১১-২০তম গ্রেডের চাকুরির পরীক্ষার লিখিত পরীক্ষার প্রস্তুতি ২০২৩, লিখিত পরীক্ষার প্রস্তুতি, ১১ থেকে ২০ তম গ্রেডের লিখিত প্রশ্নের সমাধান,সরকারি চাকরির প্রস্তুতি,লিখিত পরীক্ষায় আসা জিকে প্রশ্ন,২০২২ সালের সকল লিখিত প্রশ্নের সমাধান,চাকুরির পরীক্ষার লিখিত প্রশ্নের সমাধান,১৬ থেকে ২০ গ্রেডের লিখিত গণিত প্রস্তুতি,চাকরির প্রস্তুতি,পিএসসি লিখিত প্রস্তুতি,লিখিত পরীক্ষারর প্রস্তুতি,১৬ থেকে ২০ গ্রেডের গণিত প্রস্তুতি,সরকারি চাকুরির লিখিত প্রস্তুতি,অফিস সহায়ক লিখিত math প্রস্তুতি যেমন- অফিস সহকারী । কমিউনিটি অর্গানাইজার। ডাটা এন্ট্রি অপারেটর। হিসাব সহকারী । সাঁটমুদ্রাক্ষরিক । পরিসংখ্যান সহকারী হিসাবরক্ষক।কম্পিউটার অপারেটর । কার্যসহকারীসহ বিভিন্ন পদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
বাংলা ভাষা ও সাহিত্য
১. অর্থসহ বাগধারা দিয়ে বাক্য লিখুন
- ভূশণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি) একশ বছরের বৃদ্ধটি ভূশক্তির কাকের ন্যায় বেঁচে আছে।
- ঊনপঞ্চাশ বায়ু (পাগলামি) পরীক্ষা ঘনিয়ে আসছে আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে।
- তামার বিষ— (অর্থের কু-প্রভাব) রহিমের ছেলেটাকে তামার বিষই শেষ করলো।
- ভিটায় ঘুঘু চড়ানো— (সর্বনাশ করা) প্রজা হয়ে তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ; তোমার ভিটায় ঘুঘু চড়াবো।
- ইতর বিশেষ (প্রভেদ বা পার্থক্য) কাজী সাহেব নিজের ছেলে আর ভাইয়ের ছেলের মধ্যে কোনোরূপ ইতর বিশেষ না করে এক রকম পোশাক দিতেন।
২. শুদ্ধ বানান লিখুন
অশুদ্ধ | শুদ্ধ |
নূন্যতম | ন্যূনতম |
ব্যতিত | ব্যতীত |
পিপিলিকা | পিপীলিকা |
বিবাদমান | বিবদমান |
শিরোপীড়া | শিরঃপীড়া |
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন
- কবি আলাওল এর উপাধি ছিল কী?— মহাকবি ।
- নবীনচন্দ্র সেনের ১টি মহাকাব্যের নাম লিখুন।— রৈবতক ।
- জাহানারা ইমামের মুক্তিযুদ্ধনির্ভর রচনা— একাত্তরের দিনগুলি।
- ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? – সুকুমার রায় ।
- মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটির নাম — একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ।
৪. সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন
- ক্রীতদাসের হাসি— শওকত ওসমান ।
- নকশী কাঁথার মাঠ— জসীমউদ্দীন।
- চিলেকোঠার সেপাই— আখতারুজ্জামান ইলিয়াস ।
- বসন্ত (গীতিনাট্য)— রবীন্দ্রনাথ ঠাকুর।
- প্রতিদিন ঘরহীন ঘরে— শামসুর রাহমান ।
৫. পারিভাষিক শব্দ
- Annexation—সংযোজন
- Deputation — প্রেষণ
- Myth— পুরাণ
- Impeachment — অভিশংসন
- Principle- নীতি।
৬. শব্দগুলোর উৎস নির্দেশ করুন
প্রদত্ত শব্দ | উৎস | প্রদত্ত শব্দ | উৎস |
চন্দ্ৰ | তৎসম | ম্যাজেন্টা | ইতালি |
রেস্তোরাঁ | ফরাসি | চকোলেট | মেক্সিকান |
হরতাল | গুজরাটি | দারোগা | তুর্কি |
৭. ‘রূপকল্প-২০৪১’ বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন
২০২১ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, যা রূপকল্প-২০৪১ নামে পরিচিত। রূপকল্প-২০৪১-এর ভিত্তিমূলে রয়েছে দু’টি প্রধান বিষয়—
ক. ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে বর্তমান মূল্যে মাথাপিছু আয় হবে ১২,৫০০ মার্কিন ডলারেরও বেশি এবং যা হবে ডিজিটাল বিশ্বের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ,
খ. বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা।
আরো পড়ুন
- ইতিহাসের প্রচ্ছদপট ফেব্রুয়ারি
- সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
মজার কুইজ প্রশ্ন ও উত্তর
- ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নোত্তর
- মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান
- মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
রূপকল্প-২০৪১ চারটি প্রাতিষ্ঠানিক বিষয়ের ওপর নির্ভরশীল, যার সুফলভোগী হবে জনগণ এবং জনগণই হবে প্রবৃদ্ধি ও রূপান্তর প্রক্রিয়ার প্রধান চালিকাশক্তি। চারটি বিষয়— সুশাসন, গণতন্ত্রায়ণ, বিকেন্দ্রীকরণ ও সক্ষমতা বৃদ্ধি । বস্তুত এই চারটি ভিত্তির ওপর স্থাপিত হবে উন্নত জাতি হিসেবে সমৃদ্ধির পথে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা।
রূপকল্প-২০৪১-এর উদ্দেশ্যসমূহ মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ, ২০৩১ অবধি ৯% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা, রপ্তানি বৈচিত্র্য অর্জন, রপ্তানি আয় ৩০০ বিলিয়ন ডলার বৃদ্ধি করা, গড় আয়ু বাড়িয়ে ৮০ বছর করা, মোট জনসংখ্যার ৭৫% কে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা, ২০৩১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি করা, জনসংখ্যা বৃদ্ধির হার ১% এর নিচে নামিয়ে আনা, কার্যকর কর ও ব্যয়ের নীতিমালা কার্যকর করা এবং অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তির বিকেন্দ্রীকরণ। রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ২০৪১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের পর্যায় পেরিয়ে এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদ ।
