১২ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। ২৩টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। ১১ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া আলোচিত চলচ্চিত্র এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস সর্বোচ্চ ৭টি পুরস্কার লাভ করে।
বিভিন্ন ক্যাটাগরিতে জয়ীদের তালিকা—
- চলচ্চিত্র : এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
- পরিচালক : ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- অভিনেত্রী : মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- অভিনেতা : ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
- পার্শ্ব চরিত্রে অভিনেত্রী : জেমি লি · কার্টিস (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- পার্শ্ব চরিত্রে অভিনেতা : কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- আন্তর্জাতিক সিনেমা : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
- স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র : দ্য এলিফ্যান্ট হুইসপারস (ভারত)
- তথ্যচিত্র : নাভালনি (যুক্তরাষ্ট্র)
আরো পড়ুন
- ২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি
- স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩
- ভুটান-বাংলাদেশ ট্রানজিট চুক্তি
- সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023
- মৌলিক গান : নাটু নাটু (আরআরআর)
- মৌলিক আবহসংগীত : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
- পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র : গুয়ের্মো দেল তোরো পিনোচিও
- স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র : দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
- লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : অ্যান আইরিশ গুডবাই
- অ্যাডাপ্টেড চিত্রনাট্য : ওমেন টকিং
- মৌলিক চিত্রনাট্য : এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
- প্রোডাকশন ডিজাইন : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
- চিত্রগ্রহণ : অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
- কস্টিউম ডিজাইন : ব্ল্যাক প্যান্থার : ওকান্ডা ফরএভার
- ভিজুয়্যাল ইফেক্টস : অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার
- সম্পাদনা : এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
- মেকআপ ও চলসজ্জা : দ্য হোয়েল
- অ্যাচিভমেন্ট ইন সাউন্ড : টপ গান : ম্যাভেরিক
অস্কারের ইতিহাসে প্রথম এশিয়ান নারী অভিনেত্রীর পুরস্কার পান চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার মিশেল ইয়ো। ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ চলচ্চিত্রের ‘জয় হো’ গানটির জন্য অস্কার লাভ করেন এ আর রাহমান। ১৪ বছর পর দ্বিতীয় ভারতীয় গান পেল অস্কার। তেলুগু ‘আরআরআর’ চলচ্চিত্রের ‘নাটু নাটু’ পেল মৌলিক গানের অস্কার।