৭ এপ্রিল ১৯৭৩ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। সেই হিসাবে ৭ এপ্রিল ২০২৩ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি।
সংসদের ইতিহাস
বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি গভর্নমেন্ট অব ইন্ডিয়া এ্যাক্ট, ১৯৩৫ এর অধীনে ১৯৩৭ সালের নির্বাচনের মাধ্যমে ২৫০ জন সদস্যের সমন্বয়ে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠিত হয় এবং ৭ এপ্রিল ১৯৩৭ কলকাতায় প্রথম অধিবেশন শুরু হয়। বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার ছিলেন খান বাহাদুর এম আজিজুল হক এবং ডেপুটি স্পিকার এম আশরাফ আলী। বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির পরবর্তী সাধারণ নির্বাচন ১৯৪৬ সালে অনুষ্ঠিত হয় এবং ৩ ফেব্রুয়ারি ১৯৪৭ কলকাতায় বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম অধিবেশন শুরু হয়। নুরুল আমিন স্পিকার এবং তোফাজ্জল আলী এডভোকেট, ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি
১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ১৯৪৬ সালে অনুষ্ঠিত বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনে পূর্ববঙ্গ এবং আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির সিলেট জেলা থেকে নির্বাচিত মোট ১৭১ জন সদস্যের সমন্বয়ে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠিত হয়। ২৯ মার্চ ১৯৪৮ ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম অধিবেশন ঢাকার জগন্নাথ হলে শুরু হয়। ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন যথাক্রমে আব্দুল করিম এবং নাজমুল হক।
আরো পড়ুন
- ২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি
- স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩
- ভুটান-বাংলাদেশ ট্রানজিট চুক্তি
- সাম্প্রতিক ৫০টি এমসিকিউ সাধারণ জ্ঞান এপ্রিল ২০২৩
- কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৩ || Current Affairs April 2023
৩ মার্চ ১৯৫৪ ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট আসন সংখ্যা ছিল ৩০৯। ঢাকার রমনাস্থ অ্যাসেম্বলি হাউজে (জগন্নাথ হল) ৫ আগস্ট ১৯৫৫ প্রথম অধিবেশন শুরু হয়। আব্দুল হাকিম, স্পিকার এবং শাহেদ আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ১৯৬২ সালে ইস্ট পাকিস্তান লেজিসলেটিভ অ্যাসেম্বলির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন ৯ জুন ১৯৬২ শুরু হয়। আব্দুল হামিদ চৌধুরী স্পিকার নির্বাচিত হন। জমির উদ্দিন প্রধান ডেপুটি স্পিকার (সিনিয়র) এবং মো. মশিহুল আজম খান ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
বাংলাদেশ জাতীয় সংসদ
মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশের অভ্যুদয় হয়। ৭ ডিসেম্বর ১৯৭০ এবং ১৭ জানুয়ারি ১৯৭১ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদের ১৬৯ জন সদস্য এবং পূর্ব পাকিস্তান আইন পরিষদের ৩০০ জন সদস্য অর্থাৎ সর্বমোট ৪৬৯ জন সদস্যের সমন্বয়ে প্রভিশনাল কন্সস্টিটিউশন অব বাংলাদেশ অর্ডার, ১৯৭২ এর অধীনে বাংলাদেশ গণ-পরিষদ গঠিত হয়।
গণ-পরিষদের প্রথম অধিবেশন ১০ এপ্রিল ১৯৭২ ঢাকার তেজগাঁওস্থ সংসদ ভবনে শুরু হয়। গণ-পরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ্ আবদুল হামিদ এবং ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ্ । ৭ মার্চ ১৯৭৩ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ঢাকার তেজগাঁওস্থ জাতীয় সংসদ ভবনে ৭ এপ্রিল ১৯৭৩ । প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মোহাম্মদ উল্লাহ্ এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন মোহাম্মদ বায়তুল্লাহ।
জাতীয় সংসদ
- বাংলাদেশের আইনসভা : এককক্ষ বিশিষ্ট
- আইনসভার নাম > বাংলায় : জাতীয় সংসদ
- ইংরেজিতে : House of the Nation
- সাধারণত সংসদ (Parliament) নামে পরিচিত । সদস্য সংখ্যা ৩৫০ (যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত
- সংসদের মেয়াদকাল : ৫ বছর।
প্রথম অধিবেশন
- অধিবেশন শুরু : ৭ এপ্রিল ১৯৭৩ (শনিবার)
- শেষ : ১৯ এপ্রিল ১৯৭৩
- কার্যদিবস : ৭
- সংসদ নেতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপনেতা : সৈয়দ নজরুল ইসলাম
