হাইব্রিড যুদ্ধ হলো সামরিক কৌশলের একটি বিশেষ তত্ত্ব। স্নায়ুযুদ্ধের অবসানের পর হাইব্রিড যুদ্ধ ধারণাটির উদ্ভব ঘটে। ২০০৭ সালে মার্কিন প্রতিরক্ষা গবেষক ফ্র্যাঙ্ক হফম্যান তার Conflict in the 21st Century : The Rise of Hybrid Wars গ্রন্থে যুদ্ধের বৈচিত্র্যময় কৌশল অর্থে প্রথম ‘হাইব্রিড যুদ্ধ’ শব্দগুচ্ছ ব্যবহার করেন।
রবার্ট জি ওয়াকারের একটি থিসিস থেকে তিনি এ শব্দগুচ্ছ গ্রহণ করেন। হাইব্রিড যুদ্ধ হলো যুদ্ধের এমন একটি পদ্ধতি যেখানে মূলত, প্রতিপক্ষের দুর্বলতার দিকে লক্ষ রাখা হয় এবং এর পরিসর অত্যন্ত ব্যাপক।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর
এ যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে বহুমুখী কৌশল ব্যবহার করা হয়। সফলতা লাভের জন্য এ যুদ্ধে নিয়মিত ও অনিয়মিত উভয় কৌশলের সমন্বয় ঘটানো হয়। হাইব্রিড যুদ্ধে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতার মিশেল থাকতে পারে।
এতে সন্ত্রাস, নির্বিচারে সহিংসতা, অপরাধমূলক কাজ, ভুয়া তথ্য, প্রচারণা, অনুপ্রবেশ, নির্বাচনী হস্তক্ষেপ, হ্যাকিংয়ের মতো হাতিয়ার ব্যবহার করা হয়।
আরো পড়ুন : ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
এ যুদ্ধের মাধ্যমে বড় আকারের ফলাফল অর্জনের চেষ্টা করা হয়। হাইব্রিড যুদ্ধের উদাহরণ হিসেবে ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ভূমিকার কথা বলা যায়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপও এ যুদ্ধ কৌশলেরই অংশ।