Thursday, June 1, 2023
প্রচ্ছদপদক ও পুরস্কার৯৫তম অস্কার ২০২৩

৯৫তম অস্কার ২০২৩

- Advertisement -

১২ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ২৩টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া আলোচিত চলচ্চিত্র এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস সর্বোচ্চ ৭টি পুরস্কার লাভ করে।

বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের তালিকা—

  • চলচ্চিত্র : এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
  • পরিচালক : ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
  • অভিনেত্রী : মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
  • অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
  • পার্শ্ব চরিত্রে অভিনেত্রী : জেমি লি · কার্টিস (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
  • পার্শ্ব চরিত্রে অভিনেতা : কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
  • আন্তর্জাতিক সিনেমা : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
  • স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র : দ্য এলিফ্যান্ট হুইসপারস (ভারত)
  • তথ্যচিত্র : নাভালনি (যুক্তরাষ্ট্র)

আরো পড়ুন

  • মৌলিক গান : নাটু নাটু (আরআরআর)
  • মৌলিক আবহসংগীত : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  • পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র : গুয়ের্মো দেল তোরো পিনোচিও
  • স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র : দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
  • লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অ্যান আইরিশ গুডবাই
  • অ্যাডাপ্টেড চিত্রনাট্য : ওমেন টকিং
  • মৌলিক চিত্রনাট্য : এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
  • প্রোডাকশন ডিজাইন : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  • চিত্রগ্রহণ : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  • কস্টিউম ডিজাইন : ব্ল্যাক প্যান্থার : ওকান্ডা ফরএভার
  • ভিজুয়্যাল ইফেক্টস : অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার
  • সম্পাদনা : এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
  • মেকআপ ও চলসজ্জা : দ্য হোয়েল
  • অ্যাচিভমেন্ট ইন সাউন্ড : টপ গান : ম্যাভেরিক

অস্কারের ইতিহাসে প্রথম এশিয়ান নারী অভিনেত্রীর পুরস্কার পান চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার মিশেল ইয়ো। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ চলচ্চিত্রের ‘জয় হো’ গানটির জন্য অস্কার লাভ করেন এ আর রাহমান। ১৪ বছর পর দ্বিতীয় ভারতীয় গান পেল অস্কার। তেলুগু ‘আরআরআর’ চলচ্চিত্রের ‘নাটু নাটু’ পেল মৌলিক গানের অস্কার।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য