কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ৫,৬৫১ কোটি টাকা ব্যয়ে উড়ালসড়ক নির্মিত হচ্ছে। ১৭ জানুয়ারি ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে শুরু হয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালীতে গিয়ে শেষ হবে এ সড়ক।
১৫.৩১ কিমি দৈর্ঘ্যের উড়ালসড়কের মূল অংশ নির্মাণে খরচ হবে ২,৭৭৩ কোটি টাকা। আর বাকি প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ হবে জমি অধিগ্রহণ, জমির স্থাপনা বাবদ ক্ষতিপূরণ, সংযোগ সড়কসহ চারটি সেতু নির্মাণ এবং সড়ক প্রশস্ত করার কাজে।
উড়ালসড়ক নির্মাণে ১৫১ একর জমি অধিগ্রহণ করা হবে। এ জমি অধিগ্রহণে খরচ হবে ২৬৬ কোটি টাকা। প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণের ফলে ১,১৩২টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাদের ক্ষতিপূরণে সরকারের খরচ হবে ২৩০ কোটি টাকা।
এছাড়া সেতু নির্মাণ, সড়ক প্রশস্ত করা, যানবাহনের জ্বালানি, অফিস ভাড়া, বেতন-ভাতা, অন্যান্য সব খরচসহ প্রকল্পে মোট খরচ হবে ৫,৬৫১ কোটি টাকা।