বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদঅন্যান্য২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি

২০২৩ সালের মার্চে আমরা যাদের হারিয়েছি

- Advertisement -

মাসুম বাবুল (৩১ ডিসেম্বর ১৯৬২-৬ মার্চ ২০২৩) :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক। চার দশকের ক্যারিয়ারে ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন। ১৯৯৩ সালে ‘দোলা’, ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

জ্যঁ ফন্তেইন (১৮ আগস্ট ১৯৩৩-১ মার্চ ২০২৩) :

কিংবদন্তি ফরাসি ফুটবলার। ফ্রান্সের জার্সি গায়ে ১৯৫৩ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ফুটবল মাঠে দাপট দেখিয়েছেন। ফন্তেইন ফরাসিদের হয়ে ২১ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে গোল দিয়েছেন ৩০টি। তার ফুটবল নৈপুণ্যে লেস ব্লুস শিবির ১৯৫৮ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে। ১৯৫৮ বিশ্বকাপের পারফরম্যান্সের সুবাদে ইতিহাসের পাতায় অমরত্ব পান তিনি। ঐ আসরে করেন ১৩ গোল । এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল তার । ১৯৭৩-৭৬ সাল পর্যন্ত ছিলেন পিএসজির কোচ। মরক্কোতে জন্ম নেওয়া ফন্তেইন ১৯৭৯-৮১ সাল পর্যন্ত ছিলেন দেশটির জাতীয় দলের কোচ ।

সতীশ কৌশিক (১৩ এপ্রিল ১৯৫৬-৯ মার্চ ২০২৩) :

বলিউডের পরিচালক ও অভিনেতা। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। পরবর্তীকালে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবি পরিচালনা করেন তিনি।

আরো পড়ুন

খালেকুজ্জামান (২ জানুয়ারি ১৯৫০-২১ মার্চ ২০২৩) :

মুক্তিযোদ্ধা ও অভিনেতা। তার জন্ম বগুড়ার শান্তাহারে। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন ।

- Advertisement -

কেনজাবুরো ওয়ে (৩১ জানুয়ারি ১৯৩৫-৩ মার্চ ২০২৩) :

নোবেল পুরস্কারজয়ী জাপানের সাহিত্যিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ- পরবর্তী সময়ে জাপানের কঠিন দিনগুলোতে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কেনজাবুরোর। ১৯৫৮ সালে কেনজাবুরোর প্রথম উপন্যাসিকা Shiiku প্রকাশিত হয়। ২৩ বছর বয়সে লেখা এ উপন্যাসিকা তাকে আকুতাগাওয়া পুরস্কার এনে দেয়। একই বছরে নিজের প্রথম উপন্যাস Memushiri kouchi প্রকাশ করেন তিনি। ১৯৯৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি নোবেল পুরস্কার পাওয়া দ্বিতীয় জাপানি সাহিত্যিক।

সেতারা মূসা (১৯৪০-১৪ মার্চ ২০২৩) :

প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী । সেতারা মূসার জন্ম তার নানার বাড়ি কুমিল্লার লাকসামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করেন তিনি । কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন। তিনি প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা।

জেড এইচ মিন্টু (মৃত্যু : ১০ মার্চ ২০২৩) :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক, প্রযোজক, পরিচালক। ‘পোস্ট মাস্টার ৭১’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ।

শামীম শিকদার (২২ অক্টোবর ১৯৫২-২১ মার্চ ২০২৩) :

ভাস্কর ও চারুকলা ইনস্টিটিউটের (বর্তমান চারুকলা অনুষদ) ভাস্কর্য বিভাগের সাবেক অধ্যাপক। তিনি বগুড়ার মহাস্থানগড়ের চিংগাশপুর গ্রামে জন্মগ্রহণ করেন । শামীম শিকদার সিমেন্ট, ব্রোঞ্জ, কাঠ, প্লাস্টার অব প্যারিস, কাদা, কাগজ, স্টীল ও গ্লাস ফাইবারের মাধ্যমে কাজ করেন । তিনি ২০০০ সালে একুশে পদক লাভ করেন। তিনি পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের বোন ।

  • গুরুত্বপূর্ণ ভাস্কর্য> ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য | স্বোপার্জিত স্বাধীনতা | স্বামী বিবেকানন্দ | স্ট্রাগলিং ফোর্স | স্বাধীনতা সংগ্রাম (‘স্বাধীনতা সংগ্রাম’ নিয়ে তার বানানো ১১৬টি ভাস্কর্য রয়েছে) ।
  • উল্লেখযোগ্য গ্রন্থ > Inner Truth of Sculpture: A Book on Sculpture | Sculpture Coming from Heaven (2000).
- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য