- স্পিকার : মোহাম্মদ উল্লাহ্
- ডেপুটি স্পিকার : মোহাম্মদ বায়তুল্লাহ
- চিফ হুইপ : শাহ মোয়াজ্জেম হোসেন
- সভাপতিমণ্ডলীর সদস্য : আসাদুজ্জামান খান, এম শওকত আলী খান, চিত্তরঞ্জন সুতার, বেগম নূরজাহান মুরশিদ ও শামসুল হক চৌধুরী
- অধিবেশন বসে : পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা
বিশেষ অধিবেশন
জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালের এপ্রিলে বিশেষ অধিবেশন বসবে। ৫ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দ্বিতীয় সংসদের সপ্তম অধিবেশন। যা ১০ জুলাই ১৯৮১ শেষ হয় ।
বর্তমান সংসদ ভবন
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ ভবন ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত । ১২ ফেব্রুয়ারি ১৯৮২ বর্তমান সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে। এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম বা শেষ অধিবেশন। এরপর থেকেই আইন প্রণয়ন এবং সরকারি কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র হিসেবে এ ভবন ব্যবহার হয়ে আসছে।
- ভবনের উচ্চতা : ১৫৫ ফুট ৮ ইঞ্চি
- সংসদ কক্ষের উচ্চতা : ১২২ ফুট
- লিফট : ২৪টি
- সিঁড়ি : ৫০ টি
- টয়লেট : ৩৪০টি
- দরজা : ১৬৩৫টি
- জানালা : ৩৩৫টি
- পার্টিশন : ২২৮টি
- ফার্নিচার : : ২০০০ সিএফটি
- নির্মিত ফার্নিচার : ২৫০০ সিএফটি
- স্টিল ফার্নিচার : ১০০০০ এস এফ টি
- প্রস্তাবিত খরচ : ৪ কোটি ৮৬ লাখ টাকা (১৯৬৫)
- প্রথম রিভাইজড : ৩৩ কোটি ৯২ লাখ টাকা (১৯৭৭)
- দ্বিতীয় রিভাইজড : ৮৪ কোটি ৩৫ লাখ টাকা (১৯৮০)
- সংশোধিত রিভাইজড : ১২৮ কোটি ৯৫ লাখ টাকা
- বার্ষিক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা খরচ : প্রায় ৫২৫ কোটি টাকা (১৯৯৫)
লুই আই কান
২০ ফেব্রুয়ারি ১৯০১-১৭ মার্চ ১৯৭৪
লুই ইসাডোর কান (Louis Isadore Kahn) বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি। তিনি এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯০৪ সালে তার পিতা লিওপোল্ড কান যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। দু-বছরের মাথায় মা বার্থা কানও তিন ছেলে-মেয়ে নিয়ে আটলান্টিক পাড়ি দেন; স্বামীর কাছে এসে নতুন করে সংসার শুরু করেন। লুই কান ১৯২৪ সালে পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে স্থাপত্যে স্নাতক শেষ করে ফিলাডেলফিয়ায় তিনি তার কর্ম জীবন শুরু করেন।
১৯৩২ সালে আরেক স্থপতি ডোমিনিক বারনিনজারের সঙ্গে আর্কিটেকচারাল রিসার্চ গ্রুপ গড়ে তোলেন। এ সময় তিনি জন মলিটর, জর্জ লুই, অস্কার স্টনোরোবর মতো সে সময়ের নামকরা স্থপতিদের সঙ্গে কাজ শুরু করেন। ভিনদেশি এক মানুষ হয়ে ও লুই আই কান বাংলাদেশের মানুষের কাছে পরিচিত এক নাম। এর পেছনে রয়েছে লুই কানের অমর কীর্তি – ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন । লুই আই কান ভবন কমপ্লেক্সটির নকশা প্রণয়নের দায়িত্ব পান। ১৯৬২ সালে মূল নকশা প্রস্তুত হয়।
বাংলাদেশের জাতীয় সংসদ
সংসদ | শুরু | শেষ | সময়কাল | অধিবেশন | কার্যদিবস | বিল পাস | সংবিধান সংশোধনী |
নারী সংরক্ষিত আসন |
প্ৰথম | ৭ এপ্রিল ১৯৭৩ | ৬ নভেম্বর ১৯৭৫ | ২ বছর ৬ মাস | ৮ | ১৩৪ | ১৫৪ | 8 | ১৫ |
দ্বিতীয় | ২ এপ্রিল ১৯৭৯ | ২৪ মার্চ ১৯৮২ | ২ বছর ১১ মাস | ৮ | ২০৬ | ৬৫ | ২ | ৩০ |
তৃতীয় | ১০ জুলাই ১৯৮৬ | ৬ ডিসেম্বর ১৯৮৭ | ১ বছর ৫ মাস | 8 | ৭৫ | ৩৯ | ১ | ৩০ |
চতুর্থ | ২৫ এপ্রিল ১৯৮৮ | ৬ ডিসেম্বর ১৯৯০ | ২ বছর ৭ মাস | ৭ | ১৬৮ | ১৪২ | ৩ | ছিল না |
পঞ্চম | ৫ এপ্রিল ১৯৯১ | ২৪ নভেম্বর ১৯৯৫ | ৪ বছর ৮ মাস | ২২ | 800 | ১৭৩ | ২ | ৩০ |
ষষ্ঠ | ১৯ মার্চ ১৯৯৬ | ৩০ মার্চ ১৯৯৬ | ১২ দিন | ১ | 8 | ১ | ১ | ৩০ |
সপ্তম | ১৩ জুলাই ২০০১ | ১৪ জুলাই ১৯৯৬ | ৫ বছর | ২৩ | ৩৮২ | ১৯১ | – | ৩০ |
অষ্টম | ২৮ অক্টোবর ২০০১ | ২৭ অক্টোবর ২০০৬ | ৫ বছর | ২৩ | ৩৭৩ | ১৮৫ | ১ | ৪৫ |
নবম | ২৫ জানুয়ারি ২০০৯ | ২৪ জানুয়ারি ২০১৪ | ৫ বছর | ১৯ | ৪১৮ | ২৭১ | ১ | ৫০ |
দশম | ২৯ জানুয়ারি ২০১৪ | ২৮ জানুয়ারি ২০১৯ | ৫ বছর | ২৩ | ৪১০ | ১৯৩ | ২ | ৫০ |
একাদশ | ৩০ জানুয়ারি ২০১৯ | – | – | – | – | – | – | ৫০ |