৫-৯ মার্চ ২০২৩ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলন (LDC5)। প্রতি দশ বছর অন্তর এ সম্মেলন হয়।
এতে সাধারণত আগামী দশ বছরে LDC’র উন্নয়ন ও উত্তরণে কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তা নিয়ে আলোচনা হয়। এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ শীর্ষ নেতারা অংশ নেন। এ সম্মেলনের শুরু হয় ১৯৮১ সালে।
আরো পড়ুন
- মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান
- ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা
- খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
- সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রথম দু’বার ফ্রান্সের রাজধানী প্যারিসে, তৃতীয়বার ব্রাসেলসে এবং সর্বশেষ ২০১১ সালে তুরস্কের ইস্তানবুলে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের বড় সাফল্য ছিল— শুল্ক ও কোটামুক্ত বাজারসুবিধার আওতায় ইউরোপের বাজারে Everything But Arms (EBA) সুবিধা অর্জন। এছাড়া তখন টেকনোলজি ব্যাংকও গঠিত হয়।
অন্য ৪ সম্মেলন
আয়োজন | সময়কাল | স্থান |
প্রথম | ১-১৪ সেপ্টেম্বর ১৯৮১ | প্যারিস, ফ্রান্স |
দ্বিতীয় | ৩-১৪ সেপ্টেম্বর ১৯৯০ | প্যারিস, ফ্রান্স |
তৃতীয় | ১৪-২০ মে ২০০১ | ব্রাসেলস, বেলজিয়াম |
চতুর্থ | ৯-১৩ মে ২০১১ | ইস্তানবুল, তুরস্ক |