বৃহস্পতিবার, জুন ১, ২০২৩
প্রচ্ছদচাকরি প্রস্তুতিস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

- Advertisement -

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। ২৬ ডিসেম্বর ২০২২ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ২২৩৭ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব পদের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য LGED’র বিগত পরীক্ষার প্রশ্নের আলোকে এই আয়োজন।

বাংলা ভাষা ও সাহিত্য

প্রশ্ন : ননীর পুতুল বাগধারার অর্থ
উত্তর : শ্রমবিমুখ ।

প্রশ্ন : গড়মিল যে সমাস—
উত্তর : অব্যয়ীভাব ।

প্রশ্ন : উপকার করার ইচ্ছাকে এক কথায় বলে—
উত্তর : উপচিকীর্ষা।

- Advertisement -

প্রশ্ন : প্রধানমন্ত্রী বলেছেন, ‘গৃহহীনে গৃহ দাও’— এখানে ‘গৃহহীনে’ যে কারক
উত্তর : সম্প্রদান।

প্রশ্ন : চাবি, জানালা, বালতি শব্দগুলি যে ভাষা থেকে এসেছে—
উত্তর : পর্তুগিজ।

প্রশ্ন : ‘সৌন্দর্য সকলেই আকর্ষণ করে’ এ বাক্যে ‘সৌন্দর্য’ যে পদ বিশেষ্য ‘মহানবী’ শব্দের ব্যাসবাক্য —
উত্তর : মহান যে নবী।

প্রশ্ন : এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর’ যে কবির বিখ্যাত উক্তি—
উত্তর : বিদ্যাপতি ।

প্রশ্ন : অনীক শব্দের অর্থ—
উত্তর : সৈনিক।

প্রশ্ন : ‘পোস্টমাস্টার’ ছোটগল্পের রচয়িতা —
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

- Advertisement -

প্রশ্ন : উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য মূলত—
উত্তর : উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে ।

প্রশ্ন : ‘জ্ঞানে বিমল আনন্দ হয় – এখানে জ্ঞানে যে কারক
উত্তর : করণ ।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
উত্তর : অগ্নিবীণা ।

প্রশ্ন : ‘দশগজি’ যে সমাসের দৃষ্টান্ত —
উত্তর : বহুব্রীহি ।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নোত্তর

- Advertisement -

প্রশ্ন : ‘তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নীচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে।’ কবিতার চরণটির রচয়িতা-
উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : ‘বক্তব্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়-
উত্তর : √বচ্ + তব্য । .

প্রশ্ন : সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ পত্রিকাটি প্রকাশিত হয়—
উত্তর : ১৯৫৭ সালে ।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুরবালা’ যে গল্পের চরিত্র
উত্তর : একরাত্রি।

প্রশ্ন : প্রচ্ছন্ন শব্দের বিপরীত শব্দ –
উত্তর : প্রকট ।

প্রশ্ন : ‘একাত্তরের যীশু’ গল্পের রচয়িতা
উত্তর : শাহরিয়ার কবির ।

প্রশ্ন : ‘বায়স শব্দের অর্থ
উত্তর : কাক

প্রশ্ন : বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত
উত্তর : সৈয়দ শামসুল হক।

প্রশ্ন : ‘অন্য ভাষায় রূপান্তরিত’ এককথায় হবে—
উত্তর : অনূদিত ।

প্রশ্ন : সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হয় মূলত
উত্তর : সর্বনাম ও ক্রিয়া পদে।

প্রশ্ন : ‘দেশান্তর’ যে সমাসের দৃষ্টান্ত—
উত্তর : নিত্য সমাস ।

প্রশ্ন : ‘নীরব’ শব্দের সন্ধি বিচ্ছেদ—
উত্তর : নিঃ + রব

প্রশ্ন : ভাষার ক্ষুদ্রতম একক
উত্তর : ধ্বনি।

প্রশ্ন : ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’-এখানে টাপুর টুপুর যে ধরনের পদ—
উত্তর : অব্যয় পদ

প্রশ্ন : একটি আদর্শ বাক্যের গুণ হলো—
উত্তর : ৩টি; আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।

প্রশ্ন : ‘শোকার্ত তরবারি’ কাব্যগ্রন্থের রচয়িতা –
উত্তর : হাসান হাফিজুর রহমান।

ইংরেজি ভাষা ও সাহিত্য

প্রশ্ন : An honest man never hankers – riches.
উত্তর : after

প্রশ্ন : She was singing a song-এর passive voice –
উত্তর : A song was being sung by her.

প্রশ্ন : ‘Seraph’ শব্দটির plural form হলো—
উত্তর : Seraphim.

প্রশ্ন : ‘Don’ শব্দের Feminine form
উত্তর : Donna.

প্রশ্ন : Either শব্দটি যে ধরনের pronoun-
উত্তর : Distributive.

প্রশ্ন : One-third of the students- present in the class.
উত্তর : are

আরো পড়ুন : ভাষা আন্দোলন সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন : Frugal’ শব্দটির সমার্থক শব্দ হলো –
উত্তর : Economical.

প্রশ্ন : ‘Quorum’ বলতে বোঝায়—
উত্তর : Required Number.

প্রশ্ন : Cynophobia হলো
উত্তর : Fear of dogs.

প্রশ্ন : It is 10 O’clock-my watch
উত্তর : by.

প্রশ্ন : Whom did she accuse? বাক্যটির Passive রূপ হলো-
উত্তর : Who was passive accused by her?

প্রশ্ন : Renaissance শব্দের অর্থ-
উত্তর : Rebirth/ Regeneration/Revival of learning.

প্রশ্ন : Knowledge comes, but wisdom lingers’ উক্তিটির রচয়িতা –
উত্তর : Alfred Tennyson.

প্রশ্ন : ‘Mens Legis’ বলতে বোঝায়—
উত্তর : Purpose of the law.

প্রশ্ন : ‘Pediatric’ শব্দটি যে বিষয়ের সাথে সম্পর্কিত
উত্তর : শিশু চিকিৎসা।

প্রশ্ন : I know the boy who called you yesterday. নিম্নরেখ অংশটি
উত্তর : Adjective clause.

প্রশ্ন : ‘Machiavellian’ character বলতে বোঝায়-
উত্তর : A cunning person.

প্রশ্ন : Edmund Spenser কে বলা হয় —
উত্তর : Poet of Poets.

প্রশ্ন : ‘Magnus Opus’ বলতে বোঝায় –
উত্তর : Best work.

প্রশ্ন : ‘On the sly’ phrase এর অর্থ-
উত্তর : Secretly.

প্রশ্ন : Man is mortal বাক্যটির negative রূপ হলো-
উত্তর : No man is immortal..

প্রশ্ন : Courageous শব্দটির antonym হলো-
উত্তর : Cowardly.

প্রশ্ন : Black will take no other___.
উত্তর : hue

প্রশ্ন : ‘Narcissism’ শব্দটি বলতে বোঝায়-
উত্তর : arrogance.

প্রশ্ন : He saw __ one eyed man.
উত্তর : a

প্রশ্ন : We should not deviate __ the right path.
উত্তর : from

প্রশ্ন : নাচতে না জানলে উঠান বাঁকা- এর ইংরেজি অনুবাদ—
উত্তর : A bad workman quarrels with his tools.

