২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৯০+ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ গ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। কোন বিষয়ের উপর আপনার লেখা প্রয়োজন কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।
২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৯০+ প্রশ্নোত্তর
প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কী?
উত্তর : বৈদিক ভাষা ।
প্রশ্ন : বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন।
প্রশ্ন : সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
উত্তর : অব্যয়।
প্রশ্ন : ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল?
উত্তর : সাধুরীতি।
প্রশ্ন : প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম
উত্তর : সবুজপত্র।
প্রশ্ন : ‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
উত্তর : আরবি।
প্রশ্ন : পাউরুটি কোন ভাষার শব্দ?
উত্তর : পর্তুগিজ।
প্রশ্ন : ‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর : তিরোভাব।
প্রশ্ন : ‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর : অৰ্ধাঙ্গিনী ।
প্রশ্ন : ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : নিষ্ক্রিয় দর্শক ।
প্রশ্ন : সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
উত্তর : কমা
প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?
উত্তর : স্বায়ত্ত ।
প্রশ্ন : ‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর : চতুঃ + পদ।
প্রশ্ন : ‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : মনু + ষ্ণ ।
প্রশ্ন : নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
উত্তর : জেলেনী।
প্রশ্ন : ‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অপাদানে ৭মী।
প্রশ্ন : বিভক্তিহীন নামপদকে কী বলে?
উত্তর : প্রাতিপদিক ।
প্রশ্ন : কোনটি ‘উপপদ তৎপুরুষের উদাহরণ?
উত্তর : ছেলেধরা।
প্রশ্ন : সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর : ছাড়পত্র।
প্রশ্ন : কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
উত্তর : কানাকানি
প্রশ্ন : ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?
উত্তর : প্রাপকের এলাকা।
প্রশ্ন : ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর : ধ্বনিতত্ত্বে ।
প্রশ্ন : Edition শব্দের অর্থ—
উত্তর : সংস্করণ ।
প্রশ্ন : ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী – নিচের কোন নিয়মে হয়েছে?
উত্তর : আ + ঈ =এ।
প্রশ্ন : বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তর : ব্যাখ্যামূলক।
প্রশ্ন : অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
উত্তর : ‘চ’ ধ্বনি ।
প্রশ্ন : বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
উত্তর : শব্দমূল ।
প্রশ্ন : সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য—
উত্তর : ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় ।
প্রশ্ন : বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উত্তর : কমা
আরো পড়ুন
- ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান স্কুল পর্যায়-২
- ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান স্কুল/সমপর্যায়
- ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান কলেজ পর্যায়
- বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট
- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নোত্তর
- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
- সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর- বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
- কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
প্রশ্ন : ‘প্রথিত’ শব্দের অর্থ কোনটি?
উত্তর : বিখ্যাত ।
প্রশ্ন : ‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : অবিলম্ব ।
প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?
উত্তর : উপর্যুক্ত।
প্রশ্ন : শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
উত্তর : দীনতা প্রশংসনীয় নয় ।
প্রশ্ন : ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
উত্তর : পূর্বাহ্ণ
প্রশ্ন : ‘Look before you leap’ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
উত্তর : দেখে পথ চলো, বুঝে কথা বলো।
প্রশ্ন : ‘Invoice’-এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?
উত্তর : চালান।
প্রশ্ন : ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ—
উত্তর : প্রতি + আবর্তন ।
প্রশ্ন : সন্ধিতে চাও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?
উত্তর : তালব্য।
প্রশ্ন : ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অধিকরণে ৭মী।
প্রশ্ন : ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : কর্মে ষষ্ঠী ।
প্রশ্ন : ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?
উত্তর : অন্যকাল ৷
প্রশ্ন : ‘মুজিববর্ষ’ কোন সমাস?
উত্তর : কর্মধারয় সমাস।
প্রশ্ন : ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : মুচ্ + ক্তি।
প্রশ্ন : ‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
উত্তর : অবনী।
প্রশ্ন : ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : সিংহদার।
প্রশ্ন : ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
ক) ত্বরিৎকর্মা
খ) কর্মবীর
গ) কর্মপটু
ঘ) কর্মনিষ্ঠ
[Note: সঠিক উত্তর হবে করিতকর্মা।
প্রশ্ন : ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
উত্তর : বক্তব্য ।
প্রশ্ন : ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর : শ্রু + অন ।
প্রশ্ন : নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর : সত্মা।
প্রশ্ন : ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর : রজকী ।
প্রশ্ন : বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?
উত্তর : ৫০টি।
প্রশ্ন : ব্যুৎপক্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো—
উত্তর : বিশেষভাবে বিশ্লেষণ।
প্রশ্ন : পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
উত্তর : লিঙ্গ ।
প্রশ্ন : নিচের কোনটি তৎসম শব্দ?
উত্তর : সন্ধ্যা।
প্রশ্ন : ‘লোকটি ধনী কিন্তু কৃপণ” কোন ধরনের বাক্য?
উত্তর : যৌগিক ।
প্রশ্ন : কোন বানানটি শুদ্ধ?
উত্তর : রূপায়ণ।
প্রশ্ন : চলিতরীতির প্রবর্তক কে?
উত্তর : প্রমথ চৌধুরী ।
প্রশ্ন : ‘পার হইয়া’-এর চলিতরূপ কোনটি?
উত্তর : পার হয়ে ।
প্রশ্ন : Early rising is beneficial to health এর সঠিক অনুবাদ কোনটি?
উত্তর : সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
প্রশ্ন : Ad-hoc-এর অর্থ কী?
ক) তদর্থক
খ) অস্থায়ী
গ) শপথপত্র
ঘ) ক ও খ উভয়ই
উত্তর : ক ও খ উভয়ই
প্রশ্ন : সন্ধির প্রধান সুবিধা কী?
উত্তর : উচ্চারণের সুবিধা
প্রশ্ন : ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর : কৃষ + তি ।
প্রশ্ন : ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর : বি + অর্থ।
প্রশ্ন : ‘দাতা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তর : √দা + তৃচ ।
প্রশ্ন : ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তর : √মুচ + ক্ত।
প্রশ্ন : সমাস শব্দের অর্থ কী?
উত্তর : সংক্ষেপণ ।
প্রশ্ন : ‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
উত্তর : রাবণের চিতা।
প্রশ্ন : ‘গদাই লস্করি চাল’ বাগধারাটির অর্থ কী?
উত্তর : আলসেমি।
প্রশ্ন : ‘গরুতে দুধ দেয়’ বাক্যে ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অপাদানে সপ্তমী।
প্রশ্ন : ‘অহঙ্কার পতনের মূল’ বাক্যে ‘অহঙ্কার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : করণে শূন্য ।
প্রশ্ন : নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তর : মুমূর্ষু।
প্রশ্ন : ‘পরভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) পিক
খ) ধেনু
গ) বিভব
ঘ) অম্বু
[Note : পরভূত স্থলে পরভূত হলে উত্তর হবে ‘ক’
প্রশ্ন : ‘আবুন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : প্রসারণ।
প্রশ্ন : ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি –
উত্তর : ইতিহাসবেত্তা।
প্রশ্ন : বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
উত্তর : বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য।
প্রশ্ন : খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তর : ২১টি।
প্রশ্ন : উপশহর কোন সমাস ?
উত্তর : অব্যয়ীভাব ।
প্রশ্ন : ‘পরীক্ষা’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : পরি + ঈক্ষা।
প্রশ্ন : ‘মুষলধারে বৃষ্টি পড়ছে’-বাক্যে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : কর্তা কারকে শূন্য ।
প্রশ্ন : মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে এটি কোন বাক্যের উদাহরণ?
উত্তর : সরল বাক্য ।
প্রশ্ন : ঠোটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর : চার
প্রশ্ন : বাঙ্গালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি?
উত্তর : আদর্শ কথ্য রীতি।
প্রশ্ন : শীতের সঞ্চয় চাই ‘সঞ্চয়’ শব্দের যুক্ত বর্ণ?
উত্তর : ঞ, চ।
প্রশ্ন : নিচের কোন বানানটি সঠিক?
ক) বর্ষণ
খ) মুমূর্ষু
গ) কাষ্ট
ঘ) মাষ্টার
[Note : ক ও খ দুটোই সঠিক।]
প্রশ্ন : শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
উত্তর : শেষে ।
প্রশ্ন : ‘অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
উত্তর : বানানে ও অর্থে।
প্রশ্ন : ‘আবির্ভাব’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর : তিরোভাব।
প্রশ্ন : শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
উত্তর : বাচ্যার্থ।
প্রশ্ন : প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত ‘গতকল্য’ শব্দটির পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে?
উত্তর : পূর্ব দিন ।
প্রশ্ন : ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন’ একে কোন বাচ্য বলে?
উত্তর : কর্মবাচ্য ।
প্রশ্ন : বাক্যের কোন যতিচিহ্নে থামার প্রয়োজন নেই?
উত্তর : হাইফেন ।
প্রশ্ন : আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) বিভাবরী
খ) অম্বরী
গ) নীলাম্বু
ঘ) অশনি
[Note : অম্বরী স্থলে অম্বর হলে উত্তর হবে ‘খ’।]
প্রশ্ন : ‘কোন ভাবেই যা নিবারণ করা যায় না’ এক কথায় প্রকাশ কোনটি?
উত্তর : অনিবার্য।
প্রশ্ন : ‘তামার বিষ’ বাগধারার অর্থ কী?
উত্তর : অর্থের কুপ্রভাব।
প্রশ্ন : নিচের কোনটি পারিভাষিক শব্দ?
উত্তর : সাময়িকী।