বাউল সংগীত [৪৪তম বিসিএস]

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর- বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর- বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা চাকরীর পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। কোন টপিকস্ এর উপর সাধারণ জ্ঞান আপনার প্রয়োজন তা কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ!

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর- বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : মৌমাছি পালন বিজ্ঞান —
উত্তর : Apiculture

প্রশ্ন : পেশিকোষে নিউক্লিয়াস থাকে—
উত্তর : একাধিক।

প্রশ্ন : লোহিত কণিকা ও অণুচক্রিকায় নিউক্লিয়াস—
উত্তর : অনুপস্থিত।

প্রশ্ন : ক্লোরোফিল অণুর প্রধান উপাদান –
উত্তর : ম্যাগনেশিয়াম (Mg)।

প্রশ্ন : উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে—
উত্তর : জাইলেম টিস্যুর মাধ্যমে।

প্রশ্ন : DNA অণুর আণবিক গঠনের আবিষ্কারক –
উত্তর : জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক।

প্রশ্ন : মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদকের উৎস হিসেবে ব্যবহৃত হয় –
উত্তর : ক্লোরেলা উদ্ভিদ।

প্রশ্ন : মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে বলে –
উত্তর : জেরোফাইট।

প্রশ্ন : পেঁয়াজ ও আলু হলো—
উত্তর : রূপান্তরিত কাণ্ড।

আরো পড়ুন

প্রশ্ন : সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা –
উত্তর : 22-35cl

প্রশ্ন : উদ্ভিদের শ্বসনপ্রক্রিয়া সম্পন্ন হয় –
উত্তর : সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়।

প্রশ্ন : ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন—
উত্তর : উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান।

প্রশ্ন : মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হলো —
উত্তর : স্টেপিস।

প্রশ্ন : পেশিগুলো অস্থির সঙ্গে যুক্ত থাকে—
উত্তর : টেনডনের মাধ্যমে।

প্রশ্ন : হিমোগ্লোবিন তৈরি উপাদান –
উত্তর : প্রোটিন ও আয়রন।

প্রশ্ন : ম্যালেরিয়া রোগের বাহক –
উত্তর : অ্যানোফিলিস মশা।

প্রশ্ন : ব্লাড ক্যানসার (Leukaemia) হলে অস্বাভাবিকভাবে বেড়ে যায়—
উত্তর : শ্বেত রক্তকণিকা।

প্রশ্ন : রক্তের সর্বজনীন গ্রহীতা –
উত্তর : AB Blood group

প্রশ্ন : হৃৎপিণ্ড ঢাকা থাকে –
উত্তর : পেরিকার্ডিয়াম নামের দ্বিস্তরবিশিষ্ট পাতলা পর্দা দ্বারা।

প্রশ্ন : দেহের সবচেয়ে কঠিন অংশের নাম—
উত্তর : এনামেল।

প্রশ্ন : পাকস্থলীতে খাদ্য পরিপাক করে—
উত্তর : হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCI)।

প্রশ্ন : দুটি ব্ল্যাকহোল মিলিত হলে সেখান থেকে নির্গত হয়—
উত্তর : মহাকর্ষীয় তরঙ্গ।

প্রশ্ন : মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য পুরস্কার পান—
উত্তর : বিজ্ঞানী ভিক্টর হেস।

প্রশ্ন : সূর্য থেকে বিক্ষিপ্ত চার্জযুক্ত হাইড্রোজেন ও হিলিয়াম হলো—
উত্তর : সৌর ঝলক।

প্রশ্ন : পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে—
উত্তর : চন্দ্রগ্রহণের সময়।

প্রশ্ন : রিমোট সেনসিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ –
উত্তর : ল্যান্ডসেট-১।

প্রশ্ন : সয়ুজ হলো—
উত্তর : রুশ স্পেস শাটল।

প্রশ্ন : উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত –
উত্তর : ২২ ডিসেম্বর।

প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান হয়—
উত্তর : নিরক্ষরেখায়।

প্রশ্ন : RADAR – Radio Detection And Ranging – এ ব্যবহৃত হয়—
উত্তর : Microwave

প্রশ্ন : বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্যবহৃত হয় —
উত্তর : Black Box

প্রশ্ন : পরমাণুর চার্জ নিরপেক্ষতার কারণ পরমাণুতে—
উত্তর : সমানসংখ্যক ইলেকট্রন ও প্রোটনের উপস্থিতি।

প্রশ্ন : সবচেয়ে মূল্যবান ধাতু –
উত্তর : প্লাটিনাম (Pt) ।

প্রশ্ন : লোহার ওপর দস্তার প্রলেপ –
উত্তর : গ্যালভানাইজিং ।

প্রশ্ন : ক্যালসিয়ামের আকরিক—
উত্তর : ডলোমাইট।

প্রশ্ন : বৈদ্যুতিক ইস্তিরি ও হিটারে ব্যবহৃত হয়—
উত্তর : নাইক্রোম তার।

প্রশ্ন : দেশলাইয়ের কাঠির মাথায় থাকে—
উত্তর : লোহিত ফসফরাস।

প্রশ্ন : ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে বলে –
উত্তর : অলিয়াম।

প্রশ্ন : পচা ডিমের গন্ধের জন্য দায়ী —
উত্তর : হাইড্রোজেন সালফাইড।

প্রশ্ন : শুষ্ক কোষে ইলেকট্রন প্রদান করে—
উত্তর : কার্বন দণ্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *