বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদটীকা লিখনহাইব্রিড যুদ্ধ

হাইব্রিড যুদ্ধ [৪৪তম বিসিএস]

- Advertisement -

হাইব্রিড যুদ্ধ হলো সামরিক কৌশলের একটি বিশেষ তত্ত্ব। স্নায়ুযুদ্ধের অবসানের পর হাইব্রিড যুদ্ধ ধারণাটির উদ্ভব ঘটে। ২০০৭ সালে মার্কিন প্রতিরক্ষা গবেষক ফ্র্যাঙ্ক হফম্যান তার Conflict in the 21st Century : The Rise of Hybrid Wars গ্রন্থে যুদ্ধের বৈচিত্র্যময় কৌশল অর্থে প্রথম ‘হাইব্রিড যুদ্ধ’ শব্দগুচ্ছ ব্যবহার করেন।

রবার্ট জি ওয়াকারের একটি থিসিস থেকে তিনি এ শব্দগুচ্ছ গ্রহণ করেন। হাইব্রিড যুদ্ধ হলো যুদ্ধের এমন একটি পদ্ধতি যেখানে মূলত, প্রতিপক্ষের দুর্বলতার দিকে লক্ষ রাখা হয় এবং এর পরিসর অত্যন্ত ব্যাপক।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর

এ যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে বহুমুখী কৌশল ব্যবহার করা হয়। সফলতা লাভের জন্য এ যুদ্ধে নিয়মিত ও অনিয়মিত উভয় কৌশলের সমন্বয় ঘটানো হয়। হাইব্রিড যুদ্ধে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতার মিশেল থাকতে পারে।

- Advertisement -

এতে সন্ত্রাস, নির্বিচারে সহিংসতা, অপরাধমূলক কাজ, ভুয়া তথ্য, প্রচারণা, অনুপ্রবেশ, নির্বাচনী হস্তক্ষেপ, হ্যাকিংয়ের মতো হাতিয়ার ব্যবহার করা হয়।

আরো পড়ুন : ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

এ যুদ্ধের মাধ্যমে বড় আকারের ফলাফল অর্জনের চেষ্টা করা হয়। হাইব্রিড যুদ্ধের উদাহরণ হিসেবে ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক ভূমিকার কথা বলা যায়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপও এ যুদ্ধ কৌশলেরই অংশ।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য