বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

Preparation BD
By -
0

বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাক-প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ, অডিটর ও জুনিয়র অডিটর, সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদ, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদ ও পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। তো চলুন পড়ে নেওয়া যাক-

বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : আলাওলের ‘তােহফা’ গ্রন্থটির বিষয়বস্তু
উত্তর : ধর্মীয় নীতিকথা।

প্রশ্ন : ‘তুমি এতক্ষণ কী করেছ?’-এ বাক্যের ‘কী’ যে পদ
উত্তর : বিশেষ্য।

প্রশ্ন : কবি চণ্ডীদাস যে আমলের কবি
উত্তর : সুলতানি আমল।

প্রশ্ন : ‘দরিদ্র’ শব্দটির বিশেষ্য পদ
উত্তর : দারিদ্র্য।

আরো পড়ুন : বিসিএস প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের যে কবিতাটি শতবর্ষ (২০২২ সালে) পূর্ণ করেছে
উত্তর : বিদ্রোহী।

প্রশ্ন : ‘বারাে-সতেরাে’ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে
উত্তর : খুঁটিনাটি।

প্রশ্ন : ‘আগুন পাখি’ (২০০৬) উপন্যাসটির রচয়িতা-
উত্তর : হাসান আজিজুল হক।

প্রশ্ন : ‘গরমিল’ শব্দটিতে ‘গর’ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে
উত্তর : অভাব অর্থে।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে যে কবি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন
উত্তর : শামসুর রাহমান।

প্রশ্ন : বাংলা ব্যাকরণে বিরামচিহ্ন বা যতিচিহ্নের সংখ্যা
উত্তর : ১২টি।

প্রশ্ন : বৈষ্ণব সাহিত্যধারা যে যুগের সৃষ্টি
উত্তর : মধ্যযুগের।

প্রশ্ন : ‘সৃষ্টিকর্তা তােমার মঙ্গল করুন।’ যে ধরনের বাক্য
উত্তর : অনুজ্ঞাসূচক বাক্য।

প্রশ্ন : চর্যাপদে যে শ্রেণির মানুষের চিত্র অধিক মাত্রায় চিত্রিত হয়েছে
উত্তর : দরিদ্র শ্রেণির।

প্রশ্ন : ‘Flora’-এর পারিভাষিক শব্দ
উত্তর : উদ্ভিদকুল।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক
উত্তর : স্বর্ণকুমারী দেবী।

প্রশ্ন : শরতের পরে আসে বসন্ত। বাক্যটিতে পরে অনুসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে
উত্তর : দীর্ঘ বিরতি অর্থে।

বাংলা ভাষা ও সাহিত্য থেকে আরো কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : শাক্তপদাবলির আদি ও শ্রেষ্ঠ কবি
উত্তর : রামপ্রসাদ সেন।

প্রশ্ন : কোনাে নামবাচক শব্দে বিভক্তি যুক্ত না হলে বিভক্তিহীন শব্দটিকে বলে
উত্তর : প্রাতিপদিক।

প্রশ্ন : ‘মধুসূদন’ রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসের নায়ক
উত্তর : যােগাযােগ (১৯২৯)।

আরো পড়ুন : বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ‘বিপদে মােরে রক্ষা কর’—বাক্যটির ‘বিপদে’ শব্দটির কারক ও বিভক্তি
উত্তর : অপাদান কারকে সপ্তমী।

প্রশ্ন : ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ –পঙক্তির রচয়িতা
উত্তর : হেলাল হাফিজ।

প্রশ্ন : পরের ‘ই’-কার বা ‘উ’-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে বলে
উত্তর : অপিনিহিতি।

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহার করেন
উত্তর : ‘পদ্মাবতী’ নাটকে।

প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণের সংখ্যা-
উত্তর : ১টি।

প্রশ্ন : ‘Let there be Light’ জহির রায়হানের
উত্তর : ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র।

প্রশ্ন : শব্দতত্ত্বের অপর নাম হলাে
উত্তর : রূপতত্ত্ব।

প্রশ্ন : চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম
উত্তর : ঘরে-বাইরে (১৯১৬)।

প্রশ্ন : বন+পতি = বনস্পতি যে সন্ধির উদাহরণ
উত্তর : নিপাতনে সিদ্ধ সন্ধি।

প্রশ্ন : পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ-
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন : ‘আর কত খেলা খেলবে?’—বাক্যটির ‘খেলা’ কর্মটিকে বলা হয়
উত্তর : সমধাতুজ কর্ম।

প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ সম্পাদনা করেন
উত্তর : হাসান হাফিজুর রহমান।

প্রশ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলাে বিচ্ছিন্ন করে দেখানাের জন্য ব্যবহৃত হয়
উত্তর : হাইফেন।

প্রশ্ন : সব্যসাচী লেখক হিসেবে পরিচিত
উত্তর : সৈয়দ শামসুল হক।

প্রশ্ন : ‘পকেটমার’ শব্দটি যে যে ভাষার শব্দযােগে গঠিত হয়েছে
উত্তর : ইংরেজি ও বাংলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !