বিসিএস পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্নোত্তর

Preparation BD
By -
0

বিসিএস পরীক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।যারা বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করছি আপনাদের কাজে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক।

বাংরাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে ?
উত্তর-১৪টি।

রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর-কামরুল হাসান।

রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উত্তর-এ.এন.এ সাহা।

৯৪ ( ২ )ধারা মোতাবেক সুপ্রিমকোর্টের বিচারপতি কতজন?
উত্তর-১১ জন।

কত সালে আমগাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষনা?
উত্তর-২০১০ সালের ১৪ ডিসেম্বর।

কত সালে বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহন করে ?
উত্তর-১৯৭৯ সালে।

৬ষ্ঠ আইসিসি ট্রফিতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় কত সালে?
উত্তর-১৯৯৭ সালে।

বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর-গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।

উপমহাদেশে রাজস্ব বোর্ড কোথায় স্হাপন করা হয় ?
উত্তর-ওয়ারেন হেস্টিংস।

ছোট ও বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর-চাপাইনবাবগঞ্জে।

ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর–আলাউদ্দিন হোসেন শাহ্

বড় সোনা মসজিদ নির্মাণ করেন কে?
উত্তর–নুসরত শাহ্ । ⇒ দুইটা মসজিদই সুলতানি আমলে।

কত সালে বাংলাদেশ প্রথম NAM সম্মেলনে যোগদেয়?
উত্তর – ১৯৯৩

মুক্তিযুদ্ধ স্বারক ভাস্কর্য নাম যুক্ত করেন কোন বাঙালী?
উত্তর–রশিদ আহমেদ

বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
উত্তর–হাকালুকি হাওড়। সিলেট ও মৌলভীরবাজার।

বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর-চলন বিল।

মুক্তিযুদ্ধের উপর লেখা আমার কিছু কথা-বইটি কে লিখেছেন?
উত্তর–বঙ্গবন্ধু।

শুভ বর্ণালী ও শুভ্র কিসের নাম?
উত্তর-উন্নত জাতের ভুট্টার নাম ।

প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার আছে কোন সংবিধানে?
উত্তর-সংবিধান -১২২ (১)

গাম্ভীরা কোন জেলায় সঙ্গীত?
উত্তর–রাজশাহী অঞ্চলের লোক সঙ্গীত

নাফ নদীর দৈর্ঘ্য কত?
উত্তর-৫৬ কিঃমিঃ

বিধবা বিবাহ আইন প্রণয়ন হয় কত সালে?
উত্তর-১৯৫৬ সাল ২৬ জুলাই।

মারমা জাতি কোথায় বাস করে?
উত্তর-চট্টগ্রামের চিম্বুক পাহাড়ের পাদদেশে

এদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কি?
উত্তর-সাংড়াই ।

বাংলাদেশ কয়বার জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হয়?
উত্তর-দুইবার ১৯৮৬ (৪১ তম অধিবেশন) আর ১৯৯৯ সালে।

সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তি কে?
উত্তর – হুমায়ন রশীদ চৌধুরি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !