৌশল = চতুরতা , দুর্বুদ্ধি ।

* বেয়নেট = বন্দুক।

* স্তম্ভিত = হতবাক , বিস্মিত ।

* গোয়েবলস ( ১৮৯৭-১৯৪৫ ) = জার্মানি বংশোদ্ভূত হিটলারের সহযোগী , রাজনিতিতে পতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক ।

* কথিকা = নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা । সঙ্গিন ।

* উত্তরিলা – উপস্থিত হলেন ।

* গাঙ্গিনীর = নদীর ।

* পাটুনী = খেয়াঘাযের মাঝি ।

* ত্বরায় = তাড়াতাড়ি , দ্রুত ।

* বামাস্বর = স্ত্রীকণ্ঠ , মেয়েদের কণ্ঠস্বর ।

* বট = বল ।

* ফেরফার = ছলাকলা , ঘোরপ্যাঁচ ।

* সেঁউতি = নৌকার পানি সেচবার জন্য ব্যবহৃত পাত্র।

* গজগমনে = হস্তীর ন্যায় ধীর ও গুরুগম্ভীর চলন ।

* হের = দেখ ।

* থুয়েছিলা = রেখেছিলে ।

* অষ্টাপদ = সোনা , স্বর্ণ ।

* বরদান = আশীর্বাদ ।

* মীন = মাছ ।

* মোহনা = নদীর যে অংশ সমুদ্রে পড়েছে।

* সতত = সর্বদা ।

* বিরলে = একান্ত নিরিবিলিতে ।

* নিশা = রাত্রি ।

* ভ্রান্তি = ভূল ।

* স্বাধীনতা হীনতা = স্বাধীনতা ব্যতীত ।

* দাসত্ব শৃঙ্খল = পরাধীনতার শৃঙ্খল ।

* কোটিকল্প = অনন্ত কাল , চিরকাল ।

* আত্মনাশ = নিজেদের সর্বনাশ ।

* রণভূমি = যুদ্ধক্ষেত্র ।

* ত্বরা = দ্রুত , তাড়াতাড়ি ।

*দেশহীতে = দেশের কল্যানে , দেশের ভালোর জন্য ।

*কতর স্বরে = দুর্বল কণ্ঠে , করুণাভাবে ।

*দারা = স্ত্রী ।

* বাহ্যদৃশ্যে = বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে । *জীবাত্মা = মানুষের আত্মা ।

* অনিত্য = অস্থায়ী , যা চিরকালেরনয় ।

* আকিঞ্চন = চেষ্টা , আকাঙক্ষা ।

* আশ = আশা ।

* ভবের = জগতের , সংসারের ।

* সমরাঙ্গনে = যুদ্ধক্ষেত্রে ।

* বীর্যবান = শক্তিমান ।

* মহিমা = গৌরব ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !