১৪ মার্চ ২০২৩ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহের কথা জানান হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো। হন্ডুরাস চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে তাইওয়ানের সঙ্গে দেশটির দীর্ঘদিনের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হবে।
হন্ডুরাস যদি তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে, তবে তাইওয়ানের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক থাকবে ১৩টি দেশের। মূলত এক-চীন নীতি অনুযায়ী, চীন এবং তাইওয়ান একই দেশের অংশ।
কোনো দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে না । এর আগে ২০২১ সালের ডিসেম্বরে তাইওয়ানের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিন্ন করে নিকারাগুয়া।
সেসময় দেশটি চীনের প্রতি আনুগত্য পরিবর্তন করে এবং ‘তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ’ বলে ঘোষণা দেয়।
আরো পড়ুন
- রিপোর্ট-সমীক্ষা মার্চ ২০২৩
- OIC’র মানবাধিকার পরিষদের সদস্য
- জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’
- নতুন প্রজাতির আইড়
- বাংলাদেশে মেক্সিকোর দূতাবাস
- জাতীয় যোগ্যতা কাঠামো চালু
- ডায়াবেটিক ধান
- দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির কমিশনিং
- ঢাবির প্রথম ছাত্রীর নামে পরীক্ষার হল