Current Affairs January 2022 || কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২২

Preparation BD
By -
0

Current Affairs January 2022 || কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২২ থেকে গুরুত্বপূর্ণ ‍কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারি হবে।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বীর মুক্তিযােদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Heroic Freedom Fighter.

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে?
উত্তর : পিটার ডি. হাস।

প্রশ্ন : ১২ ডিসেম্বর ২০২১ কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (GIFS) আঞ্চলিক অফিস কোথায় চালু হয়?
উত্তর : ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (BARC)।

প্রশ্ন : সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা আরবি ভাষা শিক্ষাকেন্দ্র কোথায় স্থাপিত হবে?
উত্তর: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন : ৫ ডিসেম্বর ২০২১ সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ভাস্কর্য উদ্বোধন করা হয়?
উত্তর: বজ্রকণ্ঠ।

Current Affairs January 2022 || কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২২

প্রশ্ন : ১৩ ডিসেম্বর ২০২১ কোন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়?
উত্তর : তুরস্কের রাজধানী আঙ্কারায়।

প্রশ্ন : ১১ ডিসেম্বর ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে মনােনীত হন কে?
উত্তর : অধ্যাপক সনকুমার সাহা।

প্রশ্ন : ১ ডিসেম্বর ২০২১ কোন মসজিদটি UNESCO’র অ্যাওয়ার্ড অব মেরিট’ ক্যাটাগরিতে স্বীকৃতি পায়?
উত্তর : ঢাকার কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ।

প্রশ্ন : দেশে পরীক্ষামূলক পঞ্চম প্রজন্মের মােবাইল নেটওয়ার্ক সেবা (5G) চালু হয় কবে?
উত্তর : ১২ ডিসেম্বর ২০১১।

প্রশ্ন : খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা, ২০২১ কবে কার্যকর হবে?
উত্তর : ৩১ ডিসেম্বর ২০১২।

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২১

প্রশ্ন : বর্তমানে দেশে কতটি টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে?
উত্তর : ১০টি (এছাড়া ৪১টি টেক্সটাইল ভােকেশনাল ইনস্টিটিউট রয়েছে)।

প্রশ্ন : ৯ ডিসেম্বর ২০২১ জাতিসংঘ ফাউন্ডেশনের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রশ্ন : ২০২০ সালের বাংলাদেশ ব্যাংক পুরস্কার লাভ করেন কে?
উত্তর : অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ সম্প্রচারে যায় কবে?
উত্তর : ১৯ ডিসেম্বর ২০১১।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ইন্টারপােলের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত); দায়িত্ব গ্রহণ ২৫ নভেম্বর ২০১১।

প্রশ্ন : চিলির নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : গ্যাব্রিয়েল বােরিক।

প্রশ্ন : বিশ্বের প্রথম অক্টোপাসের খামার তৈরি হচ্ছে কোন দেশে?
উত্তর : স্পেনে।

প্রশ্ন : ১৪ ডিসেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বাহিনীতে (NYPD) প্রথম নারী প্রধান হিসেবে নিয়ােগ পান কে?
উত্তর : কিচ্যান্ট সিওয়েল।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে ভার্চুয়ালি সামিট ফর ডেমােক্রেসি বা গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : ৯-১০ ডিসেম্বর ২০১১।

প্রশ্ন : ২০২১ সালের ডিসেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ অর্থ কী?
উত্তর: ‘উদার’ বা ‘মহান।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনােদন এবং মিডিয়া গ্রুপ ওয়াল্ট ডিজনির প্রথম নারী চেয়ারম্যান কে?
উত্তর: সুসান আর্নোল্ড।

প্রশ্ন: ১১ ডিসেম্বর ২০২১ সংযুক্ত আরব আমিরাতের কোন শহরের সরকার ব্যবস্থাকে শতভাগ কাগজহীন হিসেবে ঘােষণা দেওয়া হয়?
উত্তর : দুবাই।

প্রশ্ন : ২০২৩ সালের বিশ্ব পর্যটন রাজধানী কোনটি?
উত্তর : সমরখন্দ, উজবেকিস্তান।

প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ৬৭টি দেশ পরিষেবা বাণিজ্যের সুবিধার্থে ঐতিহাসিক চুক্তিতে পৌছে কবে?
উত্তর : ২ ডিসেম্বর ২০১১।

প্রশ্ন : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের উন্নয়নে নীতি এবং মূল্যবােধ অনুসরণে UNESCO কবে ঐতিহাসিক চুক্তিতে পৌছে?
উত্তর : ২৫ নভেম্বর ২০১১।

আরো পড়ুন : Current Affairs December 2021 PDF | কারেন্ট অ্যফেয়ার্স ডিসেম্বর ২০২১

প্রশ্ন : বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক বিমানের নাম কী?
উত্তর : স্পিরিট অব ইনােভেশন।

প্রশ্ন : চতুর্থ শিল্প বিপ্লব কী নামে পরিচিত?
উত্তর : Industry 4.01

প্রশ্ন: চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি কবে কোথায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়?
উত্তর: ১ এপ্রিল ২০১৩; জার্মানি। সূত্র : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ক্রোড়পত্র, ৪ ডিসেম্বর ২০২১]

প্রশ্ন :২০২১ সালের নভেম্বরে করােনা ভাইরাসের নতুন কোন রূপান্তরিত ধরন শনাক্ত হয়?
উত্তর: ওমিক্রন।

প্রশ্ন : অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : অভিবাসী পাঠানােয় শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ভারত।

প্রশ্ন : অভিবাসী পাঠানােয় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ষষ্ঠ।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন :২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : বাংলাদেশের নারী ক্রিকেট দল প্রথমবারের মতাে কোন বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে?
উত্তর : দ্বাদশ আসরে; অনুষ্ঠিত হবে ৪ মার্চ ৩ এপ্রিল ২০২২, নিউজিল্যান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !