রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিক বিষয়াবলী২০২৩ সালের জানুয়ারিতে ঘটা কিছু আশর্যজনক ঘটনা

২০২৩ সালের জানুয়ারিতে ঘটা কিছু আশর্যজনক ঘটনা

- Advertisement -

২০২৩ সালের জানুয়ারিতে ঘটা কিছু আশর্যজনক ঘটনা নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় (বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তি, ব্যাংক চাকরী প্রস্তুতি, প্রাইমারি শিক্ষক, এনটিআরসিএ চাকরী প্রস্তুতি ইত্যাদি) অংশ গ্রহণ করছেন, তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

৩৬৫ দিনে ৩৬৫ ম্যারাথনে

যুক্তরাজ্যের নাগরিক গ্যারি ম্যাককি এক বছরে ৩৬৫ ম্যারাথনে দৌড়ান। ৫৩ বছর বয়সি গ্যারি ২০২২ সালে ম্যারাথনে প্রায়, ১৫,২৮৮ কিমি দৌড়ান। শেষ দিনে তিনি দৌড়ান ৪২ কিমি। মূলত ক্যানসার রোগীদের সাহায্য করার জন্য বছরজুড়ে ব্যতিক্রমী এমন উদ্যোগ নেন তিনি।

১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত তিনি ১০,৯৩,০০০ পাউন্ড সংগ্রহ করেন। ৩২,০০০ এরও বেশি মানুষ তার তহবিলে অর্থসহায়তা দেয়। এর আগে ২০১৭ সালে ১০০ দিনে ১০০টি ম্যারাথনে অংশ নিয়ে আলোচনায় আসেন গ্যারি। আর ২০২১ সালে তিনি ১১০ দিনে ১১০টি ম্যারাথনে দৌড়ান।

সোফিয়ারা তিন বোন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আসমানীরা তিন বোন উপন্যাসের মতো সোফিয়ারাও তিন বোন। সোফিয়া, গ্রেস আর ডেসডিমোনা মানবিক রোবট। এদের মধ্যে প্রয়োগ করা হয় বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা। সবার বড় সোফিয়াকে ২০১৬ সালে সচল করা হয়। তরুণীর মতো দেখতে সোফিয়া ২০১৭ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উদ্ভাবন বিভাগে চ্যাম্পিয়ন হয় । তাকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়।

- Advertisement -

আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর

সোফিয়ার জনক ডেভিড হ্যানসন পরে তার দুই সহোদর উদ্ভাবন করেন। ডিমেনসিয়ার মতো রোগে বয়স্কদের বিশেষ সহায়তা দেওয়ার প্রশিক্ষণ নিচ্ছে তার বোন গ্রেস। আরেক বোন ডেসডিমোনা কি-বোর্ড বাজানোর সময় মধুর সুরে কবিতা আবৃত্তি করে।

চার বছর বেতনের সমান বোনাস

২০২৩ সালের জানুয়ারিতে তাইওয়ানের কোম্পানি এভারগ্রিন মেরিন করপোরেশনের আয় বেড়ে যাওয়ায় কর্মীদের চার বছরের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দেয়। তবে এ বোনাস কর্মীদের মূল বেতন, গ্রেড ও ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করে কম বেশি হবে।

২০২২ সালে ২০.৭ মিলিয়ন ডলার পরিমাণ বেড়েছে এভারগ্রিনের মূলধন, যা ২০২০ সালের লাভের তুলনায় তিনগুণ বেশি । হিসাব অনুযায়ী ৫০ মাসের বেতনের সমান টাকাই কর্মীদের বোনাস হিসাবে দেওয়া হবে।

১২০ ভাষায় কথা বলা রোবট

রোবট নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। এবার বিজ্ঞানীরা নতুন একটি রোবট তৈরি করেছেন, যেটি মানুষের আবেগ বুঝতে পারার পাশাপাশি ১২০টি ভাষায় কথাও বলতে সক্ষম। জোজি নামে এ রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মানুষের নির্দেশনা বুঝতে এবং সেই অনুযায়ী, কাজও করতে পারে ।

আরো পড়ুন : ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

- Advertisement -

বিশ্বে এ পর্যন্ত যত রোবট তৈরি হয়, তার মধ্যে জোজি সবচেয়ে বুদ্ধিমান ও অতিবাস্তব একটি রোবট। প্লাস্টিক সার্জন ড. স্যাম খোজে এ রোবট তৈরি করেন। তাকে সহযোগিতা করেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি উপদেষ্টা অধ্যাপক হিরোশি ইশিগুরো।

ইলন মাস্কের লজ্জার রেকর্ড

১৩ জানুয়ারি ২০২৩ গিনেস বুক কর্তৃপক্ষ জানায় ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি লোকসান করে ইতিহাস তৈরি করেন বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক । ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরের পর থেকে অন্তত ১৮২ বিলিয়ন ডলার লোকসান করেন মাস্ক।

২০২১ সালের নভেম্বরের আগে মাস্কের মোট সম্পত্তির মূল্য যেখানে ৩২০ বিলিয়ন ডলার ছিল, সে মাসের পর থেকে নামতে নামতে ২০২৩ সালের জানুয়ারিতে এসে তা দাঁড়ায় ১৩৭ বিলিয়ন ডলারে। টুইটার কেনার জন্য মোট ১৪.৫৮ বিলিয়ন ডলার স্টক বিক্রি করেন মাস্ক।

এ বিপুল অর্থ খুইয়েই লজ্জার রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেন তিনি। এর আগে ২০০০ সালে ৫৮.৫ বিলিয়ন ডলার খুইয়ে সর্বোচ্চ লোকসানের রেকর্ড গড়েন জাপানি টেক ইনভেস্টর মাসায়োশি সন।

সাইকেল নিয়ে দড়িলাফ

২০২৩ সালের জানুয়ারিতে সাইকেল চালাতে চালাতে ‘দড়িলাফের’ একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভারতের বুশরা নামের এক তরুণী। সাইকেল চালাতে চালাতে ‘দড়িলাফ দিয়ে তাক লাগিয়ে দেন তিনি।

- Advertisement -

আরো পড়ুন : ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা

তবে সাইকেলের হাতলে তার হাত নেই। এর বদলে তার হাতে রয়েছে একটি দড়ি। একপর্যায়ে তিনি চলন্ত অবস্থায় দড়ি সাইকেলের সামনে পেছনে করতে থাকেন। এর আগেও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নানা কসরতের ভিডিও প্রকাশ করেন তিনি।

দড়িলাফে কুকুরের রেকর্ড

টানা দড়িলাফ দিয়ে রীতিমতো রেকর্ড গড়ে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া অঞ্চলের স্টাকেনব্রোকের অধিবাসী উলফগ্যাং লুয়েনবার্গারের পোষা কুকুর বালু। নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশিবার দড়িলাফ দেওয়ার রেকর্ড গড়ে বালু।

১২ জুলাই ২০২২ কুকুরটি ৩০ সেকেন্ড সময়ে নিজের মালিকের সঙ্গে ৩২ বার দড়িলাফ দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে। ১০ জানুয়ারি ২০২৩ গিনেস কর্তৃপক্ষ কুকুরটিকে রেকর্ডের সনদ প্রদান করে।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য