রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদপ্রশ্ন সমাধান২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান

২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান

- Advertisement -

২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ গ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। কোন বিষয়ের উপর আপনার লেখা প্রয়োজন কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।

২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৮০+ সাধারণ জ্ঞান

প্রশ্ন : বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
উত্তর : ৮৮°০১’ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ ৷

প্রশ্ন : বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
উত্তর : পুণ্ড্র।

- Advertisement -

প্রশ্ন : বাংলাদেশে ব-দ্বীপ মহাপরিকল্পনা ২১০০ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে?
উত্তর : নেদারল্যান্ড।

প্রশ্ন : বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
উত্তর : ফেনী

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষাবোর্ড রয়েছে?
উত্তর : ১১টি।

প্রশ্ন : ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে “বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য” হিসেবে ঘোষণা করে?
উত্তর : ৩০শে অক্টোবর, ২০১৭ সাল।

প্রশ্ন : “বর্ধমান হাউজ” কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা ।

প্রশ্ন : দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?
ক) সন্দ্বীপ
খ) হাতিয়া
গ) মনপুরা
ঘ) সোনাদিয়া
[Note : সঠিক উত্তর হবে মাতারবাড়ী ।]

- Advertisement -

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
উত্তর : EU !

প্রশ্ন : প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর : ক্লিপবোর্ড।

প্রশ্ন : “আলোর কণা” তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : আইজাক নিউটন।

প্রশ্ন : কোন শহরটি “বিগ অ্যাপেল” নামে পরিচিত?
উত্তর : নিউইয়র্ক।

প্রশ্ন : আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
উত্তর : লুব্ধক ।

- Advertisement -

প্রশ্ন : আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন?
উত্তর : ১৯৬৯ সন।

প্রশ্ন : ঢাকার ধোলাইখাল কে খনন করেন?
উত্তর : ইসলাম খান ।

প্রশ্ন : ইউনেস্কো করে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
উত্তর : ১৯৯৭ সাল।

প্রশ্ন : ‘ভেটো’ কথাটি কোন শব্দ থেকে আগত?
উত্তর : ল্যাটিন ।

প্রশ্ন : ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
উত্তর : জিব্রাল্টার ।

প্রশ্ন : “War and Peace” উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : লিও টলস্টয়।

প্রশ্ন : কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
উত্তর : জটিল সার্জারি চিকিৎসায়।

প্রশ্ন : “আল আকসা” মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : ফিলিস্তিন।

আরো পড়ুন

প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
উত্তর : প্লাটিনাম ।

প্রশ্ন : দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?
উত্তর : থাইরক্সিন ও সোমাটোট্রফিক ।

প্রশ্ন : উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তর : জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর : লালপুর।

প্রশ্ন : বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর : মহেশখালী ।

প্রশ্ন : বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে—
উত্তর : মৌলভীবাজার।

প্রশ্ন : ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন—
উত্তর : আবুল বরকত

প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তর : যশোর ।

প্রশ্ন : ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ পুরস্কার ২০২০ লাভ করেন—
উত্তর : আজিজুর রহমান।
[Note: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২০ হবে।]

প্রশ্ন : জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয়—
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯।

প্রশ্ন : ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?
উত্তর : ২ টাকা।

প্রশ্ন : চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়?
উত্তর : রাঙ্গামাটি জেলায়।

প্রশ্ন : মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —
উত্তর : গাম্বিয়া।

প্রশ্ন : রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে –
উত্তর : ২৪ ফেব্রুয়ারি ২০২২।

প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর সদস্য সংখ্যা-
উত্তর : ১৬৪টি।

প্রশ্ন : ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী?
উত্তর : ইউক্রেন।

প্রশ্ন : অ্যান্তনিও গুতেরেসে জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তর : নবম ।

প্রশ্ন : ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী?
উত্তর : ঋষি সুনাক ।

প্রশ্ন : গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া ।

প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে?
উত্তর : ১৯৯৬ সালে ।

প্রশ্ন : কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো-
উত্তর : লৌহ ।

প্রশ্ন : ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে –
উত্তর : অনকোলজি ।

প্রশ্ন : জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর সদর দপ্তর অবস্থিত
উত্তর : নাইরোবি ।

প্রশ্ন : শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যয় হয় –
উত্তর : দেহের বৃদ্ধির জন্য।

প্রশ্ন : দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্টওয়্যার এর নাম কী?
উত্তর : আইসাইট ।

প্রশ্ন : বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়?
উত্তর : RAM.

