বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদঅন্যান্যস্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩

স্বল্পোন্নত দেশবিষয়ক জাতিসংঘ সম্মেলন ২০২৩

- Advertisement -

৫-৯ মার্চ ২০২৩ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলন (LDC5)। প্রতি দশ বছর অন্তর এ সম্মেলন হয়।

এতে সাধারণত আগামী দশ বছরে LDC’র উন্নয়ন ও উত্তরণে কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ শীর্ষ নেতারা অংশ নেন। এ সম্মেলনের শুরু হয় ১৯৮১ সালে।

আরো পড়ুন

প্রথম দু’বার ফ্রান্সের রাজধানী প্যারিসে, তৃতীয়বার ব্রাসেলসে এবং সর্বশেষ ২০১১ সালে তুরস্কের ইস্তানবুলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের বড় সাফল্য ছিল— শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধার আওতায় ইউরোপের বাজারে Everything But Arms (EBA) সুবিধা অর্জন। এছাড়া তখন টেকনোলজি ব্যাংকও গঠিত হয়।

অন্য ৪ সম্মেলন

আয়োজন  সময়কাল  স্থান
প্রথম ১-১৪ সেপ্টেম্বর ১৯৮১ প্যারিস, ফ্রান্স
দ্বিতীয়  ৩-১৪ সেপ্টেম্বর ১৯৯০ প্যারিস, ফ্রান্স
তৃতীয়  ১৪-২০ মে ২০০১ ব্রাসেলস, বেলজিয়াম 
চতুর্থ ৯-১৩ মে ২০১১ ইস্তানবুল, তুরস্ক
- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য