সাধারণ জ্ঞান

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আওয়ামী লীগ নেতার নাম ছিল—
উত্তর : ২ জন।

প্রশ্ন : ঢাকার মিরপুরে শহীদ মোস্তফা বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি
উত্তর : হারুন কুদ্দুস হিলি ।

প্রশ্ন : ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের যে তফসিলের অন্তর্ভুক্ত —
উত্তর : সপ্তম তফসিল ।

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ঢাকায় গেরিলা বাহিনীর নাম ছিল—
উত্তর : ক্র্যাক প্লাটুন ।

আরো পড়ুন : ২০২২ সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচিত ঘটনা

প্রশ্ন : জাতীয় পাট দিবস—
উত্তর : ৬ মার্চ।

প্রশ্ন : ঘুমধুম সীমান্ত যে জেলায় অবস্থিত-
উত্তর : বান্দরবান

প্রশ্ন : বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাঁধটি নির্মাণ করা হয়—
উত্তর : ১৮৬৪ সালে।

প্রশ্ন : সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত ছিলেন—
উত্তর : স্যার টমাস রো ।

প্রশ্ন : স্বাধীনতালগ্নে বাংলাদেশের জেলা ছিল—
উত্তর : ১৯টি।

প্রশ্ন : বাংলাদেশের মেগা প্রকল্পসমূহ অনুমোদিত হয়—
উত্তর : ECNEC সভায়।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে—
উত্তর : ১৫৩টি।

প্রশ্ন : মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত —
উত্তর : করতোয়া।

প্রশ্ন : জাতীয় সংসদ ভবনের স্থপতি
উত্তর : লুই আই কান ৷

প্রশ্ন : সরকার ‘ট্রেজারি বিল’ যে প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্যু করে—
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক ।

প্রশ্ন : ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী—
উত্তর : কামরুল হাসান ।

প্রশ্ন : বর্তমানে যে দুটি দেশের সাথে বাংলাদেশের বহিঃসমর্পণ চুক্তি রয়েছে—
উত্তর : থাইল্যান্ড ও ভারত।

প্রশ্ন : সংগ্রাম ও প্রত্যাশা’ হলো—
উত্তর : নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ।

প্রশ্ন : সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্ৰ অবস্থিত
উত্তর : গুজরাট, ভারত।

প্রশ্ন : রাশিয়ার লেনিনগ্রাড শহরের বর্তমান নাম—
উত্তর : সেন্ট পিটার্সবার্গ।

প্রশ্ন : ‘খুমি’ উপজাতি বসবাস করে যে জেলায়—
উত্তর : বান্দরবান ।

প্রশ্ন : ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জের মালিকানা যে দেশের—
উত্তর : ভারতের ।

প্রশ্ন : জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি অনুমোদিত হয়—
উত্তর : ১৯৪৮ সালে।

প্রশ্ন : ব্ল্যাক ফরেস্ট যে দেশে অবস্থিত
উত্তর : জার্মানি।

প্রশ্ন : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে—
উত্তর : ভারত।

প্রশ্ন : দক্ষিণের রানি বলা হয় —
উত্তর : সিডনি, অস্ট্রেলিয়া।

প্রশ্ন : ডোকলাম সীমান্ত যে তিন দেশের সীমানায় যুক্ত আছে—
উত্তর : চীন, ভারত ও ভুটান ।

প্রশ্ন : গোবি মরুভূমির অবস্থান
উত্তর : চীন ও মঙ্গোলিয়ায়।

প্রশ্ন : পোল্যান্ড ও জার্মানির সীমা নির্ধারক —
উত্তর : ওডেরনিস নদী।

প্রশ্ন : নাগার্নো-কারাবাখ যে দুটি দেশের করিডোর
উত্তর : আর্মেনিয়া-আজারবাইজান।

প্রশ্ন : ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়—
উত্তর : ১৮১৫।

প্রশ্ন : আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ
উত্তর : ভ্যাটিকান।

প্রশ্ন : ‘বেইল আউট’ শব্দটি জড়িত —
উত্তর : অর্থনীতিতে।

প্রশ্ন : ‘ডেড সি বা মৃত সাগর’ অবস্থিত —
উত্তর : জর্ডানে ।

প্রশ্ন : বৈদ্যুতিক ফিউজে ব্যবহার করা হয় —
উত্তর : সীসা ও টিন।

প্রশ্ন : অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি—
উত্তর : ভূ-পৃষ্ঠে।

প্রশ্ন : শরীরে Vitamin B12-এর ঘাটতি হলে দেখা দেয়—
উত্তর : রক্তশূন্যতা।

প্রশ্ন : গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস বের হয়—
উত্তর : কার্বন মনো-অক্সাইড ৷

প্রশ্ন : Ubuntu হলো—
উত্তর : একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।

স্বাধীনতার ইশতেহার

  • ঘোষণা ও পাঠ : ৩ মার্চ ১৯৭১।
  • ঘোষণা ও পাঠের স্থান : পল্টন ময়দান, ঢাকা।
  • পাঠক : শাজাহান সিরাজ।
  • ঘোষক : স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ।

স্বাধীনতার ঘোষণা

  • ঘোষণা : ২৬ মার্চ ১৯৭১।
  • ঘোষক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • ঘোষণার স্থান : ঢাকার ধানমন্ডির ৩২নং বাড়ি।
  • প্রথম পাঠক : এম এ হান্নান; ২৬ মার্চ ১৯৭১ ।
  • পাঠের স্থান : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, চট্টগ্রাম।

স্বাধীনতার ঘোষণাপত্র

  • জারি : ১০ এপ্রিল ১৯৭১।
  • জারি করেন : মুজিবনগর সরকার।
  • ঘোষণাপত্র পাঠ : ১৭ এপ্রিল ১৯৭১ ।
  • পাঠের স্থান : মেহেরপুর, কুষ্টিয়া।
  • পাঠক : অধ্যাপক এম ইউসুফ আলী।

গণিত

প্রশ্ন : সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
উত্তর : অতিভুজ।

প্রশ্ন : চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
উত্তর : ৩৬০° ।

প্রশ্ন : কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
উত্তর : আসল ৪০০০ টাকা ও মুনাফার হার ১২½% ।

প্রশ্ন : x + y = 12 এবং x – y = 2 হলে xy এর মান কত?
উত্তর : 35

প্রশ্ন : একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
উত্তর : a2 বর্গমিটার।

প্রশ্ন : একটি ট্রেন ঘণ্টায় ৬০ কিমি. বেগে চলে। ২৪০ কিমি. যেতে কত সময় লাগবে?
উত্তর : ৪ ঘণ্টা।

প্রশ্ন : ৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর : ১২টি।

প্রশ্ন : ২.৫ কোন সংখ্যার ০.৫% ?
উত্তর : ৫০০।

প্রশ্ন : x4 – x2 + 1 = 0 হলে x3 + 1/x3= কত?
উত্তর : 0

প্রশ্ন : ∛∛x3 = ?
উত্তর : x 1/2

প্রশ্ন : প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?
উত্তর : 10

প্রশ্ন : ১২ বছর আগে জন ও পিয়ার বয়সের অনুপাত ছিল ৪ : ৫। ১২ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৯। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
উত্তর : ৬ : ৭।

প্রশ্ন : a2 + 2ab – 2b – 1-এর উৎপাদক কোনটি?
উত্তর : (a – 1) (a + 2b + 1)।

প্রশ্ন : ০.১ ✖ ০.১ ✖ ০.১-এর মান কোনটি?
উত্তর : 0.00১

প্রশ্ন : একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
উত্তর : ৬০ মিটার।

- Advertisement -
Preparation BD
Preparation BD
Preparation.com.bd বাংলাদেশের শিক্ষা বিষয়ক একটি বাংলা কমিউনিটি ব্লগ সাইট। Preparation.com.bd এর অন্যতম উদ্দেশ্য হল বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীদের মধ্যে একটি সম্প্রদায় তৈরি করা এবং শিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সেবা নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা।
এই বিভাগ থেকে আরো পড়ুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

সর্বাধিক পঠিত

সর্বশেষ মন্তব্য