রবিবার, জুন ৪, ২০২৩
প্রচ্ছদবাংলাদেশ বিষয়াবলীস্মৃতিসমুজ্জ্বল মুজিবনগর সরকার

স্মৃতিসমুজ্জ্বল মুজিবনগর সরকার

- Advertisement -

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে।

প্রশ্নোত্তরে মুজিবনগর সরকার

প্রশ্ন : মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
উত্তর : : ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : মুজিবনগর সরকারের সময়কাল
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১-১২ জানুয়ারি ১৯৭২।

- Advertisement -

প্রশ্ন : মুজিবনগর সরকার আর কী নামে পরিচিত ছিল?
উত্তর : প্রবাসী বা অস্থায়ী সরকার।

প্রশ্ন : প্রথমে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছিল কত জন?
উত্তর : ৬ জন; ২৭ ডিসেম্বর ১৯৭১ রদবদল করে ১১ সদস্য করা হয়।

প্রশ্ন : মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে?
উত্তর: অধ্যাপক এম ইউসুফ আলী।

প্রশ্ন : শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : আব্দুল মান্নান।

প্রশ্ন : রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : অস্থায়ী ও উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

- Advertisement -

প্রশ্ন : প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন : অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী কে ছিলেন?
উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী।

প্রশ্ন : স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তর : আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান।

প্রশ্ন : পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী কে ছিলেন?
উত্তর: খন্দকার মোশতাক আহমদ ।

আরো পড়ুন

প্রশ্ন: মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন কারা?
উত্তর : মাহবুব উদ্দিন আহমদের (তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ সুপার) নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য লিয়াকত আলী, আজিম উদ্দিন শেখ, সিরাজ উদ্দিন, হামিদুল হক, ইয়াদ আলী, সাহেব আলী, কেসমত আলী, মফিজ উদ্দিন, অস্থির মল্লিক, ফকির মোহাম্মদ, নজরুল ইসলাম ও মহিউদ্দিন ।

- Advertisement -

প্রশ্ন : মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর : ৮নং থিয়েটার রোড, কলকাতা; ভারত

প্রশ্ন : ১৯৭১ সালের ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল কী বার ছিল?
উত্তর : শনিবার

কূটনীতি

প্রশ্ন : বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশকারী কূটনীতিবিদ কে?
উত্তর : : কে এম শাহাবুদ্দিন আহমেদ ও আমজাদুল হক; ভারতের দিল্লিতে নিযুক্ত এ দুই কূটনীতিবিদ ৬ এপ্রিল ১৯৭১ আনুগত্য প্রকাশ করে।

প্রশ্ন : ভারতের কলকাতায় নিযুক্ত পাকিস্তানি ডেপুটি হাইকমিশনের প্রধান হোসেন আলী কবে আনুগত্য প্রকাশ করে?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : বহির্বিশ্বে ও জাতিসংঘে বাংলাদেশের কূটনীতিক মিশনের বিশেষ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় কাকে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ও বিচারপতি আবু সাঈদ চৌধুরী; ২১ এপ্রিল ১৯৭১।

সর্বদলীয় উপদেষ্টা পরিষদ

প্রশ্ন : মুজিবনগর সরকারকে দিকনির্দেশনা ও উপদেশ প্রদানের জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে?
উত্তর : ৮ সেপ্টেম্বর ১৯৭১।

প্রশ্ন: সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

প্রশ্ন: মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কতজন?
উত্তর: ৮ জন।

প্রশ্ন : উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে?
উত্তর: তাজউদ্দীন আহমদ।

প্রশ্ন : সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান?
উত্তর: ৫টি- বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয় কংগ্রেস ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মুজাফফর)।

মুজিবনগর

প্রশ্ন : ঐতিহাসিক মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তর : মেহেরপুর।

প্রশ্ন : মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক ছিলেন কে?
উত্তর : ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রশ্ন : মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে?
উত্তর : : ২৪ ফেব্রুয়ারি ২০০০।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর : ৮ নং সেক্টর।

প্রশ্ন : মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়?
উত্তর : ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রথম অধ্যাদেশ জারি

স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে ১০ এপ্রিল ১৯৭১ অস্থায়ী ও উপ- রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রথম অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশটির শিরোনাম ছিল Laws Continuance Enforcement Order, 1971 (আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ, ১৯৭১)। এ অধ্যাদেশের মাধ্যমে ২৫ মার্চ ১৯৭১ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা ঘোষণাপত্রের সাথে সামঞ্জস্য রেখে একইভাবে বলবৎ করা হয়। তবে সার্বভৌম স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজনীয় সংশোধন করা যাবে। এ অধ্যাদেশ ২৬ মার্চ ১৯৭১ থেকে কার্যকর করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র এবং এ অধ্যাদেশের মাধ্যমে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত সরকার পরিচালিত হয়।

স্বাধীনতার ঘোষণাপত্র

১. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম কী ছিল?
ক. The Proclamation of Bangladesh
খ. The Proclamation of Independence
গ. The Declaration of Independence
ঘ. The Independence of Bangladesh

