মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রস্তুতি

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন সমাধান দেয়ার চেষ্টা করবো।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

  • যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে— ভিটামিন-কে পেডিয়াট্রিক শব্দটি সম্পর্কযুক্ত শিশুর সাথে।
  • মানব জিন থাকে DNA-তে।
  • জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে— ক্রোমোজোম ।
  • বৃক্কের একক – নেফ্রন ।
  • যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলে— প্যাথজেনিক।
  • মানবদেহে যে অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত রয়েছে— যকৃত।
  • যে গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়—পিটুইটারী ।
  • আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। ট্রিপসিন ।
  • মানবদেহে সবচেয়ে বড় অস্থি— ফিমার।
  • COVID-19 একটি — RNA Virus ।
  • মানুষের গায়ের রং যে উপাদানের উপর নির্ভর করে মেলানিন ।
  • ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি ।
  • ভ্যাকসিনের কাজ— রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ।
  • রক্তদানের বয়সসীমা — ১৮-৫৭ বছর ।
  • মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ু সংখ্যা – ১২ জোড়া।
  • রক্তের মাধ্যমে ছড়ায় না— হেপাটাইটিস A ।
  • শতভাগ (১০০%) বিশুদ্ধ অক্সিজেন শরীরের জন্য — ক্ষতিকর।
  • রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা খর্ব করে – কার্বন মনোক্সাইড ।

আরো পড়ুন : বিসিএস রিয়েল ভাইভার অংশবিশেষ

  • হৃদস্পন্দন যত বেশি হলে তাকে Tachycardia বলে— সাধারণত 100-এর বেশি ।
  • যে ওষুধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে এসপিরিন ।
  • মানুষের ক্রোমোজোমের সংখ্যা – ২৩ জোড়া।
  • খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়—পাকস্থলীতে।
  • ভিটামিন B12 এর ঘাটতিতে হয়— রক্তশূন্যতা ।
  • ওষুধ Prescription-এ TDPC’ লেখা দিয়ে যা বোঝানো হয়— তিন বেলা খাওয়ার পর ।
  • বমি হলে মানব শরীরে যে খনিজের ঘাটতি হয়— ম্যাগনেসিয়াম ।
  • ইনসোমনিয়া হলো— নিদ্রাহীনতাজনিত রোগ।
  • অতিরিক্ত রক্তক্ষরণের পর যে shock হয় সেটি হলো— Hypovolumic shock 1
  • গর্ভবতী মহিলাদের Hemoglobin-এর যে মাত্রাকে Anemia বলা হয়– <11gm/dli
  • HIV virus দিয়ে যে রোগটি হয় সেটি হলো— এইডস।
  • মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল HDL
  • সুষম খাদ্যের উপাদান ৬টি ।
  • WHO অনুযায়ী, একজন গর্ভবতী মায়ের কমপক্ষে Antenatal visit করতে হয় ৪ বার।
  • Apgar Score-এর লক্ষণ নয়- ওজন।
  • হিউম্যান পেপিলোমা ভাইরাস ক্যান্সার করে জরায়ুর মুখে।
  • কোষের পাওয়ার হাউজ বলা হয় – মাইটোকন্ড্রিয়াকে।
  • মহিলাদের – বছর বয়সে Pap smear স্ক্রিনিং করা উচিত। ২১
  • অজ্ঞান রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্সিং কেয়ার হলো— রোগীর airway বজায় রাখা।
  • একজন অজ্ঞান রোগীর ক্ষেত্রে যে পজিশনে মুখের যত্ন নেওয়া উচিত লেফট ল্যাটারাল (Left Lateral) ।
  • মানবদেহে রক্তের স্বাভাবিক p”— ৭.৩৫-৭.৪৫ ।
  • গ্লাসগো কোমা স্কেলের সর্বোচ্চ স্কোর ১৫।
  • নার্সিং প্রসেসের প্রথম ধাপ হলো— এসেসমেন্ট ।

আরো পড়ুন : খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

  • নবজাতকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার প্রতি মিনিটে ৪০-৬০ বার।
  • ট্রাকিওস্টোমি টিউবের সাথে যে জটিলতাটি সম্পৃক্ত তীব্র শ্বাস-প্রশ্বাসের সংকট।
  • মানুষের শরীরে পানি— প্ৰায় ৬০ ভাগ
  • যে রোগের জ্বর ‘step ladder’ ধরনের হয়— টাইফয়েড।
  • গর্ভাবস্থায় মায়েদের যে টিকা অত্যাবশ্যকীয় — টিটি।
  • রক্ত দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে immediately যা করতে হয়— Stop Blood transfusion |
  • Maslow-এর hierarchy of need অনুযায়ী, যে পর্যায়ের—Physiologic need
  • যে ধরনের Fracture শিশুদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত গ্রিনস্টিক Fracture।
  • নবজাতকের যত ওজন হলে জন্মের ওজন কম বলা হয় — ২.৫ কেজির কম ।
  • ডেঙ্গু জ্বরের বাহক মশা এডিস
  • যে হরমোনের অভাবে ‘Diabetes Mellitus’ হয়— ইনসুলিন।
  • যে রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরি করে.. লিম্ফোসাইট
  • নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়— ধমনীর ভিতর ।
  • পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন— ড. মাকসুদুল আলম।
  • বৃহদান্ত্রের অংশ— ইলিয়াম।
  • স্যালাইন পুশ করার জন্য প্রয়োজন মিডিয়ান কিউবিটাল ভেইন ।
  • International Code of Ethics for the Nurses- (০৪) চারটি element-এর মধ্যে প্রথম element টি হচ্ছে— Nurses and people
  • প্যারাইটাল এবং ফ্রন্টাল অস্থির সংযোগকারী সুচারের নাম— করোনাল ।
  • মানবদেহে কশেরুকার সংখ্যা— ৩৩টি ।
  • Umbilical cord-এ vessel থাকে ৩টি
  • CPR দেওয়ার সময় একজন ইমার্জেন্সি রোগীকে মিনিটে যতবার টেস্ট কম্প্রেশন দিতে হয়— ১০০-১২০ বার।
  • Burn-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা Fluid রিসার্সসিটেশন।
  • চোখের পানির উৎস ল্যাক্রিমাল গ্ল্যান্ড।
  • রক্তচাপ নির্ণায়ক যন্ত্র— Sphygmomanometer
  • Phagocytosis প্রক্রিয়া করে— Neutrophil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *