বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারি হবে। ইনশাল্লাহ!
প্রাচীন ও মধ্যযুগ
প্রশ্ন : ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ গ্রন্থে যে কয়টি পুথি সংকলিত হয়েছে
উত্তর : ৪টি।
প্রশ্ন : ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন-
উত্তর : বিজয়চন্দ্র মজুমদার।
প্রশ্ন : মধ্যযুগের বাংলা সাহিত্যে যে ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম-
উত্তর : শ্রীচৈতন্যদেব।
আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ
প্রশ্ন : রাজা লক্ষ্মণ সেন ও শেখ জালালুদ্দীন তাবরেজির অলৌকিক কাহিনি অবলম্বনে রচিত–
উত্তর : সেক শুভােদয়া।
প্রশ্ন : ‘বেহুলা’ চরিত্রটি পাওয়া যায়—
উত্তর : মনসামঙ্গল কাব্যে।
প্রশ্ন : ‘লায়লী-মজনু’ কাহিনীর মূল উৎস—
উত্তর : আরবি লােকগাথা।
আধুনিক যুগ (১৮০০-বর্তমান)
প্রশ্ন : উইলিয়াম কেরি রচিত ‘কথােপকথন’, গ্রন্থ শ্রীরামপুর মিশ্রন থেকে প্রকাশিত হয়—
উত্তর : ১৮০১ সালে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস—
উত্তর : একটি কালাে মেয়ের কথা।
প্রশ্ন : ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা
উত্তর : আবদুল্লাহ আল মামুন।
প্রশ্ন : বাংলা একাডেমির প্রথম মহিলা মহাপরিচালক
উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
প্রশ্ন : ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক—
উত্তর : সুকুমার রায়।
প্রশ্ন : “পদ্মিনী উপাখ্যান’ কাব্যগ্রন্থের রচয়িতা
উত্তর : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা—
উত্তর : ছােটগল্প।
প্রশ্ন : ‘শকুন’ গল্পের রচয়িতা
উত্তর : হাসান আজিজুল হক।
প্রশ্ন : ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রটির পরিচালক
উত্তর : মােরশেদুল ইসলাম।
আরো পড়ুন : Current Affairs February 2022 কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২
প্রশ্ন : রামায়ণের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন—
উত্তর : কালমৃগয়া।
প্রশ্ন : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন—
উত্তর : বীরভূমের লাভপুর গ্রামে।
প্রশ্ন : Bangladesh at War গ্রন্থের রচয়িতা–
উত্তর : এস এম সফিউল্লাহ।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া প্রথম গ্রন্থ
উত্তর : যুগবাণী।
প্রশ্ন : ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটির রচয়িতা
উত্তর : গােবিন্দ হালদার।
প্রশ্ন : ‘জরাসন্ধ’ ছদ্মনামে লিখতেন যে ও সাহিত্যিক
উত্তর : চারুচন্দ্র চক্রবর্তী।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত অতিপ্রাকৃত ছােটগল্প—
উত্তর : ক্ষুধিত পাষাণ।