২. স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে?
ক. বারিস্টার আমীর উল-ইসলাম
খ. এম এইচ খন্দকার
গ. কামাল হোসেন
ঘ. আবদুর রশীদ তর্কবাগিশ

৩. স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত ও জারি করা হয় কবে?
ক. ৭ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১

৪. স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন কে?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. শেখ মুজিবুর রহমান
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. অধ্যাপক এম. ইউসুফ আলী

৫. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে?
ক. ৩ মার্চ ১৯৭১
খ. ৭ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১

৬. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
ক. এ এইচ এম কামারুজ্জামান
খ. এম মনসুর আলী
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. অধ্যাপক এম. ইউসুফ আলী

৭. কোথায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়?
ক. আগরতলা
খ. রেসকোর্স ময়দান
গ. কালুরঘাট বেতার কেন্দ্র
ঘ. মুজিব নগর

৮. কবে থেকে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয়?
ক. ৭ মার্চ ১৯৭১
খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ২৬ মার্চ ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১

৯. স্বাধীনতার ঘোষণাপত্রে মোট কতজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে?
ক. ৪ জন
খ. ৬ জন
গ. ৫ জন
ঘ. ৭ জন

১০. স্বাধীনতার ঘোষণাপত্রে কতজন আওয়ামী লীগ নেতার নাম রয়েছে?
ক. ১ জন
খ. ৩ জন
গ. ২ জন
ঘ. ৪ জন

১১. স্বাধীনতার ঘোষণাপত্রে কোন আওয়ামী লীগ নেতার নাম রয়েছে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. অধ্যাপক এম. ইউসুফ আলী
ঘ. ওপরের সকলেই

১২. স্বাধীনতার ঘোষণাপত্রে কোন পাকিস্তানির নাম রয়েছে?
ক. টিক্কা খান
খ. জেনারেল ইয়াহিয়া খান
গ. মোহাম্মদ আইয়ুব খান
ঘ. জুলফিকার আলী ভুট্টো

১৩. স্বাধীনতা ঘোষণাপত্রের প্রদত্ত ক্ষমতাবলে উপ- রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম Laws Continuance Enforcement Order জারি করেন কবে?
ক. ৭ মার্চ ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১

১৪. কবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত হয়?
ক. ৪ নভেম্বর ১৯৭২
খ. ২৫ জানুয়ারি ১৯৭৫
গ. ২৭ মার্চ ১৯৯৬
ঘ. ৩০ জুন ২০১১

১৫. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম

১৬. কোন সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়?
ক. ত্রয়োদশ
খ. চতুৰ্দশ
গ. পঞ্চদশ
ঘ. সপ্তদশ

উত্তর জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ করা হলো।

স্বাধীনতার ঘোষণার ইতিকথা

বিশ্বে প্রথম স্বাধীনতার ঘোষণার দলিলের নজির পাওয়া যায় স্কটল্যান্ডের স্বাধীনতার ঘোষণাপত্রে। এটি Declaration of Arbroath নামে পরিচিত। ৬ এপ্রিল ১৩২০ একটি চিঠির আকারে এ ঘোষণাপত্রটি স্বাক্ষরিত হয়। তবে উল্লেখযোগ্য যে, এ স্বাধীনতার দলিলটি মূলত স্কটল্যান্ডের প্রশাসনিক স্বাধীনতার সূচনা করে, সার্বভৌম স্বাধীনতার যে স্বরূপ তা এখানে অনুপস্থিত।

৪ জুলাই ১৭৭৬ প্রণীত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার দলিলটি বিশ্বের ইতিহাসে একটি নতুন মাইলফলকের সৃষ্টি করে। এ দলিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ১৩টি উপনিবেশ অধ্যুষিত অঞ্চল তাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করে। পরবর্তী পর্যায়ে বিশ্বের যেসব রাষ্ট্র ঔপনিবেশিক নিয়ন্ত্ৰণ থেকে নিজেদের স্বাধীন করতে সক্ষম হয়, তাদের জন্য যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দলিলটি।

একটি আন্তর্জাতিকভাবে অনুকরণীয় দলিলে পরিগণিত হয়। ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ১৩ বছর পরেই ১৭৮৯ সালে ফরাসি স্বাধীনতা ঘোষণাপত্রে একই রকম স্বাধীনতাকামী চেতনার উন্মেষ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে মিল রয়েছে।

তবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি হওয়ার আগেই বিশ্বের অনেক রাষ্ট্রই তাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের মডেল সরাসরিভাবে অনুকরণ করেছে। ১৭৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বে মোট ১২০টি স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে।

একটি রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র মূলত সেই রাষ্ট্রের প্রকৃতিগত বৈশিষ্ট্য ও রাষ্ট্র পরিচালনার ভিত্তিকে সুস্পষ্ট করে তোলে। স্বাধীনতার ঘোষণাপত্র যেকোনো রাষ্ট্রের জন্য একটি মহামূল্যবান দলিল। তবে প্রতিটি রাষ্ট্রের একটি স্বাধীনতার ঘোষণাপত্র থাকতে হবে ব্যাপারটি এমনও নয়। মূলত যেসব রাষ্ট্র পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা অর্জন করেছে তাদের জন্য এটি একটি অনন্য ঐতিহাসিক দলিল ।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য