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে
ক) করোনা-১
গ) করোনা ভাইরাস
খ) কোভিড-১৯
ঘ) SARS – COV – 1
Note: সঠিক উত্তর SARS-CoV-2।]

প্রশ্ন : কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?
উত্তর : থাইরক্সিন ।

প্রশ্ন : GIS-এর পূর্ণরূপ কোনটি?
উত্তর : Geographic Information System.

প্রশ্ন : বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?
উত্তর : অস্ট্রালয়েড।

প্রশ্ন : প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?
উত্তর : শশাংক

প্রশ্ন : ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : খাজা নাজিমুদ্দীন ।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?
উত্তর : ৭টি।

প্রশ্ন : ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বাংলাদেশে VAT চালু হয় কত সালে?
উত্তর : ১লা জুলাই ১৯৯১ ।

প্রশ্ন : ভাষা শহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তর : মৃনাল হক ।

প্রশ্ন : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
উত্তর : ১৭ মার্চ ২০২০।

প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা?
উত্তর : সৌদি আরব।

প্রশ্ন : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?
উত্তর : চীনের উহানে।

প্রশ্ন : বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?
উত্তর : ৫৪টি ।

প্রশ্ন : NATO কবে গঠিত হয়েছিল?
উত্তর : ১৯৪৯।

প্রশ্ন : পাটের জিনোম কে আবিষ্কার করেন?
উত্তর : ড. মাকসুদুল আলম

প্রশ্ন : বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?
উত্তর : ২০১০ সালে।

প্রশ্ন : ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’—কোন আন্দোলনের স্লোগান?
উত্তর : বুদ্ধির মুক্তি আন্দোলন।

প্রশ্ন : SDG-এর পূর্ণরূপ—
উত্তর : Sustainable Development Goals

প্রশ্ন : আলুর একটি জাতের নাম –
উত্তর : ডায়মন্ড।

প্রশ্ন : পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?
উত্তর : ইকোলজি ।

প্রশ্ন : বেক্সিট কার্যকর হয় কত তারিখে?
ক) ১ ডিসেম্বর ২০১৯
খ) ১ জানুয়ারি ২০২০
গ) ১ ফেব্রুয়ারি ২০২০
ঘ) ১ মার্চ ২০২০
[Note : সঠিক উত্তর হবে ৩১ জানুয়ারি ২০২০

প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?
উত্তর : আন্দিজ পর্বতপালা ।

প্রশ্ন : ২০২১ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-
উত্তর : নোমাডল্যান্ড ।

প্রশ্ন : কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
উত্তর : ইয়েমেন।

প্রশ্ন : একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
উত্তর : লিটন দাস।

প্রশ্ন : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর : ৮ মার্চ।

প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় ?
উত্তর : জাপানে ৷

প্রশ্ন : পোষাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন ।

প্রশ্ন : অষ্টম টি-২০ বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর : ইংল্যান্ড।

প্রশ্ন : দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৮ ডিসেম্বর ২০২২ ।

প্রশ্ন : কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
উত্তর : ২০৪১ ।

প্রশ্ন : ২১ ডিসেম্বর ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কতটি সড়ক উদ্বোধন করেন?
উত্তর : ১০০টি।

প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কি মি।

প্রশ্ন : বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?
উত্তর : ২০২১-২০৪১।

প্রশ্ন : মুজিব বর্ষের সময়কাল কত?
উত্তর : ১৭ মার্চ ২০-৩১ মার্চ ২২ ।

প্রশ্ন : সাধারণ করমুক্ত আয়সীমা কত?
উত্তর : ৩ লাখ

প্রশ্ন : ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
উত্তর : চিরঞ্জীব মুজিব ।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
উত্তর : ৪টি।

প্রশ্ন : মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১ ।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত?
উত্তর : ৫০।

প্রশ্ন : কোনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়?
উত্তর : জার্মানি ।

প্রশ্ন : কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালে লিওনেল মেসিকে কী পরিয়ে দেওয়া হয়?
উত্তর : বিশত ।

প্রশ্ন : সাভার ঢাকায় অবস্থিত যুব কেন্দ্রের নাম কী?
উত্তর : শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট ।

প্রশ্ন : কাতার বিশ্বকাপ ২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় কে?
উত্তর : এনজো ফার্নান্দেজ।

প্রশ্ন : বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট?
উত্তর : জনপ্রশাসন মন্ত্রণালয় ।

প্রশ্ন : ‘বাঙালির মুক্তির সনদ ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত?
উত্তর : ২৩ মার্চ ১৯৬৬।

প্রশ্ন : সোমপুর মহাবিহার কোন জেলায় অবস্থিত?
উত্তর : নওগাঁ ।

 

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য