ইংরেজি ভাষা ও সাহিত্য
৮. Use the right form of verbs
- I look forward to- from you. (bear)
Ans. bearing. - Finally he had his hair – (cut)
Ans. cut. - She told me her name after she-. (left)
Ans. had left - My brother— home just now. (return)
Ans. has retuned
৯. Transform the sentences
- It is a beautiful bird. (Exclamatory)
Ans. What a beautiful bird it is! - Every mother loves her child. (Negative)
Ans. There is no mother but loves her child. - Nobody believes a liar. (Interrogative)
Ans. Does anybody believe a liar? - We should love our country. (Imperative)
Ans. Let us love our country.
১০. Fill in the blanks with appropriate preposition
- He turned-my offer.–down.
- The police are looking-the case.-into.
- Emigration-Bangladesh on the rise-from.
- Your conduct admits-no excuse.- of.
১১. Change the Narration
- The man said, “Good morning my friends”.
Ans. The man wished his friends good morning. - He said, “You had better see a doctor.”
Ans. He advised him to see a doctor. - She asked me, ‘Are you happy in your new job?
Ans. She asked me if I was happy in my new job. - He said to me, “You are right.”
Ans. He told me that I was right.
১২. Change the voice of the following sentences
- Do not close the door’.
Ans. Let not the door be closed. - “Nobody trusts a traitor.”
Ans. A traitor is not trusted by anybody. - ” Who is calling me?”
Ans. By whom am I being called? - ‘We don’t like idle people.’
Ans. Idle people are not liked by us.
১৩. Translate the sentences into English
- গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে।
Ans. It has been raining for two days. - সকাল থেকে একটি চেয়ারে স্থির হয়ে বসে আছি।
Ans. I have been sitting steadily on a chair since morning - সেই কনকনে শীতে আমি কাঁপতে লাগলাম ।
Ans. I began trembling in that biting cold.
১৪. Complete the following sentences with the appropriate idiom
- We should-small children with care.
Ans. bring up - I worked as a waiter for a year, but the tips were my real.
Ans. bread and butter. - The bad news struck him like a bolt from the-.
Ans. blue. - Birds fly-in the sky.
Ans. at large.
১৫. Write the opposite words
- Demon- Amateur
- Obsolete- Modern
- Enormous-Ting
- Apex-Nadir.
১৬. Complete the sentences with the appropriate conjunction
- I woke one morning famous. – and found myself
- — we approached the house; we heard the sound of music.- When
- Put water under freezing point for some time-ice will form-so that
- it rains on Sunday I will not be able to drive. If
সাধারণ জ্ঞান
১৭. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
- ‘বঙ্গবন্ধু মানমন্দির’ কোথায় স্থাপিত হতে যাচ্ছে?
উত্তর : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় । - আলোর দীপন তীব্রতার একক কী?
উত্তর : ক্যান্ডেলা । - মেট্রোরেল নির্মাণের সাথে জড়িত বিদেশি প্রতিষ্ঠান JICA-এর পূর্ণরূপ কী?
উত্তর : JICA—Japan International Cooperation Agency - বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি করে শেষ হবে?
উত্তর : ২০২৬ সালে । - ফিফা বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন গ্লাভস পুরস্কার লাভ করেন কে?
উত্তর : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) । - নির্বাচন কমিশন কীরূপ প্রতিষ্ঠান? প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
উত্তর : সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি । - ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিলো? এই কনসার্টে দু’জন সংগীত শিল্পীর নাম লিখুন?
উত্তর : ‘ম্যাডিসন স্কয়ার, নিউইয়র্ক। বব ডিলান ও জর্জ হ্যারিসন। - সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রয়েছে?
উত্তর : ৭৭ নং । - ‘মাদার অব হিউম্যানিটি’ কাকে বলা হয়?
উত্তর : যুক্তরাজ্যভিত্তিক Channel 4 News ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেন। - সমুন্নত স্বাধীনতা কী?
উত্তর : সমুন্নত স্বাধীনতা হলো ঢাকা সেনানিবাসে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের নামাঙ্কিত গেট। এটি ৩০ ফুট উঁচু। এ গেটের উভয় পাশে শহীদদের নাম অঙ্কিত রয়েছে। - মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় এবং কত তারিখে স্বাক্ষরিত হয়?
উত্তর : সোহরাওয়ার্দী উদ্যান, ১৬ ডিসেম্বর ১৯৭১ ।